Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
নাকের ড্রপ ব্যবহারে সতর্কতা

নাকের ড্রপ ব্যবহারে সতর্কতা

নাকের ড্রপ প্রায় সবার কাছেই একটি পরিচিত ওষুধ। এই নাকের ড্রপ কয়েক ধরনের হয়ে থাকে। ধরণ অনুযায়ী এর ব্যবহারও বিভিন্ন। কিন্ত সাধারণ লোকজন জানেন, নাক বন্ধ হলেই নাকের ড্রপ ব্যবহার করতে হয়। সাধারণের এই ধারণা ঠিকই আছে। তবে কথা হচ্ছে, কতদিন ব্যবহার করতে হবে? অনেকেই জানেন না নাকের এসব ড্রপ বেশি দিন ব্যবহার করা যায় না। বিশেষ করে জাইলোমেটাজোলিন ও অক্সিমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ বেশি দিন ব্যবহার করা ঠিক নয়। বেশি দিন এই ড্রপ ব্যবহারে নাকে সমস্যা দেখা দিয়ে থাকে। সাধারণত সর্দি কিংবা অ্যালার্জিজনিত কারণে নাক বন্ধ থাকলে সাময়িকভাবে স্বল্প সময়ের জন্য এই জাতীয় ড্রপ ব্যবহারের নিয়ম রয়েছে। এই স্বল্প সময়ের দৈর্ঘ্য ৭ থেকে ১০দিনের বেশি না হওয়াই ভালো। তারপরও যদি প্রয়োজন হয় সেটা চিকিৎসকই নির্ধারণ করবেন। কিন্ত  অনেকেই নিজের ইচ্ছামত এই ড্রপ ব্যবহার করে থাকেন মাসের পর মাস কিংবা বছরের পর বছর। মাঝে মধ্যে কিছু সময় বা দিনের জন্য ব্যবহার বাদ থাকলেও আবার তা ব্যবহার করেন নিরূপায় হয়ে। এভাবে এতটা দীর্ঘসময় ধরে ড্রপ ব্যবহারকারীদের কথা একটাই, ড্রপ ব্যবহার না করলে চলে না কিংবা ড্রপ ব্যবহার না করলে নাক বন্ধ থাকে।

যাদের অবস্থা সঙ্কীর্ণ তারা হয়ত বলেন, ড্রপ ব্যবহার করলে নাক কিছুটা খোলে কিন্তু একটু পরই আবার বন্ধ হয়ে যায়, ব্যবহার না করে থাকতে পারছি না। কিন্তু  অনেকেরই জানা নেই দীর্ঘদিন ধরে নিয়মিত নাকের ড্রপ ব্যবহারের কারণেই পর্যায়ক্রমে তাদের নাকবন্ধের এই সমস্যার সৃষ্টি হয়েছে। যে নাকের ড্রপ ব্যবহারে একসময় নাক খুলে যেত, সেই নাকের ড্রপই এখন কিছুটা সময়ের জন্য নাক খুলে দিয়ে একটু পরই নাকের পথকে বন্ধ করে দিচ্ছে। জাইলোমেটাজোলিন ও অক্সিমেটাজোলিন জাতীয় নাকের ড্রপ দীর্ঘদিন ধরে ব্যবহার করলেই নাকের এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে।

ear drop,কানের ড্রপ,কানের কার্যকরী ড্রপ,কানের চিকিৎসা,কান দিয়ে পুঁজ পড়ার চিকিৎসা,কানে পুঁজ হলে কি করণীয়,কানের ময়লা পরিষ্কারের ড্রপ,কানের ময়লা পরিস্কারের উপায়,কান দিয়ে পানি পড়লে করণীয়,কান পাকা রোগের ঘরোয়া চিকিৎসা,কান পাকা রোগের ঔষধ কি,কান ব্যথা কমানোর উপায়,effective ear drop ear drop,কানের ড্রপ,কানের কার্যকরী ড্রপ,কানের চিকিৎসা,কান দিয়ে পুঁজ পড়ার চিকিৎসা,কানে পুঁজ হলে কি করণীয়,কানের ময়লা পরিষ্কারের ড্রপ,কানের ময়লা পরিস্কারের উপায়,কান দিয়ে পানি পড়লে করণীয়,কান পাকা রোগের ঘরোয়া চিকিৎসা,কান পাকা রোগের ঔষধ কি,কান ব্যথা কমানোর উপায়,effective ear drop  ear drop,কানের ড্রপ,কানের কার্যকরী ড্রপ,কানের চিকিৎসা,কান দিয়ে পুঁজ পড়ার চিকিৎসা,কানে পুঁজ হলে কি করণীয়,কানের ময়লা পরিষ্কারের ড্রপ,কানের ময়লা পরিস্কারের উপায়,কান দিয়ে পানি পড়লে করণীয়,কান পাকা রোগের ঘরোয়া চিকিৎসা,কান পাকা রোগের ঔষধ কি,কান ব্যথা কমানোর উপায়,effective ear dropear drop,কানের ড্রপ,কানের কার্যকরী ড্রপ,কানের চিকিৎসা,কান দিয়ে পুঁজ পড়ার চিকিৎসা,কানে পুঁজ হলে কি করণীয়,কানের ময়লা পরিষ্কারের ড্রপ,কানের ময়লা পরিস্কারের উপায়,কান দিয়ে পানি পড়লে করণীয়,কান পাকা রোগের ঘরোয়া চিকিৎসা,কান পাকা রোগের ঔষধ কি,কান ব্যথা কমানোর উপায়,effective ear drop

এটা এই জাতীয় ওষুধের স্বীকৃত পার্শ্বপ্রতিক্রিয়া, যার নাম রিবাউন্ড কনজেশন। রিবাউন্ড কনজেশন কথার সাধারণ অর্থ হচ্ছে প্রতিক্ষিপ্ত হয়ে বন্ধ হওয়া। এ জাতীয় ড্রপ অতিদীর্ঘ সময় ধরে ব্যবহার করলে এই ড্রপই নাককে বন্ধ করে দেয়। অস্বস্তিকর এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য রোগী যখন আবার এই ড্রপ ব্যবহার করে তখন কয়েক মিনিটের জন্য নাক কিছুটা খুলে গেলেও, নাসারন্ধ্রের দুপাশে অবস্থিত ঝিল্লির আবরণযুক্ত মাংসপিণ্ডের ন্যায় বস্তুগুলো ফুলে গিয়ে আবার নাক বন্ধ হয়ে যায়।

কাজেই এ ধরনের অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য নাকের ড্রপ ব্যবহার সম্পর্কে সর্তক থাকা বাঞ্ছনীয়। নাকের ড্রপ দীর্ঘ সময় ধরে ব্যবহার করা উচিত নয়। তারপরও যদি নাক বন্ধ থাকে তখন একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শক্রমে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত। মনে রাখতে হবে নাকের ড্রপ দেওয়া হয়ে থাকে তীব্র সমস্যা থেকে পরিত্রাণের জন্য।

বিশেষ করে নাকের কোন অপারেশনের পর এটি হরহামেশাই ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া নাক বন্ধ এবং কানের কিছু সমস্যায় এই ড্র ব্যবহারে সুনির্দিষ্ট উপকার পাওয়া যায়। কিন্ত অনেকেই নাকের অ্যালার্জি ও নাকের হাড় বাঁকা থাকার কারণে নাকবন্ধের জন্য এই ড্রপ ইচ্ছামাফিক ব্যবহার করে থাকেন। যার পরিণামে এক সময়ে ড্রপ ব্যবহারের কিছুক্ষণ পর নাক আরো বন্ধ হয়ে যায়। তবে সবধরনের ড্রপেই যে নাক বন্ধ হবে তা কিন্তু নয়। এন্টিঅ্যালার্জিক  কিছু ড্রপ এবং স্প্রে রয়েছে যেগুলো দীর্ঘ সময় ব্যবহার করতে হয়। তাই নাকের ড্রপ ব্যবহারে সচেতন হোন।

ডা. সজল আশফাক, সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল।

Leave a Reply