Articles- A, an এবং the কে Article বলে।

Articles A, an এবং the কে Article বলে।

#Articles
A, an এবং the কে Article বলে।

#Articleদুই প্রকার। #difiniteindefinitearticle

Definite article and Indefinite Article

Definite Article:
Definite Article কি?

Definite Article: ‘The’ কে Definite Article বলে। কারণ এটি নির্দিষ্টভাবে কোন বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।

এবার আসুন, Definite Article ‘The’ এর ১৪টি গুরুত্ব পূর্ণ ব্যবহার দেখে নিই। তার পর Indefinite Articles নিয়ে আলোচনা করা হবে।

১। নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, বড় জাহাজ, দৈনিক পত্রিকা, ভৌগোলিক নামসমূহ, পবিত্র ধর্মগ্রন্থ, উচ্চ পদস্থ/পেশাগত নাম, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি
ক্ষেত্রে ‘The’ ব্যবহৃত হয়। যেমনঃ

নদীর নামঃ The Padma, The Jamuna, The Black Sea.

Read More: শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি?

পাহাড়/পর্বতঃ The Himalayas.

দ্বীপপুঞ্জঃ The Andamans.

জাহাজঃ The Queen Victoria.

দৈনিক সংবাদঃ ‘The Daily Star’, ‘The Prothom Aalo’.

ভৌগোলিক নামঃ The Punjab.

পবিত্র ধর্মগ্রন্থঃ The Quran, The Bible, The Geeta.

পেশাগত নামঃ The Secretary.

ঐতিহাসিক ঘটনাঃ The French Revolution.

২। মাস-এর তারিখের পূর্বে The ব্যবহৃত হয়। যেমনঃ The 2nd June, 2020.

৩। জাতির নামের আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The American, The English, The Bangalees.

৪। একই জাতীয় সকলের সাধারণ নামের একবচন (Singular)-এ The ব্যবহৃত হয়। যেমনঃ The cow, The dog.

৫। কোন Noun গুনবাচক শব্দ (Adjective) দ্বারা বিশেষিত হলে, যেমনঃ The White dog.

৬। Common Noun-এর Possessive Adjective-এর স্থলে The ব্যবহৃত হয় ।যেমনঃ I struck him on the(his এর পরিবর্তে) head.

৭। যে সব Noun একটির অধিক হয় না, তার পূর্বে The ব্যবহৃত হয়। যেমনঃ The earth, The moon, The sun, The east, The sky ইত্যাদি।

৮। Adjective-এর আগে The ব্যবহৃত হয়ে ঐ অবস্থার শ্রেণীকে বুঝায়। যেমনঃ The rich are not always happy.

৯। Superlative Degree-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ He is the best of the class.

১০। যত তত অর্থে Comparative Degree-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The more, The merrier.

১১। কিছু Adjective এবং Noun-এর আগে The ব্যবহৃত হয়ে এর দ্বারা Abstract Noun নির্দেশিত হয়। যেমনঃ Do not leap in the Dark.
(darkness) The future (futurity) is unknown.Check the beast (animal nature) in you.

১২। ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে ঐ সংখ্যার এর পূর্বে The বসে । কিন্তু রোমান সংখ্যার আগে The ব্যবহৃত হয় না। যেমনঃ The second, The fifth (ordinal number), কিন্তু George the (II)হবে না । ( George II হবে)

১৩। সংগীত যন্ত্রের পূর্বে The ব্যবহৃত হবে। যেমনঃ He can play the flute.

১৪। গুরুত্ব দেওয়া বুঝাতে Noun-এর আগে The ব্যবহৃত হয়। যেমনঃ The verb is the word (the main word) in a sentence.

Indefinite Article:

A এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।

Example

– He has a pen.

– I bought a book.

– This is an elephant.

– He took an apple.

Definite Article

The কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।

Example

-I saw the bird.

– I read the book.

– Dhaka is the capital of Bangladesh.

Use of A and An

Read More: Parts Of Speech কাকে বলে.? কত প্রকার ও কি কি.?

1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে।

যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.

2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।

যেমন- a horse, a historian, an honest man, an hour.

3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার পূর্বে a বসে।

যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.

4. O দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে।

যেমন- an open field, an open heart surgery, an opera, an orange, a one taka note, a one eyed man.

5. সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।

যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

 

Other uses of A and An

1. এক জাতীয় সকল singular common noun এর পূর্বে a/an বসে।

যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious insect.

2. একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে।

যেমন- He bought an orange, He lives in a tiny room.

3. সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।

যেমন

  • – Birds of a feather flock together.
  • – Criminals are of a (the same) character.
  • – There lived a farmer.
  • 4. Preposition অর্থে কখনো কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised preposition বলে।
  • যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.

5. Few, little, good many, lot of, great many, good deal, ইত্যাদি plural noun এর পূর্বে a /an বসে। মাঝে মাঝে many এর পরে a /an বসে।

Example

– I have a few friends here.

– The library has a lot of books.

– The rich man has a good deal with money

– Many a man was present in the meeting.

6. সংখ্যাবাচক শব্দ- dozen, hundred, thousand, million, couple, score, ইত্যাদির পূর্বে a বসে।

7. Exclamation অর্থাৎ what, how, why, ইত্যাদির পরে a বসে।

– What a beautiful lady!

– How nice a bird!

8. Singular common noun – quite, many, rather, but, more এর পূর্বে a/an বসে।

– He is rather a gentleman.

– You are but a child.

9. Mr./Mrs./Miss এর পূর্বে a/an বসে।

– A Mr. Ashik called in his house.

– A Mrs. Habiba sought his help.

Read More: Voice কাকে বলে ? Voice কত প্রকার ও কি কি ?

Leave a Reply