পঞ্চম শ্রেণি । বাংলা সমার্থক শব্দ

অহি = সাপ, আশীবিষ, নাগ, ফণী।অম্বু =পানি, জীবন, নীর, সলিল, উদক।

হাতি = গজ, দ্বিপ, হস্তী, করী।

আকাশ = অম্বর, ব্যোম, গগন।

তপন = সূর্য, শৈল, সবিতা, দিবাকর।অবনী = পৃথিবী, ধরা, ধরণী, ভূ, বসুন্ধরা।

সমুদ্র = রত্নাকর, অর্ণব, জলধি, সিন্ধু, সাগর।

কোকিল = পিক, পরভৃত।

চাঁদ = বিধু, চন্দ্র, হিমাংশু, শশধর।কূল = সৈকত, তীর, তট, পুলিন, কিনার।

পর্বত = গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ।

পিতা = বাবা, জনক, জন্মদাতা, পিতৃ, বাপ।

পুত্র = দুলাল, সুত, তনয়, খোকা, ছেলে।ফুল = কুসুম, প্রসূন, পুষ্পক, সুমন।

তরঙ্গ = ঢেউ, বীচি, লহর, লহরী, হিল্লোল।

গৃহ = আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন।

খবর = সংবাদ, বার্তা, সন্দেশ, সমাচার, তথ্য।

গভীর = অসাধ, গহন, অথই।নদী = নদ, তটিনী, প্রবাহিণী, শৈবলিনী।

নারী = রমণী, অবলা, মেয়ে, স্ত্রী, কামিনী।

নবীন = নতুন, আধুনিক, নব, নব্য।

দিবস = দিবা, অহ, রোজ, বাসর, দিনরাত্রি, সাবন।

ধর্ম = সৎকর্ম, পুণ্যকর্ম, কর্তব্য, হিতকর।

অকাল = অসময়, অবেলা, অদিন, অযাত্রা।

আগুন = অনল, পাবক, হুতাশন, শুচি।

অশ্ব = ঘোড়া, ঘোটক, বাজী, ঘোটকী।

পাখি = বিহগ, বিহঙ্গ, দ্বিজ, খেচর।

বায়ু = পবন, সমীর, অনিল, মরুৎ।

হরিণ = মৃগ, সুনয়ন, কুরঙ্গ, ঋষ্য।

শরীর = দেহ, গা, তনু, অঙ্গ।

পাহাড় – পর্বত, গিরি

নদী – তটিনী, গাঙ

সমুদ্র – সাগর, সিন্ধু

আকাশ – গগন, আসমান

মা – মাতা, জননী

বাতাস – বায়ু, হাওয়া

ফুল – পুষ্প, কুসুম

গাছ – বৃক্ষ, উদ্ভিদ

বন্ধু – সখা, মিত্র

হাতি – হস্তি, গজ

পাখি – পক্ষি, খেচর

চাঁদ – চন্দ্র, শশী

চোখ – নয়ন, আঁখি

বন – অরণ্য, গহন

দিন – দিবস, দিবা

রাত – নিশি, রজনী

মাটি – মৃত্তিকা, ভূমি

সূর্য – রবি, তপন

বই – পুস্তক, গ্রন্থ

আলো – প্রভা, দিপ্তি

ঘোড়া – অশ্ব, বাজি

বাড়ি – আবাস, গৃহ

শরীর – গা, দেহ

পুত্র – ছেলে, তনয়

বাবা – পিতা, আব্বা

সংকল্প – পণ, প্রতিজ্ঞা

কড়ি – টাকা, অর্থ

শিক্ষক – ওস্তাদ, গুরু

খবর – সংবাদ, বার্তা

বরণ – গ্রহণ, স্বাগত

ইঙ্গিত – ইশারা, সংকেত

ভাগ্য – নিয়তি, অদৃষ্ট

আঁধার – অন্ধকার, তিমির

মুগ্ধ – পুলকিত, বিমোহিত

সকাল – ভোর, প্রভাত

জগৎ – পৃথিবী, ধরণী

জল – পানি, বারি

ট্যাক্স – কর, খাজনা

আনন্দ – আমোদ, পুলক

ঝরনা – নির্ঝর, জলপ্রপাত

দক্ষ – পারদর্শী, পটু

ভক্ষণ – খাওয়া, ভোজন

মরণ – মৃত্যু, ইন্তেকাল

বদ্ধ – আটক, বন্ধ

স্বর্গ – জান্নাত, বেহেশত

শত্রু – প্রতিপক্ষ, দুশমন

শব্দ – আওয়াজ, ধ্বনি

বিজয় – জিত, সফল

ফাঁড়ি – ঘাঁটি, আস্তানা

উত্তম – ভালো, ভদ্র

কড়ি – ঝিনুক, শামুক

ফরমান – আদেশ, হুকুম

ফুরসত – অবসর, অবকাশ

কঠোর – কঠিন, পাষণ্ড

বিদ্যুৎ – তড়িৎ, বিজলি

প্রার্থনা – দোয়া, মোনাজাত

যুদ্ধ – লড়াই, সংগ্রাম

প্রত্নতত্ত্ব – পুরনো, প্রাচীন

চূড়া – শীর্ষ, উঁচু

মাথা – মস্তক, শির

পল্লব – পাতা, পত্র

চতুর – চালাক, ধূর্ত

সাদা – শুভ্র, ধবল

টুকটুক – সুন্দর, উজ্জ্বল

মায়া – দয়া, মমতা

তেষ্টা – পিপাসা, তৃষ্ণা

দোলা – দোলানো, নাড়া

ভ্রমর – অলি, মধুকর

চারু – মনোরম, কারুকাজ

তরঙ্গ – ঊর্মি, কল্লোল

অসীম – সীমাহীন, সীমাহারা

যশস্বী – বিখ্যাত, কীর্তিমান

বর্বর – অসভ্য, নিষ্ঠুর

খ্যাতি – যশ, সুনাম

নিদর্শন – প্রমাণ, চিহ্ন

মুক্তি – রেহাই, নিস্তার

অতিথিঃ  অভ্যাগত, আগন্তুক, আমন্ত্রিত।

অঙ্গঃ দেহ, বপু, কলেবর, কায়া, গাত্র, তনু, শরীর।

আনন্দঃ  উল্লাস, হর্ষ, পুলক, আমােদ, প্রমােদ, আহ্লাদ।

আকাশঃ অন্তরীক্ষ, অম্বর, গগন, নভঃ, ব্যোম।

ইচ্ছাঃ অভিলাষ, অভিপ্রায়, অভিরুচি, অভীপ্সা, আকাঙ্ক্ষা, ঈসা, কামনা।

উনুনঃ আখা, আহা, চুল্লী, চুলা, উনান।

উত্তমঃ উৎকৃষ্ট, উপাদেয়, চমৎকার, ভাল, শ্রেষ্ঠ।

উদ্যানঃবাগান, উপবন, বাগিচা।

উঠানঃ আঙ্গিনা, অঙ্গন, চাতাল, চত্বর।

কন্যাঃ আত্মজা, তনয়া, দুহিতা, নন্দিনী, মেয়ে, সুতা।

কপালঃ  ললাট, ভাল, বিশেষ অর্থে ভাগ্য, অদৃষ্ট।

কানঃ কর্ণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়।

কিরণঃ রশ্মি, প্রভা, আভা, দযুতি, জ্যোতি, অংশু, ময়ূখ, কর, বিভা।

কুকুরঃসারমেয়, স্বা, কুকুর।

কোকিল ও পিক, বসন্ত সখা, পরভৃৎ।

কাপড়ঃ বস্ত্র, বসন, বাস, পরিধেয়, অম্বর।

গৃহঃ আলোয়, আবাস, নিবাস, ভবন, ঘর, নিকেতন, বাটী, সদন, কুটীর।

গলাঃ কণ্ঠ, গ্রীবা।

গালঃ কপােল, গণ্ডদেশ।

গাছঃ বৃক্ষ, তরু, পাদপ, মহীরূহ, বিটপী।

গ্রামঃ গা, পল্লী, লােকালয়, জনপদ।

ঘোড়াঃ তরঙ্গ, ঘােটক, হয়, বাজী, অশ্ব।

চন্দ্রঃ শশাঙ্ক, শশধর, শশী, সােম, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, বিধু, নিশাকর, চন্দ্রমা

চুলঃ অলক, কুন্তল, চিকুর, কেশ।

চোখঃ আঁখি, নেত্র, নয়ন, লােচন, চক্ষু, অক্ষি, দর্শনেন্দ্রিয়।

ছাত্রঃ শিষ্য, শিক্ষার্থী, পড়য়া, বিদ্যার্থী।

জলঃ অম্বু, অপ, উদক, জীবন, পয়ঃ, বারি, নীর, সলিল।

জন্তুঃ জন্তুল জানোয়ার, জীব, পশু, প্রাণী।

তীর কূল, তট, পুলিন, সৈকত।

দেবতাঃ দেব, অমর, সুর, বৈকুণ্ঠবাসী। দন্ত, দশন, আশী।

দরজাঃ দ্বার, দুয়ার, ফটক।

দিনঃ দিবস, দিবা, অহঃ।

দুর্গা : শারদা, দশভুজা, পার্বতী, উমা, চণ্ডী।

নারীঃ রমণী, ললনা, মহিলা, বনিতা, স্ত্রী, বামা, অঙ্গনা, প্রমদা।

নক্ষত্রঃ তারা, তারকা, জ্যোতিষ্ক।

নাকঃ নাসিকা, নাসা, ঘ্রাণেন্দ্রিয়।

নদীঃ কল্লোলিনী, তরঙ্গিনী, তটিনী, নির্ঝরিণী, স্রোতস্বিনী, প্রবাহিনী।

পর্বতঃ গিরি, ভূধর, নগ, অদ্রি, অচল, মহীধর।

পৃথিবীঃ অবনী, ধরা, বসুধা, মেদিনী, ধরিত্রী।

পাঃ পদ, চরণ, পাদ।

পদ্মঃ কমল, উৎপল, শতদল, পঙ্কজ, সরােজ, সরসিজ, কোকনদ।

পাখীঃ পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, পক্ষধর, খগ, বিহঙ্গম।

পুত্রঃ ছেলে, তনয়, আত্মজ, সূত, নন্দন, কুমার, দুলাল।

পেটঃ  উদর, জঠর।

পুকুরঃ পুষ্করিণী, তড়াগ, জলাশয়, সরসী।

পাহাড়ঃ গিরি, পর্বত, ভূধর, অচল, শৈল, শৃঙ্গধর।

পিতাঃ বাবা,  জনক, বাপ, জন্মদাতা, তাত।

পূজাঃ ভজন, অর্চনা, আরাধনা, বন্দনা।

বৃক্ষঃ তরু, শাখী, মহীরূহ, বিটপী, পাদপ, গাছ, দ্রুম।

ব্যাঘ্রঃ শার্দূল, বাঘ, মৃগারি।

বিদ্যুৎঃ ইরম্মদ, ক্ষণপ্রভা, চঞ্চলা, চপলা, দামিনী, বিজলী, সৌদামিনী।

বায়ুঃ বাতাস, অনিল, সমীর, সমীরণ, বায়, গন্ধবহ, পবন, মরুৎ।

বনঃ অরণ্য, কানন, জঙ্গল, বিপিন, কান্তার, অটবি।

বানরঃ কপি, শাখামৃগ, বাঁদর, প্লবগ।

ব্যাঙঃ ভেক, দাদুরী, মন্ডুক।

বুকঃ বক্ষ, উর, বক্ষঃস্থল।

বন্ধুঃ মিত্র, সখা, সুহৃদ, বান্ধব।

পার্বণ – উৎসব সার্থক – সফল

জনম – জন্ম প্রকৃতি – নিসর্গ

বৈচিত্র্য – বিভিন্ন ক্ষুদ্র – ছোট

জাতিসত্তা – নৃগোষ্ঠী আত্মীয় – স্বজন

দেশ – ভূখণ্ড নদী – তটিনী

আকাশ – গগন প্রান্তর – মাঠ

গৌরব – গর্ব বন্ধু – সুজন

পেশা – জীবিকা বিচিত্র – বিভিন্ন

উৎসব – অনুষ্ঠান ধাঁচ – ধরন

অধিবাসী – বাসিন্দা দরকার – প্রয়োজন

পাহাড় – গিরি সমুদ্র – অর্ণব

জননী – মা স্নেহ – মমতা

সম্পদ – ধন বাতাস – হাওয়া

এটিও পড়ুন –জমির পরিমাণ, দৈর্ঘ্য , প্রস্থ, উচ্চতা, পরিধি, ব্যাসার্ধ এবং ব্যাস নির্ণয়ের অঙ্ক ও সমাধান

ভভিনীঃ বোন, ভগিনী, সহােদরা, অনুজা/অগ্রজা।

ভ্রাতাঃ  ভাই, সােদর, সহোদর, অনুজ/অগ্রজ।

মাতাঃ অম্বা, মা, জননী, গর্ভধারিণী, প্রসবিনী, প্রসূতি।

মেঘঃঅভ্র , অম্বুদ, কাদম্বিনী, ঘন, জলদ, জলধর, নীরদ, পয়ােদ, বারিদ, বারিধর।

মন্দিরঃ দেবালয়, দেউল, দেবগৃহ, সুরালয়।

মৎসঃ মাছ, মীন।

সুখঃ বদন, আর্স্য, আনন।

ময়ূরঃ শিখি, কলাপী।

মানুষঃ মানব, মনুষ্য, নর, লােক।

রজনিঃ রাত্রি, নিশা, শর্বরী, বিভাবরী, ক্ষপা, ক্ষণদা, ত্রিযামা।

রাগ: ক্রোধ, কোপ, রােষ। শোণিত, রুধির।

লতাঃ লতিকা, ব্রততী, বল্লরী।

শিক্ষক : গুরু, আচার্য, শিক্ষাদাতা।

শত্রুঃ অরি, রিপু, অরাতি, বৈরী।

শিবঃ মহাদেব, ভব, মহেশ, কৃত্তিবাস, শম্ভু, শর্ব, ভবেশ।

ষাঁড়ঃ ষাঁড়, বৃষ, বৃষভ।

সমুদ্রঃ পারাবার,  জলধি, বারিধ,  সাগর, অর্ণব, পাথার, রত্নাকর।

সূর্যঃ রবি, ভানু, ভাস্কর, আদিত্য, দিনমণি, তপন, সবিতা, মার্তণ্ড।

সাপঃ সর্প, ফণী, আশীবিষ, অহি, উরগ, নাগ, ভুজঙ্গ, ভুজঙ্গম।

স্ত্রীঃ কান্তা, জায়া, ঘরণী, গৃহিনী, গিন্নী,বধু, বউ।

সিংঘঃ পশুরাজ, কেশরী, মৃগরাজ।

সরস্বতীঃ বাগদেবী, বীণাপাণি, সারদা, শুভ্রা, শ্বেতা, শ্বেতাম্বরা।

হাতীঃ করী, দন্তী, হস্তী, স্বিরজ, কুঞ্জর।

হরিণঃ : কুরঙ্গ, কুরঙ্গম, মৃগ, এণ।

ক্ষমাঃ মাপ, মার্জনা, কৃপা, দয়া, মায়া, অনুগ্রহ।

নির্ভরতাঃ অবলম্বন, অবলম্ব, আলম্ব, সহায়, ভরসা, আস্থা, অবস্থান, সম্বল।

সংবাদঃ খবর, সমাচার, বার্তা, সন্দেশ, বৃত্তান্ত, বিবরণ, তথ্য।

সৌন্দর্যঃ শোভা, বাহার, চারুতা, চারিমা, চমক, আশ্চর্য, অবাক।

বিস্ময়ঃ চমক, আশ্চর্জ।

অবসরঃ অবকাশ, ফুরসত, মহলত, নিষ্কর্ম, নিষ্কর্ম, বিক্রিয়া।

স্নানঃ চান, নাওয়া, নাহা, অবগাহন, নিমজ্জন, ডুবন, অবগাহ, গোসল।

রান্নাঃ রন্ধন, রাধা, পাক, ভক্তি, রসুই।

যন্ত্রণাঃ বেদনা, ব্যথা, যাতনা, দরদ, তাড়স, কষ্ট, শূল।

উক্তিঃ কথা, বচন, বাক্য, বাণী, কথন, জবান, ভাণতি, ভাষ, বাক, বুলি।

বিস্তারঃ বিস্তৃতি, প্রসারণ, ব্যাপ্তি, ব্যাপন।

গুচ্ছঃ গােছা, থােক, থােক, গােছ, থােক,

তন্তুঃ আশ, রাবেয়া, লােম, রােম, অংশু।

প্রকাশঃ প্রকটন, প্রকাশন, ফোটন, স্ফুরণ, বিস্ফার, স্ফুটন।

সমার্থক শব্দ

১০১। হুকুম: আদেশ, ফরমাশ।

১০২। পথিক: পথচারী, যাত্রী।

১০৩। বৃদ্ধ: বয়স্ক, বুড়ো।

১০৪। তৃষ্টা: তৃষ্ণা, পিপাসা।

১০৫। চমৎকার: সুন্দর, মার্জিত।

হুকুম: আদেশ, ফরমাশ।

১০২। পথিক: পথচারী, যাত্রী।

১০৩। বৃদ্ধ: বয়স্ক, বুড়ো।

১০৪। তৃষ্টা: তৃষ্ণা, পিপাসা।

১০৫। চমৎকার: সুন্দর, মার্জিত।

১৫১। স্বাধীন: মুক্ত, অবারিত।

১৫২। অবসান: সমাপ্ত, শেষ।

১৫৩। সংগ্রাম: লড়াই, যুদ্ধ।

১৫৪। প্রবল: প্রচণ্ড, তীব্র।

১৫৫। দুর্গ: পরিখা, কেল্লা।

১৫৬। প্রকৃত: আসল, খাঁটি।

১৫৭। গা: শরীর, দেহ।

১৫৮। ভোর: প্রভাত, উষা।

১৫৯। ঘোড়া: অশ্ব, ঘোটক।

১৬০। বুবু: বোন, আপু।

১৬১। অভিনব: চমৎকার, সুন্দর।

১৬২। পড়া: পাঠ করা, অধ্যয়ন।

১৬৩। বিদ্যুৎ: বিজলি, তড়িৎ।

১৬৪। মৃত্যু: মরণ, দেহত্যাগ।

১৬৫। মেঘ: নীরদ, ঘন।

১৬৬। বিদেশি: ভিনদেশি, পরদেশি।

১৬৭। পাতা: পত্র, পল্লব।

১৬৮। আচ্ছাদন: ঢাকনি, ছাউনি।

১৬৯। ছেলে: পুত্র, দুলাল।

১৭০। ময়দান: মাঠ, প্রান্তর।

১৭১। বিপুল: অনেক, প্রচুর।

১৭২। গল্প: কাহিনি, উপকথা।

১৭৩। গাড়ি: শকট, যানবাহন।

১৭৪। পৃথিবী: দুনিয়া, জগৎ।

১৭৫। মানুষ: মানব, মনুষ্য।

১৭৬। খাজনা: কর, ট্যাক্স।

১৭৭। আঁধার: অন্ধকার, তমসাচ্ছন্ন।

১৭৮। মজলুম: অত্যাচারিত, উৎপীড়িত।

১৭৯। প্রবাসী: পরবাসী, দেশান্তরি।

১৮০। রানি: রাজ্ঞী, সম্রাজ্ঞী, রাজপত্নী।

 

১৮১। সমুদ্র: সাগর, অর্ণব, জলনিধি।

১৮২। স্বাধীন: মুক্ত, অবারিত।

১৮৩। অবসান: সমাপ্ত, শেষ।

১৮৪। সংগ্রাম: লড়াই, যুদ্ধ।

১৮৫। প্রবল: প্রচণ্ড, তীব্র।

১৮৬। দুর্গ: পরিখা, কেল্লা।

১৮৭। প্রকৃত: আসল, খাঁটি।

১৮৮। গা: শরীর, দেহ।

১৮৯। ভোর: প্রভাত, উষা।

১৯০। ঘোড়া: অশ্ব, ঘোটক।

পঞ্চম শ্রেণি । বাংলা সমার্থক শব্দ

Leave a Reply