Class 6 Garostho Biggan 3rd Week Assignment Answer
(ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট এর সমাধান)
ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম
প্রথম অধ্যায়: গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু
পাঠ ১- গৃহ ও গৃহ পরিবেশ
পাঠ ২- গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস
পাঠ ৩- প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ
পাঠ ৪- গৃহ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ
৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ বিজ্ঞান এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ১:
১। তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লেখ।
২। নিম্নে উল্লেখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ছকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ কর।
শোবার ঘর, ড্রইং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম।
গৃহের গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস অভ্যন্তরীণ স্থানের নাম সম্পাদিত কাজ
আনুষ্ঠানিক স্থান
অনানুষ্ঠানিক স্থান
কাজের স্থান
৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের একটি বাছাইকরা নমূনা উত্তর দেখুন: গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম, অভ্যন্তরীণ স্থান এবং সম্পাদিত কাজ
নির্দেশনা
১। বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিন।
২। অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রদান করুন।
৩। কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করে জমা দিতে উৎসাহিত করুন।
মূল্যায়ন রুব্রিক্স
অতি উত্তম
১। গৃহ পরিবিশের সবগুলো অংশের নাম সঠিকভাবে লিখতে পারা
২। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে সঠিকভাবে ছকে সাজাতে পারা
৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে সম্পাদিত সকল কাজ সনাক্ত করতে পারা
৪। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা
৫। লেখায় লক্ষ্যনীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতার প্রকাশ
৬। বানান ও বাক্য গঠন ঠিক থাকা
উত্তম
১। গৃহ পরিবেশের বেশিরভাগ অংশের নাম সঠিকভাবে লিখতে পারা
২। গৃহের অভ্যন্তরীণ বেশরিভাগ স্থানগুলোকে সঠিকভাবে ছকে সাজাতে পারা
৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে সম্পাদিত অধিকাংশ কাজ সনাক্ত করতে পারা
৪। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে পারা
৫। লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতার প্রকাশ
৬। বানান ও বাক্য গঠন ঠিক থাকা
ভালো
১। গৃহ পরিবেশের কয়েকটি অংশের নাম ঠিকভাবে লিখতে পারা
২। গৃহের অভ্যন্তরীণ স্থানের কিছু অংশের নাম ছকে সাজাতে পারা
৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোয় সম্পাদিত কিছু কাজ সনাক্ত করতে পারা
৪। পর্যায় অনুযায়ী কাজের ধারাবাহিকতা আংশিকভাবে রক্ষা করতে পারা
৫। লেখায় আংশিক মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতার প্রকাশ
৬। বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা
অগ্রগতির প্রয়োজন
১। গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নাম লিখতে না পারা
২। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে ঠিকভাবে ছকে সাজাতে না পারা
৩। গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোয় সম্পাদিতু কাজ সনাক্ত করতে না পারা
৪। পর্যায় অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করতে না পারা
৫। লেখায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব
৬। বানান ও বাক্য গঠন আংশিক ঠিক থাকা
Class 6 Garostho Biggan 3rd Week Assignment Answer 2021
আরও দেখুন: ষষ্ঠ শ্রেণীর গণিত তৃতীয় সপ্তাহের এসাইনমেন্ট ২০২১
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।