AMI JAR NUPURER CHHANDA | আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর – কাজী নজরুল ইসলাম

আমি যার নূপুরের ছন্দ,
বেণুকার সুর–
কে সেই সুন্দর, কে।।

আমি যার বিলাস যমুনা,
বিরহ বিধুর–
কে সেই সুন্দর, কে।।

যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম–ডালা
না -দেখা -সুদূর–
কে সেই সুন্দর, কে?।।

যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়–
সে রহে কোথায় হায়!
আমি যার বরষার আনন্দ- কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা
যে মম অঙ্গের কাঁকন-কেয়ূর–
কে সেই সুন্দর, কে।।

Leave a Reply

%d bloggers like this: