প্রথমবারের মত ১৫ মার্চ বাংলাদেশে আসছেন সুবর্ণ আইজ্যাক!

প্রথমবারের মত ১৫ মার্চ বাংলাদেশে আসছেন সুবর্ণ আইজ্যাক!
আজ সুবর্ণ আইজ্যাক নিউইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের কাছ থেকে বাংলাদেশের ভিসা পেয়েছেন। সুবর্ণ তার নতুন বই ‘জিরো হার্ট’ মোড়ক উন্মোচন করতে একুশে বইমেলায় যাওয়ার আমন্ত্রণও পেয়েছেন। এই সময় বাংলাদেশের মানণীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে (সুবর্ণকে) তাঁর বই ‘Bangladesh: Road To Development” উপহার দেন।
সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম

বাংলাদেশি আইজ্যাক সুবর্ণ বারী  আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়র এবং ২০৪৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হবেন ।

নয় বছর বয়সী বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজাক বারী ২৪ অক্টোবর আফ্রিকা থেকে নিউইয়র্কে ফিরেছেন। তিনি চলতি বছরের দক্ষিণ আফ্রিকার ‘ভিঞ্চি ইনস্টিটিউট’ থেকে ‘দ্য ভিঞ্চি পুরস্কার’ বিজয়ী হন। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দ্য ভিঞ্চি ইনস্টিটিউট তাকে একটি বিশেষ বিমান দেয়। অধ্যাপক সুবর্ণ আইজাক-কে বহনকারী বিমান জোহানেসবার্গ তাম্বো বিমানবন্দরে ১৭ অক্টোবর অবতরণ করে।

সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ড. এইচ বি ক্লপার প্রফেসর সুবর্ণ আইজাককে লাল গালিচা সংবর্ধনা দেন। সুবর্ণকে দেখতে অনেক বাংলাদেশি এবং ভারতীয় বিমানবন্দরে জড়ো হন। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের মোটরগাড়ির একটি সুসজ্জিত বহর অধ্যাপক সুবর্ণ আইজাককে ভিলাকাজি স্ট্রিটে নিয়ে যায়। পৃথিবীর অনেক রাস্তায় নোবেল বিজয়ীর বাড়ি থাকে নাÑ এবং পৃথিবীর কোন রাস্তায় দুজন নোবেল বিজয়ীর বাড়ি নেই। তবে সোয়েটোর কেন্দ্রবিন্দুতে অবস্থিত ভিলাকাজি স্ট্রিটে দক্ষিণ আফ্রিকার দুই নেতা আর্চ বিশপ ডেসমন্ড টুটু এবং নেলসন ম্যান্ডেলার বাড়ি। ভিলাকাজিতে পৌঁছে প্রফেসর সুবর্ণ আইজাক নেলসন ম্যান্ডেলার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম
পরদিন সকালে, দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানিরা অধ্যাপক সুবর্ণ আইজাক বারীর সঙ্গে তিন ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন। ভিঞ্চি ইনস্টিটিউটের চ্যান্সেলর ড. বেন অ্যান্ডারসন সেমিনার পরিচালনা করেন। বিকেলে, দুই শতাধিক আফ্রিকান গণমাধ্যম অধ্যাপক সুবর্ণ আইজাকের সাক্ষাৎকার নেন। সন্ধ্যা সাতটার মধ্যে প্রফেসর সুবর্ণ আইজাক নেলসন ম্যান্ডেলার পর আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হয়ে ওঠেন বলে অবস্থাদৃষ্টে অনেকে মনে করেন।
পিএইচডি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সন্ধ্যা ছয়টায় দ্য ভিঞ্চি ইনস্টিটিউটে শুরু হয়। প্রফেসর সুবর্ণ আইজাক বারী সাড়ে ছয়টায় ‘দ্য ভিঞ্চি লরিয়েট পুরস্কার’ গ্রহণ করেন। সন্ধ্যা সাতটায় তিনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জনকারীদের উদ্দেশ্যে মূল বক্তৃতা দেন।
আফ্রিকার ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি প্রদানের এই সমাবেশে বক্তব্যকালে সুবর্ণ ঘোষণা করেন যে, তিনি ২০৪৮ সালে আমেরিকার প্রেসিডেন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

সুবর্ণ আইজ্যাক বারী সম্পর্কে আরো বিস্তারিত :

বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ আইজ্যাক বারী যুক্তরাষ্ট্রে ‘বিস্ময় বালক’ হিসেবে খ্যাতি পেয়েছে। সে গণিত, পদার্থবিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা ‘দ্য লাভ’ গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত।হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বারীকে একজন অধ্যাপক হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১২ সালের ৯ এপ্রিল নিউইয়র্কে জন্ম সুবর্ণের। পিএইচডি স্তরের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হওয়ায় খুব অল্প বয়সেই বিশ্বে তার খ্যাতি ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বিশ্বের সবচেয়ে কম বয়সী এ অধ্যাপককে বিশেষ সম্মাননা জানিয়েছেন। কুমো বলেন, সুবর্ণ এমন একজন ব্যক্তি, যিনি খুব অল্প বয়সেই বিশ্বে ইতিবাচক পার্থক্য তৈরি করেছেন। গণিত ও পদার্থবিজ্ঞানের মাধ্যমে, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আপনি বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত। গণিত ও পদার্থবিজ্ঞানে আপনার অর্জন প্রশংসার যোগ্য। তিনি বলেন, একজন বিজ্ঞানী হিসেবে বিশ্বের বর্তমান ঘটনা সম্পর্কে আপনার বিস্ময়কর সচেতনতা এবং বিশ্ব শান্তি প্রচারের জন্য সেই সচেতনতা ব্যবহার করার ইচ্ছা আমাকে মুগ্ধ করে। সুবর্ণকে দেওয়া সম্মাননার স্বীকৃতিপত্রে নিউইয়র্ক গভর্নর লিখেছেন, সব নিউইয়র্কবাসীর পক্ষ থেকে আমি আপনার প্রশংসা করছি। কারণ, ‘দ্য লাভ’ গ্রন্থেয়ের মাধ্যমে আপনি সব ধর্মের মধ্যে সম্প্রীতি এবং সহনশীলতা জাগানোর ক্ষেত্রে অগ্রগতি এনে দিয়েছেন।অভিনন্দন ও অব্যাহত সাফল্য এবং সুখের জন্য শুভকামনা।

সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম

গত ১৭ অক্টোবর গভর্নরের পক্ষ থেকে সাড়ে আট বছর বয়সী বিজ্ঞানী সুবর্ণ আইজ্যাক বারীকে স্বীকৃতিপত্রটি দেন অ্যান্ড্রু কুমো। ২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে স্বীকৃতি দেয় বিজ্ঞানী হিসেবে। নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী দিল্লিতে তাকে বিজ্ঞানী হিসেবে ‘গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড’ দেন।

আরও পড়ুনবিশ্বের সবচেয়ে কমবয়সী অধ্যাপক বাংলাদেশি বালক!

সুবর্ণের বাবার দাবি, খুব শীঘ্রই নোবেল জিতবে সে। আমরাও চাই সে যেন একদিন সত্যি সত্যিই নোবেল জেতে। কিন্তু সেজন্য তাকে আগে মুক্ত করতে হবে এই উন্মাদ-প্রায় বাবার করালগ্রাস থেকে।

“ড. ইউনূস ৬৬ বছর বয়সে নোবেল পুরস্কার জিতেছেন, কিন্তু সুবর্ণ আইজ্যাক ৬ বছর বয়সে পাওয়ার যোগ্যতা রাখে।

সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম

কথাগুলো সুবর্ণ আইজ্যাকের বাবা রাশীদুল বারীর। কেউ কেউ হয়ত প্রথমবারের মতো সুবর্ণ আইজ্যাকের নাম শুনছেন। কিন্তু নিশ্চিত করেই বলতে পারি, এই ‘কেউ কেউ’ এর সংখ্যা খুবই কম। কারণ রাশীদুল বারী নামক ভদ্রলোক তার নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট ও তার পরিচালিত ‘বারী সাইন্স ল্যাব’ নামের পেজটির মাধ্যমে নিজের ছেলে সুবর্ণ আইজ্যাককে নিয়ে ইতিমধ্যেই এত বেশি পরিমাণে প্রচারণা চালিয়ে ফেলেছেন যে, এখন কোনো বাংলাদেশী ফেসবুকার যদি দাবি করেন যে তিনি সুবর্ণ আইজ্যাকের নাম শোনেননি, তবে তার ফেসবুকিং যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। তবে সে যাইহোক, ধরে নিচ্ছি রাশীদুল বারীর এত প্রচার-প্রচারণা আর ফেসবুকে গলা ফাটানোর পরও অনেকেই এখনও সুবর্ণ আইজ্যাককে চেনেন না। তাদের জন্য সুবর্ণের ব্যাপারে কিছু জরুরী কথা বলে নেয়া প্রয়োজন।

বছর তিনেক আগে সুবর্ণের ব্যাপারে প্রথম প্রকাশিত হয় বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনো দৈনিক পত্রিকায়। সেটি ছিল দৈনিক ইত্তেফাক। ‘বাংলার খুদে বিজ্ঞানী’ নামে একটি ফিচার ছাপিয়েছিল তারা, যেখানে সুবর্ণ আইজ্যাককে তারা পরিচয় করিয়ে দেয় ‘খুদে আইনস্টাইন’ হিসেবে। সেখান থেকে আমরা জানতে পারি, ২০১২ সালের ৯ এপ্রিল জন্ম সুবর্ণের। তার বাবা-মা দু’জনই বাংলাদেশি, বর্তমানে বসবাস করছেন আমেরিকায়। মাত্র দুই বছর বয়সেই রসায়নের পর্যায় সারণী মুখস্ত করে ফেলে সুবর্ণ। তখনও সে স্কুলেও ভর্তি হয়নি। কিন্তু তখনই কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই অঙ্ক শাস্ত্র, রসায়ন ও পদার্থবিদ্যায় সমানভাবে পারদর্শী হয়ে ওঠে সে, দিতে থাকে এসব বিষয়ে সমাধানও।

সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম

প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই অনর্গল ইংরেজি বই পড়তে শুরু করে সুবর্ণ, যা নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ হইচই পড়ে যায়। আর সাড়ে তিন বছর বয়স থেকেই সে বাবার ল্যাবরেটরিতে বিভিন্ন প্রজেক্টের কাজ শুরু করে। সেগুলোর মধ্যে একটি হচ্ছে লেবুর সাহায্যে ব্যাটারি তৈরি, যার মাধ্যমে ইলেক্ট্রিক সার্কিট বানিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সের মাধ্যমে বাতি জ্বালানো যায়। মাত্র তিন বছর বয়সে অর্থাৎ ২০১৫ সালে এটি আবিষ্কার করে সে। শুধুমাত্র ৪টি লেবু, ৪টি পেরেক, ৪টি মুদ্রা ও ৫টি এলিগেটর কিপ ব্যবহার করেই বানানো হয় এ ব্যাটারি।

 

এসবের কল্যাণে আমেরিকার গণমাধ্যমেও তাকে নিয়ে প্রবল উৎসাহ দেখা দেয়। মাত্র দুই বছর বয়সেই সে ভয়েস অফ আমেরিকায় সাক্ষাত্কার দেয়। সাবরিনা চৌধুরী ডোনা তার সাক্ষাত্কার নেন এবং যেটি ছিল এ যাবতকালে ভয়েস অফ আমেরিকায় সবচেয়ে কনিষ্ঠ জনের সাক্ষাত্কার। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অনলাইন টেলিভিশন ‘টাইম টেলিভিশন’-এ প্রচারিত হয় তার একটি সাক্ষাত্কার। নিউইয়র্কের মেডগার এভারস কলেজের (Medgar Evers college) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক জেরল্ড পোসম্যান ছোট্ট এ শিশুটির রসায়নের পর্যায় সারণীর ওপর দখল দেখে বেশ মুগ্ধ হন। নিজেই কিছু রাসায়নিক সঙ্কেত জিজ্ঞেস করেন, আর সুবর্ণ সেগুলোর খুব দ্রুত উত্তর দেওয়ায় অবাক হন তিনি।

 

অপরদিকে লিমন কলেজের ফিজিক্সের চেয়ারম্যান ড. ড্যানিয়েল কাবাট সুবর্ণর বানানো ব্যাটারি দেখে মুগ্ধ হন। আর সুবর্ণ দেখছে মাত্র ১০ বছর বয়সেই হার্ভার্ডে ভর্তি হওয়ার স্বপ্ন। আর এ জন্যই উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে SAT পরীক্ষা দিতে হয়, সেই প্রস্তুতি নেওয়ার অপেক্ষায় আছে সুবর্ণ। সবমিলিয়ে সুবর্ণ এক অসাধারণ প্রতিভা। এত অল্প বয়সে বিস্ময়কর প্রতিভা সত্যিই ভাবা যায় না। তাই তো নিউ ইয়র্কের সিটি কলেজের প্রেসিডেন্ট ড. লিসো কোইকো তাকে অভিহিত করেন ‘আমাদের সময়ের আইনস্টাইন’ নামে। এমনকি ২০১৫ সালে সুবর্ণকে স্বীকৃতিসূচক চিঠি দেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাও। ব্রিটেনের পার্লামেন্টের বর্তমান স্পিকার স্যার জন সাইমন বারকোর কাছ থেকেও স্বীকৃতি পায় সুবর্ণ।

সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম

এগুলো সবই চার বছর আগের ঘটনা। আমরা ধরে নিতেই পারি, বর্তমানে সাত বছর বয়সী সুবর্ণ নিয়মিত স্কুলে যাচ্ছে, অন্যান্য সমবয়সী শিশুদের সাথে হাসি-আনন্দ করছে, এবং একই সাথে ঈশ্বরপ্রদত্ত মেধার জোরে গণিত-পদার্থবিজ্ঞান-রসায়নেও অনেক দূর এগিয়ে গেছে। ভবিষ্যতে হয়ত সত্যিই আইনস্টাইন বা নিউটনের মতো বিশাল বড় একজন বিজ্ঞানী হয়ে উঠবে সে। তবে সমস্যার বিষয় হলো, আমাদের চিন্তার দৌড় খুবই সীমিত। তাই তো আমরা কেবল সুবর্ণের উজ্জ্বল ভবিষ্যতের কথাই ভাবছি।

কিন্তু তার বাবা এখনই তাকে নিয়ে দেখে ফেলেছেন নোবেল জয়ের স্বপ্ন। সুবর্ণ নাকি বিজ্ঞানের বিভিন্ন নতুন নতুন সূত্র আবিষ্কার করেছে, যা নিয়ে সে এখন একটি বইও রচনা করছে। সেই বইটি প্রকাশিত হলে পদার্থবিজ্ঞানে তার নোবেল জয় আর ঠেকায় কে, এমনটাই অভিমত তার বাবা রাশীদুল বারীর। শুধু যে অভিমত, তা নয়। রীতিমত এ কথা মনেপ্রাণে বিশ্বাসও করেন তিনি। সেজন্য নিজের ফেসবুক একাউন্ট আর পেজ থেকে কিছুক্ষণ পরপর পোস্ট দিতে থাকেন তিনি। সব জায়গায় ঘুরেফিরে একটাই কথা, সুবর্ণের মাত্র ছয় বছর বয়সেই নোবেল জয় করা উচিৎ। কিন্তু এ জন্য পর্যাপ্ত সহায়তা সে পাচ্ছে না।

তার সবচেয়ে বড় রাগ হলো বাংলাদেশী গণমাধ্যমের উপর। বাংলাদেশী গণমাধ্যম কেন তার মতোই সুবর্ণকে নিয়ে মাতামাতি করে না। মূলত বাংলাদেশী গণমাধ্যম নাকি তার ছেলের অভাবনীয় সাফল্যকে সহ্যই করতে পারে না। তাই বাংলাদেশী গণমাধ্যমের প্রতি প্রায়ই বিদ্বেষ পোষণ করেন তিনি। এছাড়া তার বিদ্বেষ রয়েছে স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও। শেখ হাসিনা নাকি সুবর্ণের সাথে বসে অংক করার অনুরোধ রাখেননি। কেবল দুইজন সচিবকে সুবর্ণের কাছে দূত হিসেবে পাঠিয়েই নিজের দায়িত্ব সেরেছেন তিনি। তার ভাষ্যমতে, বিশ্বের অন্য বড় বড় নেতারা যেখানে মুখিয়ে আছেন সুবর্ণের দেখা পাওয়ার জন্য, সেখানে শেখ হাসিনা কীভাবে পারলেন এত বড় সুযোগ হেলায় হারাতে! তাই এখন শেখ হাসিনা নিজে থেকে সুবর্ণের সাথে দেখা করতে চাইলেও, তাতে সাড়া দিচ্ছে না সে, এমনটাই দাবী রাশীদুল বারীর!

এখানে আরেকটি কথা এখন না বললেই নয়। ২০০৬ সালে প্রথম বাংলাদেশী হিসেবে শান্তিতে নোবেল জয় করেন ড. ইউনূস। নোবেলপ্রাপ্তির আগে তাকে নিয়ে দশটিরও বেশি বই লিখেছিলেন রাশীদুল বারী। সেই সাথে ছিল বেশ কিছু গানও। তিনি মনে করেন, তার এইসব প্রচারণাই মুখ্য ভূমিকা রেখেছিল ড. ইউনূসের নোবেল জয়ের পিছনে। সুতরাং, এখন ড. ইউনূসেরও উচিৎ সুবর্ণ যাতে নোবেল জেতে সেজন্য জনমত তৈরীতে এগিয়ে আসা। কিন্তু ড. ইউনূস যেহেতু তা করছেন না, তাই রাশীদুল বারী ক্ষিপ্ত হয়ে আছেন তাঁর উপরও!

কিন্তু তাই বলে ব্রংকস কমিউনিটি কলেজে গণিতের লেকচারার ও কলম্বিয়া ইউনিভার্সিটিতে গণিতের উপর ডক্টরাল করতে থাকা রাশীদুল বারীকে কিন্তু দাবিয়ে রাখা যাচ্ছে না কিছুতেই। ক্রমাগত তিনি ফেসবুকে সুবর্ণের ব্যাপারে লেখালেখি করে যাচ্ছেন। এছাড়াও নিজেই টাইমস অফ ইসরাইল, হাফিংটন পোস্ট প্রভৃতি ওয়েবসাইটের ব্লগ সেকশনে সুবর্ণের ব্যাপারে বিভিন্ন আর্টিকেল লিখে ফেসবুকে বলছেন, বিশ্বের বড় বড় গণমাধ্যমও নাকি এখন চায় সুবর্ণ নোবেল জিতুক! সুবর্ণকে নিয়মিত ফেসবুক লাইভেও নিয়ে আসছেন তিনি, সবার সামনে অংক করাচ্ছেন। এমনকি ঈদের দিনও একটি ছবি দেখা গেছে, যেখানে সুবর্ণ ঈদের নামাজ চলাকালীনও হাতে খাতা-কলম নিয়ে অংক করে চলেছে! তারমানে বুঝতেই পারছেন, মাত্র ৬ বছর বয়সী একটি শিশুকে নিয়ে কী পরিমাণে বাড়াবাড়ি করে চলেছেন তার বাবা!

লোকটার হাবভাব দেখলে যে কারও মনে হতে পারে, নোবেল জেতাই যেন জীবনের সব কিছু। নোবেল না জিতলে সুবর্ণের জীবনটাই বৃথা হয়ে যাবে, ঠিক যেমনটি হয় আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরা পিএসসি-জেএসসিতে জিপিএ ফাইভ না পেলে। একটি কথা পাঠককে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সুবর্ণের মেধার ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সংশয় নেই। এবং আমরা তাকে নিয়ে ঈর্ষান্বিতও নই। বাংলাদেশী বংশোদ্ভূত একটি শিশু যদি বিশ্বমঞ্চে খুব বড় কিছু করে দেখাতে পারে, এতে তো আমাদের সকলেরই গর্ব হওয়া উচিৎ। কিন্তু তাই বলে এখনই সেই শিশুটিকে নোবেল জিততে হবে, এবং তার জন্য তার বাবা রাতদিন তাকে দিয়ে অংক করাবেন আর নিজে ফেসবুকে এসে নির্লজ্জ আত্মপ্রচার চালাবেন, এমন কিছুকে আমরা মেনে নিতে পারি না। মেনে নেয়া সম্ভবও নয়।

 

একটিবারের জন্য সুবর্ণের কথা চিন্তা করে দেখুন তো। মাত্র সাত বছর বয়স তার। সে কী বোঝে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন বা নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী আন্দোলনের ব্যাপারে? অথচ এইসব ব্যাপারেও তাকে টেনে এনেছেন তার বাবা। নিজের বক্তব্যগুলোকে ছেলের মুখ থেকে বলিয়েছেন তিনি। অথচ এসবের কোন দরকারই ছিল না। ঠিক যেমন দরকার নেই ছেলেকে কিছুক্ষণ পরপর ফেসবুক লাইভে নিয়ে আসা বা সারাদিন বাসায় বসিয়ে রেখে অংক করানোর। আইনস্টাইন, নিউটনরাও তো ছোটবেলা থেকেই অনেক মেধাবী ছিলেন। কিন্তু সেগুলো সবই ছিল তাদের ঈশ্বরপ্রদত্ত ক্ষমতা, যেটিকে তারা একটু একটু করে যত্ন নিয়ে বিকশিত করেছেন। কই, তাদের বাবা-মা কি তাদের উপর সর্বক্ষণ নিদারুণ মানসিক চাপ দিতেন? এখনও তারা নোবেল জিতছেন না বলে ক্রমাগত হাহাকার করতেন? অথচ রাশীদুল বারী সেই কাজটি তো করছেনই, পাশাপাশি ছেলের ব্যাপারে তিনি ফেসবুকে লিখেছেন,

“আল্লাহ দুনিয়াতে আসেন না, তবে নিউটন, আইনস্টাইন, সুবর্ণদের মাধ্যমে মাঝে মাঝে আমাদেরকে তাঁর শক্তি প্রদর্শন করেন।” এই স্ট্যাটাস পড়ে আপনারা হাসবেন না কাঁদবেন সে সিদ্ধান্ত নিজেরাই নিন। আর ভেবে দেখুন, কোনো বাবা-মা কি পারেন তাদের মাত্র সাত বছরের ছোট্ট সন্তানের ব্যাপারে এত বড় বড় কথা বলতে!

রাশীদুল বারীর ফেসবুক একাউন্ট থেকে আমরা যতটুকু আন্দাজ করতে পারি, আর দশটা সাধারণ শিশুর মতো স্বাভাবিকভাবে তিনি বেড়ে উঠতে দিচ্ছেন না তার কনিষ্ঠ পুত্রকে। সারাক্ষণ অংক করতে ব্যতিব্যস্ত করে রাখছেন। সাত বছরের শিশুটির কাছ থেকে কেড়ে নিচ্ছেন তার সোনালী শৈশব। শিশুটি হয়ত জানেও না যে জীবনে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞানের বাইরেও একটি বিশাল পৃথিবী আছে। সমবয়সীদের সাথে খেলা করার, খোলা মাঠে মুক্ত বিহঙ্গের মত উড়ে বেড়ানোর স্বাধীনতা আছে। সে হয়ত জানেও না যে এখন তার এমন একটি বয়স যখন তার কোথাও হারিয়ে যাওয়ার নেই মানা। সে শুধু জানে, তাকে ফেসবুক লাইভে আসতে হবে, অংক করতে হবে, বাবার মুখ রাখতে হবে। আর হ্যাঁ, যে করেই হোক তাকে নোবেল জিততেই হবে।

সুবর্ণের বাবা মাত্র আট বছর বয়সেই ছেলের মাথায় একটি বিষয় খুব ভালো করে ঢুকিয়ে দিয়েছেন যে নোবেল জেতাই হলো তার জীবনের একমাত্র উদ্দেশ্য। কে জানে, সুবর্ণ হয়ত একদিন সত্যি সত্যিই নোবেল জিতবে। কিন্তু এত অল্প বয়সে নিশ্চয়ই নয়। সেজন্য তাকে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে, আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে, আরও অনেক বেশি পরিণত হয়ে উঠতে হবে। কিন্তু সে সুযোগ কি সে আদৌ পাবে? ইতিমধ্যেই বাবার নোবেল বিষয়ক অবসেশন হয়ত তার মাথার ভিতরও জেঁকে বসেছে। সে হয়ত ভাবছে, আর কদিন পরেই নোবেল পেয়ে যাবে সে। কিন্তু বাস্তবে যখন দেখবে এত কষ্ট করেও, সকল সুখ-আনন্দকে বিসর্জন দিয়েও নোবেল জেতা হয়ে উঠছে না, তখন কি তীব্র অবসাদে ভুগতে শুরু করবে না সে? এবং অবসাদে ভুগতে ভুগতে যদি মানসিকভাবেও সে অপ্রকৃতস্থ হয়ে ওঠে, তাতেও অবাক হওয়ার কিছু নেই।

ছোটবেলায় প্রচণ্ড প্রতিভা নিয়ে জন্মেছে, এমন বহু শিশুর কথা আমরা জানি। তাদের অনেকের নামের পাশেই বসে যায় ভবিষ্যতের আইনস্টাইন বা নিউটনের খেতাব। কিন্তু শেষ পর্যন্ত কয়জন জীবনে সত্যিই সেই উচ্চতায় পৌঁছাতে পারে? এমন দৃষ্টান্ত খুবই কম যে ছোটবেলায় এমন খেতাব পাওয়া শিশুরা বড় হয়েও নিজেদের সেই প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে পেরেছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা বড় হয়ে ভীড়ের মাঝেই হারিয়ে গেছে। তার একটি প্রধান কারণ হলো, খুব অল্পবয়সে পাওয়া খ্যাতিতে মাথা ঘুরে গেছে তাদের। আর তাদের বাবা-মাও অনেক বেশি চাপ দিয়ে ফেলেছেন তাদের উপর, যে চাপ তাদের ক্ষুদ্র মস্তিষ্কে সামলানো সম্ভব হয়নি। সে-কারণে অফুরন্ত সম্ভাবনার অধিকারী শিশুরা কিছুদিনের মধ্যেই সাধারণের কাতারে নেমে এসেছে।

আমরা চাই না সুবর্ণের বেলায়ও তেমন কিছু হোক। আমরা চাই সে যেন সত্যিই একদিন নোবেল জেতে, বাংলাদেশী হিসেবে আমাদের মুখ উজ্জ্বল করে। কিন্তু সেসবের জন্য সবার আগে প্রয়োজন তার একটি সুস্থ-স্বাভাবিক শৈশব নিশ্চিত করা, যাতে করে সে কারও চাপে পড়ে বাধ্য হয়ে নয়, বরং নিজের মনের আনন্দে গণিত-পদার্থবিজ্ঞান-রসায়নের চর্চা করে যেতে পারে, আর একদিন সত্যি সত্যিই আইনস্টাইন বা নিউটনের সমকক্ষ হয়ে উঠতে পারে। এবং আমরা নিশ্চিতভাবেই বলতে পারি, তার বাবা রাশীদুল বারীর কারণে সেটি হওয়া অসম্ভব।

এই ব্যক্তির কর্মকান্ড থেকে আমরা ধারণা করতে পারি তিনি বদ্ধ উন্মাদ। তবে তিনি কী, সেটি আমাদের বিবেচ্য বিষয় নয়। বরং তার কারণে যে অপার সম্ভাবনার অধিকারী একটি শিশু ক্রমশ মানসিক বৈকল্যের দিকে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি নিয়েই আমরা বেশি চিন্তিত। আমেরিকার মতো একটি দেশে কেউ কি নেই যে রাশীদুল বারীর হাত থেকে রক্ষা করতে পারে সুবর্ণ আইজ্যাককে?

সুবর্ণ আইজ্যাক বারী, সুবর্ণ আইজ্যাক বারী wikipedia, সুবর্ণ আইজ্যাক বারী বাড়ি কোথায়, সুবর্ণ আইজ্যাক বারী ধর্ম কি, সুবর্ণ আইজ্যাক বারী জন্ম

Leave a Reply