Alo Aar Alo Diye Lyrics / আলো দিয়ে আলো দিয়ে তোমার বাংলা গান Lyrics of Bangla Song Part -1

দিন কি রাতে

তপন ও মিতালী

 

দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো
তুমি ছাড়া জীবনে আমার
কিছু চাওয়ার নেই তো
জীবন বল মরন বল
তুমি আমার সেই তো।।

সামনে রেখিও দুচোখে দেখিও
এক পলকের আড়াল হলে
কাটে না যে ক্ষণ
ও কাছে না এলে গো
বুকে না পেলে গো
হৃদয় আমার কেঁদে মরে
ভরে না তো মন
তোমার মাঝে……..
তোমার মাঝে হারিয়ে খুঁজি
নতুন আমার এইতো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো

লজ্জা কিবা আর
তুমি তো আমার
বুকের ভিতর রাখা
ওগো সুখের অলঙ্কার সুখের অলঙ্কার
ও তোমাকে যে চেয়েছি
তোমাকে পেয়েছি
এর চেয়ে বড় আছে
কি আমার অহংকার
সারাটি জীবন কেটে যাবে
স্বপ্ন সাজা এইতো
দিন কি রাতে সাজ প্রভাতে
তোমারি আছি এই তো।

গান: আলো দিয়ে আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
অ্যালবাম: স্বয়ংসিদ্ধা (১৯৭৫, বাংলা সিনেমা)
গায়িকা : আশা ভোঁসলে
লিরিক্স রচনা: শ্যামল গুপ্ত
সঙ্গীত পরিচালনা: সুশীল মুখার্জি

Song: Alo Aar Alo Diye
Album: Swayamsiddha (1975, Bangla Film)
Singer: Asha Bhosle
Lyricist: Shyamal Gupta
Music Director: Sushil Mukherjee

লিরিক্স>>>
আলো দিয়ে আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
উ হু হু হু হু হু হু হু জানলাম উ হু হু হু হু হু হু হু
হাজার সূর্য উঠা দেখলাম
আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে
প্রেমকে নতুন করে জানলাম
মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দেখলাম

ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিলো মনে ঘুমিয়ে আমার
বসন্ত ডাক দিলো নিয়ে তার ফুলেরও বাহার
তাই তারা জাগলো যে শিহরণ লাগলো যে
তাদের পাখার রং মাখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম

রাশি রাশি ভালবাসা বুকে যেন ধরে না আমার
সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর
রাশি রাশি ভালবাসা বুকে যেন ধরে না আমার
সমুদ্রে মিশে নদী আজ সে যে নদী নেই আর
সীমানা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি
তোমার সীমায় ধরা পড়লাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম
মনে হয় আজ আমি হাজর সূর্য উঠা দেখলাম

এ আধার কখনো যাবে না মুছে
আমার পৃথিবী থেকে।।

আলোর পথে আর কেউ নেবে না।
আমারে কখনো ডেকে।।

হৃদয়ের যত চাওয়া চেয়ে কিছু পাবে না
কোন দিন এ রাত আর ভোর হবে না
আশার তাঁরাগুলো নিরাশার মেঘে মেঘে গিয়েছে ডেকে
আমার পৃথিবী থেকে।।

অসহায় অন্তরে কেঁদে উঠে কান্না
কী নিবিড় ব্যাথা তার বোঝাতে সে পারে না
সে ব্যাথার স্বরলিপি দুচোখের জলেতে লেখেছে রেখে
আমার পৃথিবী থেকে।।

আ দিয়ে গানের লিরিক্স

গল্প কথার কল্পলোকে এক যে ছিল রাজার কুমার
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ আলতাফ মাহমুদ
গেয়েছেনঃ সাইফুল ইসলাম
অ্যালবামঃ আঁকাবাঁকা

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ এন্ড্রু কিশোর, রুনা লায়লা
অ্যালবামঃ আঁখি মিলন

রাখেনি আমায় কেউ তোর মত করে
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ রাজিব আহমেদ
সুরকারঃ শওকাত
গেয়েছেনঃ জেমস
অ্যালবামঃ আঁচল

কার ছবি নেই
ধরনঃ আধুনিক
গীতিকারঃ সঞ্জীব চৌধুরী
সুরকারঃ সঞ্জীব চৌধুরী
গেয়েছেনঃ সঞ্জীব চৌধুরী
অ্যালবামঃ আকাশ চুরি

এই নষ্ট শহরে
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ দলছুট
অ্যালবামঃ আকাশ চুরি

চাঁদের শহরে
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ দলছুট
অ্যালবামঃ আকাশ চুরি

হৃদয়ের দাবি
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ দলছুট
অ্যালবামঃ আকাশ চুরি

পৃথিবীর যত সুখ
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ হাবিব ও ন্যান্সি
অ্যালবামঃ আকাশ ছোঁয়া ভালবাসা

চরণধূলি ছাড়া চাইনা কিছু আমি
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ আশা ভোঁসলে
অ্যালবামঃ আক্রোশ

বন্দি পাখির মত মনটা কেঁদে মরে
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ আজাদ রহমান
গেয়েছেনঃ মোঃ খুরশিদ আলম
অ্যালবামঃ আগন্তুক

আমি যে কেবল বলেই চলি
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ ডাঃ আবু হায়দার সাজেদুর রহমান
সুরকারঃ আজাদ রহমান
গেয়েছেনঃ মাহমুদুন্নবী ও শাহানাজ রহমতুল্লাহ
অ্যালবামঃ আগন্তুক

মাগো তোর কান্না আমি সইতে পারি না
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ আহমেদ জামান চৌধুরী
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ রুনা লায়লা
অ্যালবামঃ আগুন

মুন্না আমার লক্ষীসোনা আমার নয়নমনি
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ মোঃ খুরশিদ আলম ও রুনা লায়লা
অ্যালবামঃ আগুন

See also  (১০০টি) খ দিয়ে গানের লিরিক্স

নীরবে
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ নাসিম আলী খান
সুরকারঃ সোলস
গেয়েছেনঃ নাসিম আলী খান
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে

ব্যস্ততা
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ কবির বকুল
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ সোলস
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে

চায়ের কাপে
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ শহীদ মাহমুদ জঙ্গি
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ সোলস
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে

আলো আধারে
ধরনঃ ব্যান্ড
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ সোলস
অ্যালবামঃ আজ দিন কাটুক গানে

আমার অঙ্গে জ্বলে রঙমশাল
ধরনঃ আধুনিক
গীতিকারঃ জটিলেশ্বর মুখোপাধ্যায়
সুরকারঃ জটিলেশ্বর মুখোপাধ্যায়
গেয়েছেনঃ বনশ্রী সেনগুপ্ত
অ্যালবামঃ আজ বিকেলের ডাকে

চা খাব না
ধরনঃ আধুনিক
গীতিকারঃ অনিক খান
সুরকারঃ মিনার
গেয়েছেনঃ মিনার
অ্যালবামঃ আড়ি

বাংলা গান, গানের কথা, লিরিক্স , Bangla Song and Lyrics Bangla Song Music Lyrics, Lyrics Bangla,Bangla Song With Lyrics, Bangla Band Cinema Song Lyrics , Lyrics of Bangla Song , Popular Bangla Song With Lyrics, বাংলা গানের লিরিক্স | বাংলা মিউজিক লিরিক্স ,বাংলা গান ,বাংলা গানের কথা,ডাউনলোড বাংলা গান

Leave a Reply