বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৯ | Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 9

Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 9 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৯

বাংলা টাইপিং অবশ্যই আপনি তাড়াহুড়ো না করে একটি Lesson সকাল বিকাল 10-15 মিনিট করে প্রথম থেকে শেষ পর্যন্ত বার বার চেষ্টা করুন তাহলে আপনার এই Lesson আয়ত্তে চলে আসবে ।

Step : 20

এই লেসনে আমরা যুক্ত বর্ণ লিখা শিখবো। যুক্ত বর্ণ লিখাও খুব সোজা। মনে করুন আপনি “ষ” এর সাথে “ট” যুক্ত করতে চান। তার আগে আমি আপনাকে বলতে চাই আপনি “ষ” এবং “ট” লিখতে জানেন তো? আপনি যদি আমার আগের লেসন গুলো ভালো করে আয়ত্ব করেন তবে এটা আপনার জন্য সহজ কাজ।

দেখি আপনি এখানে একবার ষ এবং ট লিখুন-
ষট

এইবার এদের মাঝখানে একটা হসন্ত দিন।
প্রথমে “ষ” লিখুন, তারপর হসন্ত দিন, তারপর “ট” লিখুন।

মনে রাখতে হবে, হসন্ত এর পর যদি Space দেন তবে তারা যুক্ত হবে না।

ষ+হসন্ত+ট=ষ্ট

Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 8 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৮

অর্থাৎ বাংলায় দুইটা বর্ণকে যুক্ত করতে তাদের মাঝে হসন্ত দিতে হয়।

বাংলা ‍যুক্তবর্ণের তালিকা দেয়া হলো। এগুলো চর্চা করুন।

বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

ক্ষ = ক হসন্ত ষ (ক্ষমা)
হ্ম = হ হসন্ত ম (ব্রাহ্মণ)
ক্ষ্ম = ক হসন্ত ষ হসন্ত ম
ষ্ণ = ষ হসন্ত ণ (কৃষ্ণ)
ঞ্জ = ঞ হসন্ত জ (কুঞ্জ)
জ্ঞ = জ হসন্ত ঞ (জ্ঞান)
ঙ্গ = ঙ হসন্ত গ (সঙ্গা)
ঙ্ক = ঙ হসন্ত ক (অঙ্কন)
ঞ্চ = ঞ হসন্ত চ (বেঞ্চ)
ঞ্ছ = ঞ হসন্ত ছ (বঞ্ছনা)

 

ট্ট = ট হসন্ত ট (চট্টগ্রাম)
হ্ন = হ হসন্ত ন (চিহ্ন)
হ্ণ = হ হসন্ত ণ (অপরাহ্ণ)
দ্ধ = দ হসন্ত ধ (বৃদ্ধ)
ধ্ব = ধ হসন্ত ব (ধ্বংশ)
ত্র = ত লিখে র-ফলা দিন (ত্রাণ) (অনেকে এটাকে স্বরবর্ণ “এ” মনে করে ভুল করে)
ক্র = ক লিখে র-ফলা দিন (চক্র)
ত্ত = ত হসন্ত ত (উত্তর) (অনেকে এটাকে স্বরবর্ণ “ও” মনে করে ভুল করে)
ক্ত = ক হস্ত ত (রক্ত)
ত্থ = ত হসন্ত থ (উত্থান)

ক্স = ক হসন্ত স (কক্সবাজার)
ত্ম = ত হসন্ত ম (আত্মা)
ক্ট = ক হসন্ত ট (ডক্টর)
ক্ট্র = ক হসন্ত ট লিখে র-ফলা (্র) দিন (অক্ট্রয়)
গ্ধ = গ হসন্ত ধ (গন্ধ)
হৃ = হ দিয়ে ঋ-কার (ৃ) (হৃদয়)
রূ = র দিয়ে ঊ-কার (ূ) (রূপা)
দ্ব = দ হসন্ত ব (দ্বীন)
ঘ্ন = ঘ হসন্ত ন (বিঘ্ন)
ঙ্খ = ঙ হসন্ত খ (শৃঙ্খলা)

বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

চ্ছ = চ হসন্ত ছ (ইচ্ছা)
ন্ড = ন হসন্ত ড (দন্ড)
ণ্ড = ণ হসন্ত ড (খণ্ড)
ণ্ট = ণ হসন্ত ট (ঘণ্টা)
ন্ট = ন হসন্ত ট
ন্ত = ন হসন্ত ত (দন্ত)
ল্প = ল হসন্ত প (গল্প)
প্ত = প হসন্ত ত (গুপ্ত)
জ্জ্ব = জ হসন্ত জ হসন্ত ব (লজ্জ্ব)
ণ্ঠ = ণ হসন্ত ঠ (লণ্ঠন)

এই রকম আরো অনেক যুক্ত বর্ণ আছে। শুধু যুক্ত বর্ণ টিতে কি কি বর্ণ যুক্ত আছে তাদের মাঝে শুধু হসন্ত দিয়ে দিলেই যুক্ত হয়ে যাবে।

বিজয় কিবোর্ড এ বাংলা সব অক্ষর লেখার পদ্ধতি

আপনি আরো শব্দ লেখার চেষ্টা করবেন, যত শব্দ লেখার চেষ্টা করবেন আপনারা বাংলা টাইপিং স্পিড অনেক ফাস্ট হবে ।  এগুলো লিখতে আপনার হাতে একটু ব্যথা অনুভব হতে পারে ,চিন্তার কোন কারন নেই । প্রথম কয়েকদিন এরকম হতেই পারে,আপনি যখন টাইপিং করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার হাত ব্যাথা করবে না ।

আপনার রিলেটিভ এবং বন্ধুদের মাঝে শেয়ার করেন, যাতে তারাও খুব সহজেই বাংলা টাইপিং শিখেতে পারে ।

Leave a Reply