Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 7 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৭

Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 7 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৭

Step : 18

ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির “, /Coma” বাটনে পাবেন “, / কমা”
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির “C” বাটনে পাবেন “ ে/এ-কার”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

ইউনি-বিজয়ে প্রথমে এ-কার দিলে তা দেখা যাবে না, পরবর্তী বর্ণ চাপ দেয়ার সাথে সাথে তা দেখা যাবে।

মে, মা, কে, দে, বেত, সেতু, সেবা, দাতা, নাক, তমা, টাক, টেক

Online Bijoy Bangla Typing Tutorial

Shift সহ

বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির “, /Coma” বাটনে পাবেন “<”

ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের মধ্যমা আঙ্গুল তুলে নিচের সারির “C” বাটনে পাবেন “ ৈ/ঐ-কার”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

অনলাইন বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল

যেখানে “, / কমা” = ‍Shift সহ সেখানে “<”
যেখানে “ ে/এ-কার” = ‍Shift সহ সেখানে “ ৈ/ঐ-কার”

নৈশ< ভাতৃ, কৃপণ, বৈশাখ, ঘর < বাড়ি, পয়সা<টাকা,নৈশ, বৈশাখী টেলিফোন

বাংলা টাইপিং টিউটোরিয়াল

Step : 19

ডান হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির “. / Dot / Full-Stop” বাটনে পাবেন “. / ডট”
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির “X” বাটনে পাবেন “ও”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

ও. ও. ও. .ও .ও .ও .ও .ও ও. ওজন, আষাঢ়, আকার ও আকৃতি. মা ও বাবা, চাচা ও চাচি

Shift সহ

বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির “. / Dot / Full-Stop” বাটনে পাবেন “>”

ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের অনামিকা আঙ্গুল তুলে নিচের সারির “X” বাটনে পাবেন “ৗ/ঔ-কার”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

যেখানে “, / কমা” = ‍Shift সহ সেখানে “>”
যেখানে “ও” = ‍Shift সহ সেখানে “ৗ/ঔ-কার”

ৗ > ৗ > >ৗ নৌকা, মমতা, মৌচাক, মৌমাছি. চৌকষ, মিঞা বিবি, ডাকাত, ঢাক ঢোল ঝাঁজর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেলো কমলা ফুলি। নৌকা, মৌমাছি।

বাংলা টাইপিং টিউটোরিয়াল

Step : 20

ডান হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির “/” বাটনে পাবেন “/”
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির “Z” বাটনে পাবেন “্র/র-ফলা”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

বক্র / চক্র / দরিদ্র, মুদ্রা/ গ্রাস / মানুষ ম্রণাল. ট্রাক/ রিপু, পাতা, দ্রব, টাচ, ড্র,

 

Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 5 | বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৫

Shift সহ

বাম হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
ডান হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির “/” বাটনে পাবেন “?”

ডান হাতের কানিষ্ঠা আঙ্গুলে Shift চেপে ধরে-
বাম হাতের কানিষ্ঠা আঙ্গুল তুলে নিচের সারির “Z” বাটনে পাবেন “্য/য-ফলা”
প্রতিবার আঙ্গুল আবার Home Key তে নিয়ে আসতে হবে।

যেখানে “/” = ‍Shift সহ সেখানে “?”
যেখানে “্র/র-ফলা” = ‍Shift সহ সেখানে “্য/য-ফলা”

ব্যায়? কার্য্য? যোগ্য, জোনাকি < ঘ্রাণ / গাছ, ভদ্র. দ্রব্য? দ্রবণ ট্যারা, সহ্য, সহস্র>শতক

 

Bijoy Bangla Typing Tutorial

 

আপনি আরো শব্দ লেখার চেষ্টা করবেন, যত শব্দ লেখার চেষ্টা করবেন আপনারা বাংলা টাইপিং স্পিড অনেক ফাস্ট হবে ।  এগুলো লিখতে আপনার হাতে একটু ব্যথা অনুভব হতে পারে ,চিন্তার কোন কারন নেই । প্রথম কয়েকদিন এরকম হতেই পারে,আপনি যখন টাইপিং করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার হাত ব্যাথা করবে না ।

Leave a Reply