নাগরিকদের রাশিয়া ছাড়ার নির্দেশনা দিয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, ‘রাশিয়া এবং ইউরোপের মধ্যে বিমান চলাচলে ক্রমবর্ধমান বিধিনিষেধের কারণে রাশিয়া সফররত ফরাসি নাগরিকদের বিদ্যমান ফ্লাইট ব্যবহার করে দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ দিকে রাশিয়া থেকে আসা-যাওয়ার সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে এয়ার ফ্রান্স। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন কে? তিনি কি রাশিয়ার আজীবনের প্রেসিডেন্ট হতে চলেছেন?

ইউক্রেনের রুশ হামলার চতুর্থ দিন ছিল গতকাল রোববার। দেশটির সামরিক বাহিনী বলছে, তাদের সেনাদের জন্য দিনটি ছিল অত্যন্ত কঠিন। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত তাদের ৩৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা করার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার কথা জানিয়েছে ইউক্রেন।

Leave a Reply