পঞ্চম শ্রেণি । বাংলা বিপরীত শব্দ লেখ।

বিপরীত শব্দ

যশ = অপযশ

ব্যর্থ = সার্থক

আকুঞ্চন = প্রসারণ

খাতক = মহাজন

আবির্ভাব = তিরোভাব

অলীক = বাস্তব

গ্রহণ = বর্জন

মৃদু = প্রবল

বর্ধমান = ক্ষীয়মান

উপচয় = অপচয়

নশ্বর = অবিনশ্বর

অন্ত=অনন্ত

ইষ্ট= অনিষ্ট

আত্মীয় = অনাত্মীয়

আবিল = অনাবিল

সবল = দুর্বল

উৎকর্ষ = অপকর্ষ

সদয় = নির্দয়

অর্থ = অনর্থ

সরস = নীরস

সাকার = নিরাকার

হুঁশ = বেহুঁশ

অগ্র = পশ্চাৎ

অচল = সচল

অন্তর = বাহির

অধম = উত্তম

আদি = অন্ত

আয় = ব্যয়

দোষী = নির্দোষ

গুরু = লঘু

ভীতু = সাহসী

ভূত= ভবিষ্যৎ

মিলন= বিরহ

স্থির= চঞ্চল

স্বকীয় = পরকীয়

স্বর্গ= নরক

জোয়ার = ভাটা

মৃদু= প্রবল

মুখ্য= গৌণ

হরণ= পূরণ

উদার= সংকীর্ণ

আবাহন=বিসর্জন

আবশ্যক= অনাবশ্যক

অশন=অনশন

গৃহী= সন্ন্যাসী

ঐহিক=পারত্রিক

দুর্বিনীত= বিনীত

দ্যুলোক= ভূলোক

প্রাচীন=অর্বাচীন/নবীন

প্রতিযোগী=সহযোগী

বৈচিত্র্য – অভিন্ন পূর্ণিমা – অমাবস্যা

সার্থক – ব্যর্থ দেশ – বিদেশ

জনম – মরণ পাহাড় – সমতল

সৌভাগ্য – দুর্ভাগ্য বাঙালি – অবাঙালি

ক্ষুদ্র – বৃহৎ বন্ধু – শত্রু

গৌরব – অগৌরব আকাশ – পাতাল

কম – বেশি শ্রদ্ধা – ঘৃণা

ভিন্ন – অভিন্ন আত্মীয় – পর

ভালোবাসা – ঘৃণা জননী – জনক

২। সমার্থক শব্দ লেখ/ শব্দার্থ লেখ ।

পার্বণ – উৎসব সার্থক – সফল

জনম – জন্ম প্রকৃতি – নিসর্গ

বৈচিত্র্য – বিভিন্ন ক্ষুদ্র – ছোট

জাতিসত্তা – নৃগোষ্ঠী আত্মীয় – স্বজন

দেশ – ভূখণ্ড নদী – তটিনী

আকাশ – গগন প্রান্তর – মাঠ

গৌরব – গর্ব বন্ধু – সুজন

পেশা – জীবিকা বিচিত্র – বিভিন্ন

উৎসব – অনুষ্ঠান ধাঁচ – ধরন

অধিবাসী – বাসিন্দা দরকার – প্রয়োজন

পাহাড় – গিরি সমুদ্র – অর্ণব

জননী – মা স্নেহ – মমতা

সম্পদ – ধন বাতাস – হাওয়া

১। বিপরীত শব্দ লেখ।

বৈচিত্র্য – অভিন্ন পূর্ণিমা – অমাবস্যা

সার্থক – ব্যর্থ দেশ – বিদেশ

জনম – মরণ পাহাড় – সমতল

সৌভাগ্য – দুর্ভাগ্য বাঙালি – অবাঙালি

ক্ষুদ্র – বৃহৎ বন্ধু – শত্রু

গৌরব – অগৌরব আকাশ – পাতাল

কম – বেশি শ্রদ্ধা – ঘৃণা

ভিন্ন – অভিন্ন আত্মীয় – পর

ভালোবাসা – ঘৃণা জননী – জনক

জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান – প্রান্তর

কৃষিকাজ করেন যিনি – কৃষক

একের সঙ্গে অন্যের সম্পর্ক – পরস্পর

যারা বাংলা ভাষায় কথা বলে – বাঙালি

জন্ম দেন যিনি – জননী

নদী বা সমুদ্রের তীরের বালুময় স্থান – বেলাভূমি

আত্মার সঙ্গে সম্পর্ক যার – আত্মীয়

মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করেন – কুমোর

মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা – জেলে

অর্থ আছে যার – সার্থক

পর্বত আছে যে অঞ্চলে – পার্বত্য

বিপরীত শব্দের তালিকা

শব্দ বিপরীত শব্দ
অচল সচল
অনুরাগ বিরাগ
অগ্রিম বকেয়া
অনুকূল প্রতিকূল
অবাচী উদীচী
অগ্র পশ্চাৎ
অচেতন সচেতন
অজ্ঞান সজ্ঞান
অতীত ভবিষ্যৎ
অনুরাগী বিরাগী
অন্তরে বাহিরে
অবকাশ অনবকাশ
অবসর অনবসর
অভিজ্ঞ অনভিজ্ঞ
অভ্যাস অনভ্যাস
অর্থ অনর্থ
অলংকৃত অনলংকৃত
অল্প অধিক
অল্পপ্রাণ মহাপ্রাণ
অশান্তি প্রশান্তি
অস্তগামী উদীয়মান
অনুগ্রহ নিগ্রহ
অপরাধী নিরপরাধ
অক্ষম সক্ষম
অনন্ত সান্ত
অনুরক্ত বিরক্ত
অন্তর্দৃষ্টি বহির্দৃষ্টি
অধোগমন  ঊর্ধ্বগমন
অকর্মক সকর্মক
অক্ষাংশ দ্রাঘিমাংশ
অখ্যাতি সুখ্যাতি
অগ্রজ অনুজ
অজ্ঞ প্রাজ্ঞ
অতিকায় ক্ষুদ্রকায়
অবতরণ উত্তরণ
অবহিত অনবহিত
অবিকল্প সবিকল্প
অভিপ্রেত অনভিপ্রেত
অভিমানী নিরভিমান
অভিমানিনী নিরভিমানা
অভ্যস্ত অনভ্যস্ত
অমর মরণশীল
অমৃত গরল
অর্পণ গ্রহণ
অর্বাচীন প্রাচীন
অলস পরিশ্রমী
অলীক সভ্য
অল্পতা আধিক্য
অশন অনশন
অতিবৃষ্টি অনাবৃষ্টি
অধঃ ঊর্ধ্ব
অধোগামী ঊর্ধ্বগামী
অনুতপ্ত অননুতপ্ত
অনুমোদিত অননুমোদিত
অনেক অল্প
অন্তঃ বহিঃ
অন্তরঙ্গ বহিরঙ্গ
অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়
অন্তর্জগৎ বহির্জগৎ
অন্তর্মুখী বহির্মুখী
অন্ত্য আদ্য
অন্বয় অনন্বয়
অন্বয়ী অনন্বয়ী
অপ্রতিভ সপ্রতিভ
অসীম সমীম
অস্তি নাস্তি
অধিত্যকা উপত্যকা
অহংকারী নিরহংকার
অহিংস সহিংস
আবাদি অনাবাদি
আবাহন বিসর্জন
আবিল অনাবিল
আবৃত অনাবৃত
আমির ফকির
আহত অনাহত
আহার অনাহার
আহুতি অনাহুতি
আগমন নির্গমন
আচার অনাচার
আত্ম পর
আরম্ভ শেষ
আদি অন্ত
আকাশ পাতাল
আক্রমণ প্রতিরক্ষা
আগে পরে
আজ কাল
আদর অনাদর
আদান প্রদান
আদৃত অনাদৃত
আপ্যায়ন প্রত্যাখ্যান
আর্য অনার্য
আলো আঁধার
আশা নিরাশা
আসক্ত নিরাসক্ত
আসল নকল
আস্তিক নাস্তিক
আস্তৃত অনাস্তৃত
আস্থা অনাস্থা
আঁটসাঁট ঢলঢলে
আকর্ষণ বিকর্ষণ
আকুঞ্চন প্রসারণ
আগত অনাগত
আগা গোড়া
আগ্রহ উপেক্ষা
আটক ছাড়
আত্মীয় অনাত্মীয়
আরব্ধ সমাপ্ত
আরোহণ অবরোহণ
আর্দ্র শুষ্ক
আশীর্বাদ অভিশাপ
আশ্রয় নিরাশ্রয়
আসক্তি বৈরাগ্য
আসমান জমিন
আসা যাওয়া
আসামি ফরিয়াদি
আস্তীর্ণ অনাস্তীর্ণ
আস্বাদিত অনাস্বাদিত
আদায় অনাদায়
আদি অন্ত
আদিষ্ট নিষিদ্ধ
আদ্য অন্ত্য
আধুনিক প্রাচীন
আপন পর
আবশ্যক অনাবশ্যক
আবশ্যিক ঐচ্ছিক
আবাসিক অনাবাসিক
আবির্ভাব তিরোভাব
আবিষ্কৃত অনাবিষ্কৃত
আমদানি রপ্তানি
আয় ব্যয়
আয়ত্ত অনায়ত্ত
আহার অনাহার
আহূত অনাহূত
ইচ্ছা অনিচ্ছা
ইচ্ছায় অনিচ্ছায়
ইতর ভদ্র
ইদানীং তদানীং
ইষ্ট অনিষ্ট
ইহলোক পরলৌকিক
ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত
ইচ্ছুক অনিচ্ছুক
ইতিবাচক নেতিবাচক
ইদানীন্তন তদানীন্তন
ইহকাল পরকাল
ঈদৃশ তাদৃশ
ঈষৎ অধিক
উঁচু নিচু
উগ্র সৌম্য
উচ্চ নীচ
উচ্চতম নিম্নতম
উঠতি পড়তি
উৎকর্ষ অপকর্ষ
উত্তর দক্ষিণ
উত্তরীয় অন্তরীয়
উত্তীর্ণ অনুত্তীর্ণ
উত্থিত পতিত
উদার অনুদার
উদ্বিগ্ন নিরুদ্বিগ্ন
উদ্যতি বিরতি
উদ্যম বিরাম
উন্নত অবনত
উন্নয়ন অবনয়ন
উন্মুখ বিমুখ
উপকারিতা অপকারিতা
উপকৃত অপকৃত
উপর নিচ
উর্বর অনুর্বর
উষ্ণ শীতল
উক্ত অনুক্ত
উচিত অনুচিত
উজান ভাটি
উজ্জ্বল নিষ্প্রভ
উঠন্ত পড়ন্ত
উত্তম অধম
উত্তমর্ণ অধমর্ণ
উত্তরণ অবতরণ
উত্তরায়ণ দক্ষিণায়ন
উত্তল অবতল
উত্তাপ শৈত্য
উত্থান পতন
উদয় অস্ত
উদ্ধত নম্র
উদ্বৃত্ত ঘাটতি
উদ্ধত বিনত
উন্নতি অবনতি
উন্নীত অবনমিত
উপকার অপকার
উন্মীলন নিমীলন
উপকারী অপকারী
উপচিকীর্ষা অপচিকীর্ষা
উপস্থিত অনুপস্থিত
উল্লেখ অনুল্লেখ
ঊর্ধ্ব অধঃ
ঊর্ধ্বগতি অধোগতি
ঊর্ধ্বদৃষ্টি অধোদৃষ্টি
ঊষা সন্ধ্যা
ঊর্ধ্বতন অধস্তন
ঊর্ধ্বগামী অধোগামী
ঋজু বক্র
এক বহু
একাল সেকাল
এখন তখন
এদিক ওদিক
এরূপ ওরূপ
ঐকমত্য মতভেদ
ঐশ্বর্য দারিদ্র্য
একান্ন পৃথগন্ন
একূল ওকূল
এগোনো পিছোনো
এপার ওপার
এলোমেলো গোছানো
ঐক্য অনৈক্য
ঐতিহাসিক অনৈতিহাসিক
ঐহিক পারত্রিক
ওঠা নামা
ওঠা বসা
ওস্তাদ আনাড়ি
ঔজ্জ্বল্য ম্লানিমা
ঔদ্ধত্য বিনতি
ঔচিত্য অনৌচিত্য
ঔদার্য কার্পণ্য
ঔদাসীন্য আসক্তি
কচি ঝুনো
কড়ি কোমল
কদাচার সদাচার
কপট অকপট
কু সু
কুঞ্চন প্রসারণ
কুৎসিত সুন্দর
কুদৃষ্টি সুদৃষ্টি
কুপরামর্শ সুপরামর্শ
কুবুদ্ধি সুবুদ্ধি
কুরুচি সুরুচি
কুশাসন সুশাসন
কুসংসর্গ সুসংসর্গ
কৃতজ্ঞতা বৃতঘ্নতা
কৃপণ বদান্য
কৃশ স্থূল
কৃষ্ণ শুভ্রা
কেন্দ্রাভিগ কেন্দ্রাতিগ
কোমল কঠিন
ক্রয় বিক্রয়
ক্রোধ প্রীতি
কথিত অকথিত
কনিষ্ঠ জ্যেষ্ঠ
কপটতা সরলতা
কম বেশি
কর্মকর্তা কর্মচারী
কল্পনা বাস্তব
কাঁচা পাকা
কাজ বিশ্রাম
কারণে অকারণে
কার্যকর অকার্যকর
কর্মঠ অকর্মণ্য
কল্যাণ অকল্যাণ
কাছে দূরে
কাপুরুষ বীরপুরুষ
কার্য কারণ
কুখ্যাত সুখ্যাত
কুটিল সরল
কুদর্শন সুদর্শন
কুনজর সুনজর
কুফল সুফল
কুমেরু সুমেরু
কুলীন অন্ত্যজ
কুশিক্ষা সুশিক্ষা
কৃতজ্ঞ অকৃতজ্ঞ
কৃত্রিম অকৃত্রিম
কৃশাঙ্গী স্থূলাঙ্গী
কেজো অকেজো
কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ
কৌতূহলী নিস্পৃহ
ক্রেতা বিক্রেতা
খোলা ঢাকা
খ্যাতি অখ্যাতি
খুচরা পাইকারি
খাঁটি ভেজাল
খণ্ড অখণ্ড
খ্যাতনামা অখ্যাতনামা
খুশি অখুশি
খাদ্য অখাদ্য
খরিদ বিক্রি
ক্ষমা শাস্তি
ক্ষুদ্র বৃহৎ
ক্ষয় বৃদ্ধি
ক্ষুদ্রতম বৃহত্তম
ক্ষিপ্ত মন্থর
ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী
গতি স্থিতি
গণ্য নগণ্য
গরিষ্ঠ লঘিষ্ঠ
গাম্ভীর্য চাপল্য
গুণ ভাগ
গুরু শিষ্য
গৃহী সন্ন্যাসী
গেঁয়ো শহুরে
গোপনীয় প্রকাশ্য
গ্রহণ বর্জন
গ্রাম্য শহুরে
গ্রীষ্মকাল শীতকাল
গঞ্জনা প্রশংসা
গদ্য পদ্য
গভীর অগভীর
গরিমা লঘিমা
গলগ্রহ প্রতিপাল্য
গুণ দোষ
গুপ্ত প্রকাশিত
গূঢ় ব্যক্ত
গৃহীত বর্জিত
গোছালো অগোছালো
গৌণ মুখ্য
গৌরব অগৌরব
গ্রহণীয় বর্জনীয়
গ্রাহ্য অগ্রাহ্য
ঘরে বাইরে
ঘাত প্রতিঘাত
ঘৃণা ভালোবাসা
ঘোলা স্বচ্ছ
ঘন তরল
ঘাটতি বাড়তি
ঘাতক পালক
ঘুমন্ত জাগ্রত
ঘৃণিত সমাদৃত
চঞ্চল স্থির
চতুর নির্বোধ
চল অচল
চলিত সাধু
চিন্তনীয় অচিন্তনীয়
চোখা ভোঁতা
চ্যুত অচ্যুত
চপল গম্ভীর
চরিত্রবান চরিত্রহীন
চালাক বোকা
চালু অচল
চিরায়ত সাময়িক
চোর সাধু
ছেলে বুড়ো
ছটফটে শান্ত
ছোট বড়
জটিল সরল
জড় চেতন
জন্ম মৃত্যু
জয় পরাজয়
জরিমানা বকশিশ
জল স্থল
জলে স্থলে
জান্নাত দোজখ
জিন্দা মুর্দা
জীবন মরণ
জৈব অজৈব
জোয়ার ভাটা
জ্ঞাতমূল অজ্ঞাতমূল
জ্বলন্ত নিভন্ত
জনবহুল জনবিরল
জমা খরচ
জয়ী পরাজিত
জলদি আস্তে
জলচর স্থলচর
জাগ্রত সুপ্ত
জাল আসল
জিন্দাবাদ মুর্দাবাদ
জেতানো হারানো
জোড় বিজোড়
জ্যোৎস্না অমাবস্যা
জ্ঞাত অজ্ঞাত
জ্ঞাতসারে অজ্ঞাতসারে
জ্ঞেয় অজ্ঞেয়
জ্যেষ্ঠা কনিষ্ঠা
ঝগড়া ভাব
টক মিষ্টি
ঠকা জেতা
ঠিক বেঠিক
টানা পোড়েন
টাটকা বাসি
ঠাণ্ডা গরম
ঠুনকো মজবুত
ডান বাম
ডুবন্ত ভাসন্ত
ঢোলা আঁটসাঁট
তত যত
তদীয় মদীয়
তপ্ত শীতল
তরল কঠিন
তস্কর সাধু
তিক্ত মিষ্ট
তেমন যেমন
ত্যাজ্য গ্রাহ্য
তৃপ্ত অতৃপ্ত
তীক্ষ্ণ স্থূল
ত্বরান্বিত বিলম্বিত
ত্যাগ গ্রহণ
তরুন বৃদ্ধ
তাজা বাসি
তারুণ্য বার্ধক্য
তিরস্কার পুরস্কার
তুলনীয় অতুলনীয়
ত্বরিত শ্লথ
তির্যক ‍ঋজু
থামা চলা
দখল বেদখল
দমন প্রশ্রয়
দরদি বেদরদি
দামি সস্তা
দিবস রজনী
দীর্ঘায়ু স্বল্পায়ু
দুর্গম সুগম
দুর্নাম সুনাম
দুর্বুদ্ধি সুবুদ্ধি
দিবাকর নিশাকর
দাস প্রভু
দুর্দিন সুদিন
দিন রাত্রি
দুর্জন সুজন
দুর্বল সবল
দক্ষ অদক্ষ
দণ্ড পুরস্কার
দয়ালু নির্দয়
দাতা গ্রহীতা
দূর নিকট
দৃশ্য অদৃশ্য
দেনাদার পাওনাদার
দোষী নির্দোষ
দ্বিধা নির্দ্বিধা
দ্রুত মন্থর
দেশী বিদেশী
দোষ গুণ
দেনা পাওনা
ধবল শ্যামল
ধারোলো ভোঁতা
ধীর অধীর
ধীরগতি দ্রুতগতি
ধৃত মুক্ত
ধনী দরিদ্র
ধর্ম অধর্ম
ধার্মিক অধার্মিক
ধূর্ত বোকা
নতুন পুরনো
নর নারী
নাবালক সাবালক
নিকট দূর
নিদ্রা জাগরণ
নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত
নিরক্ষর সাক্ষর
নিরপেক্ষ সাপেক্ষ
নিরবকাশ সাবকাশ
নিরীহ দুর্দান্ত
নির্দয় সদয়
নির্মল সমল
নিশ্চয়তা অনিশ্চয়তা
নিত্য বিধি
নৈসর্গিক কৃত্রিম
নগর গ্রাম
নন্দিত নিন্দিত
নবীন প্রবীণ
নরম শক্ত
নামা ওঠা
নিকৃষ্ট উৎকৃষ্ট
নিন্দা প্রশংসা
নিয়োগ বরখাস্ত
নিরত বিরত
নিরস্ত্র সশস্ত্র
নিরাশ্রয় সাশ্রয়
নির্গুণ সগুণ
নির্দিষ্ট অনির্দিষ্ট
নির্লজ্জ সলজ্জ
নিরূপিত অনিরূপিত
নির্দেশক অনির্দেশক
ন্যায় অন্যায়
নৈতিকতা অনৈতিকতা
পক্ষে বিপক্ষে
পড়া ওঠা
পথ বিপথ
পরকীয় স্বকীয়
পরিচিত অপরিচিত
পরিশোধিত অপরিশোধিত
পরিশ্রমী অলস
পাওয়া হারানো
পাপ পুণ্য
পার্থিব অপার্থিব
পুরস্কার তিরস্কার
পুরুষ নারী
পুরোভাগ পশ্চাদ্‌ভাগ
প্রধান অপ্রধান
প্রবণতা ঔদাসীন্য
প্রবৃত্তি নিবৃত্তি
প্রবিষ্ট প্রস্থিত
প্রভু ভৃত্য
প্রশান্ত অশান্ত
প্রশ্ন উত্তর
প্রসারণ সংকোচন
প্রাচী প্রাচী
প্রাতিকূল্য আনুকূল্য
প্রারম্ভ পরিণাম
পছন্দ অপছন্দ
পটু অপটু
পণ্ডিত মূর্খ
পবিত্র অপবিত্র
পরার্থ স্বার্থ
পরিকল্পিত অপরিকল্পিত
পরিত্যক্তা গৃহীতা
পরিশোধ্য অপরিশোধ্য
পরিষ্কার অপরিষ্কার
পুণ্যবান পুণ্যহীন
পুষ্টি অপুষ্টি
প্রথম শেষ
প্রফুল্ল ম্লান
প্রবল দুর্বল
প্রবাসী স্ববাসী
প্রবীণ নবীন
প্রবেশ প্রস্থান
প্রমাণিত অনুমিত
প্রশংসা নিন্দা
প্রশ্বাস নিঃশ্বাস
প্রসন্ন বিষণ্ণ
প্রসারিত সংকুচিত
ফাঁপা নিরেট
বন্দনা গঞ্জনা
বন্ধন মুক্তি
বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু
বহাল বরখাস্ত
বাঁচন মরণ
বাড়তি কমতি
বাধ্য অবাধ্য
বাহুল্য স্বল্পতা
বিকাশ বিলয়
বিদ্বান মূর্খ
বিধি নিষেধ
বিপথ সুপথ
বিপন্নতা নিরাপত্তা
বিফলতা সফলতা
বিরল বহুল
বিলম্বিত দ্রুত
বিষ অমৃত
বিস্তৃত সংক্ষিপ্ত
ব্যক্ত গুপ্ত
ব্যষ্টি সমষ্টি
বক্তা শ্রোতা
বন্দী মুক্ত
বন্ধু শত্রু
বলিষ্ঠ দুর্বলতম
বাঁচা মরা
বহির্ভূত অন্তর্ভূত
বাদি বিবাদি
বিজন সজন
বিদ্যমান অন্তর্হিত
বিধর্মী স্বধর্মী
বিনীত উদ্ধত
বিপন্ন নিরাপদ
বিকল্প অবিকল্প
বিবাদ সুবাদ
বিরহ মিলন
বিনিষ্ট সাধারণ
বিষাদ প্রসাদ
বৈধ নিষিদ্ধ
ব্যর্থ চরিতার্থ
ব্যর্থতা সার্থকতা
বৈরী অবৈরী
বিতর্কিত তর্কাতীত
ভয় সাহস
ভালো মন্দ
ভিত্তি উপরিকাঠামো
ভক্তি অভক্তি
ভূমিকা উপসংহার
ভেতরে বাইরে
ভেদ ত্যাগ
ভাঙা গড়া
ভাসা ডোবা
ভিতর বাহির
ভিন্ন অভিন্ন
ভুল নির্ভুল
ভূত ভবিষ্যৎ
মঙ্গল অমঙ্গল
মঞ্জুর নামঞ্জুর
মনোযোগ অমনোযোগ
মরা বাঁচা
মহৎ নীচ
মহাপ্রাণ অল্পপ্রাণ
মানানসই বেমানান
মান্য অমান্য
মিল অমিল
মুক্ত বন্দী
মুখরতা মৌন
মূর্খ জ্ঞানী
মেঘাচ্ছন্ন মেঘমুক্ত
মৌলিক যৌগিক
মর্যাদা অমর্যাদা
মহাজন খাতক
মান অপমান
মুখ্য গৌণ
মূর্ত বিমূর্ত
মৌখিক লিখিত
যত্ন অযত্ন
যাওয়া আসা
যুগল একক
যেমন তেমন
যোগ্য অযোগ্য
যৌবন বার্ধক্য
যত তত
যথা তথা
যুক্ত বিযুক্ত
যুদ্ধ শান্তি
যোগ বিয়োগ
যোজন বিয়োজন
যৌথ একক
রক্ষক ভক্ষক
রমণীয় কুৎসিত
রাজা প্রজা
রুগ্ন সুস্থ
রুষ্ট তুষ্ট
রোদ বৃষ্টি
রত বিরত
রসিক বেরসিক
রুদ্ধ মুক্ত
রোগগ্রস্ত রোগমুক্ত
রোগী নীরোগ
লঘিষ্ঠ গরিষ্ঠ
লব হর
লম্বা খাটো
লায়েক নালায়েক
লেজা মুড়া
লেনা দেনা
লৌকিক অলৌকিক
শত্রু মিত্র
শায়িত উত্থিত
শহিদ গাজি
শান্তি অশান্তি
শারীরিক মানসিক
শাসন সোহাগ
শিষ্ট অশিষ্ট
শীতল উষ্ণ
শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ
শুদ্ধ অশুদ্ধ
শুষ্ক সিক্ত
শোক আনন্দ
শ্বাস প্রশ্বাস
শ্রদ্ধা ঘৃণা
শ্রম বিশ্রাম
শ্রীযুক্ত শ্রীহীন
শঠতা সাধুতা
শয়ন উত্থান
শর্তসাপেক্ষ শর্তহীন
শান্ত অশান্ত
শায়িত উত্তোলিত
শালীন অশালীন
শিখর নিম্নদেশ
শীত গ্রীষ্ম
শুকনো ভেজা
শুভ্র কৃষ্ণ
শুরু শেষ
শূন্য পূর্ণ
শোভন অশোভন
শ্রম আলস্য
শ্রী বিশ্রী
শ্লীল অশ্লীল
সংকীর্ণ প্রশস্ত
সংকুচিত প্রসারিত
সংক্ষেপ বিস্তারিত
সংযত অসংযত
সংযুক্ত বিযুক্ত
সংশ্লেষণ বিশ্লেষণ
সংহত বিভক্ত
সক্রিয় নিষ্ক্রিয়
সচরাচর কদাচিৎ
সচেতন অচেতন
সচ্চরিত্র দুশ্চরিত্র
সজাগ নিদ্রিত
সজ্জন দুর্জন
সঠিক বেঠিক
সতী অসতী
সত্য মিথ্যা
সদয় নির্দয়
সদাচার কদাচার
বিধবা বিধবা
সঠিক বেঠিক
সফল বিফল
সবাক নির্বাক
সমবেত ছত্রভঙ্গ
সমাপিকা অসমাপিকা
সমার্থক ভিন্নার্থক
সম্প্রসার সংকোচন
সরকারি বেসরকারি
সরল জটিল
সরু মোটা
সলজ্জ নির্লজ্জ
সসীম অসীম
সহযোগ অসহযোগ
সহিষ্ণু অসহিষ্ণু
সাক্ষর নিরক্ষর
সাদা কালো
সাফল্য ব্যর্থতা
সাবালিকা নাবালিকা
সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক
সার অসার
সাহসী ভীতু
সিক্ত শুষ্ক
সুখ দুঃখ
সুগম দুর্গম
সুদর্শন কুদর্শন
সুর অসুর
সুশীল দুঃশীল
সুসহ দুঃসহ
সৃষ্টি ধ্বংস
সোজা বাঁকা
সৌরমাস চান্দ্রমাস
স্থাবর অস্থাবর
স্থূল সূক্ষ্ম
স্ববাস প্রবাস
স্বর্গ নরক
স্বাধীন পরাধীন
স্বার্থপর পরার্থপর
সংগত অসংগত
সংযম অসংযম
সংযোগ বিয়োগ
সংশ্লিষ্ট বিশ্লিষ্ট
সংস্কৃতি অপসংস্কৃতি
সকাল বিকাল
সক্ষম অক্ষম
সচল নিশ্চল
সচেষ্ট নিশ্চেষ্ট
সচ্ছল অসচ্ছল
সজীব নির্জীব
সজ্ঞান অজ্ঞান
সতর্ক অসতর্ক
সঞ্চয় অপচয়
সত্বর ধীরে
সদর অন্দর
সদর্থক নঞর্থক
সদৃশ বিসদৃশ
সন্ধি বিগ্রহ
সপ্রতিভ অপ্রতিভ
সবল দুর্বল
সবীজ নির্বীজ
সমষ্টি ব্যষ্টি
সমাপ্ত আরম্ভ
সম্পদ বিপদ
সম্মুখে পশ্চাতে
সরব নীরব
সরবতা নীরবতা
সরস নীরস
সর্বোচ্চ সর্বনিম্ন
সশস্ত্র নিরস্ত্র
সস্তা দামী
সহজ কঠিন
সহযোগী প্রতিযোগী
সাঁঝ সকাল
সাকার নিরাকার
সাচ্চা ভুয়া
সাদৃশ্য বৈসাদৃশ্য
সাধু চোর
সাবালক নাবালক
সামনে পেছনে
সাম্য বৈষম্য
সার্থক নিরর্থক
সাহসিকতা ভীরুতা
সুকৃতি দুষ্কৃতি
সুখী অসুখী
সুন্দর কুৎসিত
সুবহ দুর্বহ
সুয়ো দুয়ো
সুলভ দুর্লভ
সুষম অসম
সুস্থ দুঃস্থ
সোজা উলটা
স্থলভাগ জলভাগ
স্বতন্ত্র পরতন্ত্র
স্বনামে বেনামে
স্বমত পরমত
স্বাতন্ত্র্য সাধারণত্ব
স্বাভাবিক অস্বাভাবিক
স্মৃতি বিস্মৃতি
হতবুদ্ধি স্থিতবুদ্ধি
হার জিত
হালকা ভারি
হ্রস্ব দীর্ঘ
হর্ষ বিষাদ
হিসেবি বেহিসেবি
হাজির গরহাজির
হাল সাবেক
হ্রাস বৃদ্ধি
হাসি কান্না

Leave a Reply