গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামের কৃতি সন্তান সমীর কুমার বিশ্বাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে নি ডেইলি নিউজ টাইমস এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জীবনে তাঁর সান্নিধ্যে জীবন সম্পর্কে, গবেষণা মূলক লেখনিতে শব্দচয়ন, লেখনিরক্ষুরধার,বিভিন্ন পরিসরে তাঁর উপস্থাপনাসহ যৌক্তিকব্যাখ্যা ,বাড়িতে অবস্থানকালে,নিবিড় ভাবে গ্রামের মানুষের সাথে মিশে জীবনঘনিষ্টআলাপচারিতা নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন ছিল। আগামী দিন গুলিতেও তাঁর কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।