Coronavirus: Online appointments available at BSMMU বিএসএমএমইউ ফিভার ক্লিনিকের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে আপনাকে স্বাগতম

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে আপনাকে স্বাগতম

The Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) has launched an online appointment process for those who want to submit their samples for Covid-19 testing.

BSMMU Vice Chancellor Prof Kanak Kanti Barua told Dhaka Tribune that the online appointment system was launched on Sunday and those who had registered on the first day have already arrived at the hospital to submit their samples on Monday.

He also said a maximum of 400 appointments will be given each day for sample collection.

The online appointment form can be found at

https://old.bsmmu.edu.bd/e_ticketing/f/fc_appointment

After a successful form submission, the time of the appointment will be notified via an SMS from the university. Patients can show the SMS at the university’s fever clinic and avail the services. The same SMS can also be used for Covid-19 test.

 

নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

১) অন্তঃসত্ত্বা নারীদের করোনা পরীক্ষা করানোর জন্যে কোন অ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন নেই !!! তারা যথাসময়ে সরাসরি উপস্থিত হয়ে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করাতে পারবেন !!!!

২) বিএসএমএমইউ ফিভার ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে “অ্যাপয়েন্টমেন্ট ফর্ম” পূরণ করুন।

৩) অ্যাপয়েন্টমেন্ট গ্রহনকারীদের মোবাইল নম্বরে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নম্বর (+৮৮০১৫৫২১৪৬২০২) থেকে প্রেরিত এসএমএসটি প্রদর্শনপুর্বক উল্লেখকৃত সময় অনুযায়ী ফিভার ক্লিনিকে এসে চিকিৎসাসেবা গ্রহন করতে হবে।

৪) উল্লেখ্য যে, বিশেষ কোটায় অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্তদের চিকিৎসাসেবা গ্রহণের সময় নিয়োগকর্তা বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্বীকৃত ও গ্রহনযোগ্য পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

৫) Follow up Testing বা পুনরায় টেস্ট করানোর বিষয়ে নির্দেশনাঃ
National Guideline on Management of Corona Virus Disease 2019 (COVID 19) version 7 অনুযায়ী হাসপাতাল থেকে ডিসচার্জ বা কাজে যোগদানের জন্যে Follow up Testing বা পুনরায় টেস্ট করিয়ে নেগেটিভ ফলাফল নিশ্চিতকরন বা প্রদর্শন বা জমাদানের কোন বাধ্যবাধকতা নেই।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন।
এমতাবস্থায় বিএসএমএমইউ এর ফিভার ক্লিনিকে শুধু মাত্র সন্দেহভাজন রোগীদের সেবা গ্রহন ও পরীক্ষা সুযোগ নিশ্চিত করার জন্যে Follow up Testing এর উদ্দেশ্যে আগত কাউকে পরীক্ষা করা হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার জন্যে অনুরোধ করা হচ্ছে।

৬) কোভিড ১৯ পরীক্ষার ফিঃ
যে সকল রোগীর কোভিড ১৯ পরীক্ষা করানোর প্রয়োজন হবে, তাদেরকে সরকার নির্ধারিত পরীক্ষার ফি হিসেবে ১০০/- (একশত টাকা) পরিশোধ করতে হবে !!!

৭) বিশেষ দ্রষ্টব্যঃ অ্যাপয়েন্টমেন্ট গ্রহন করার পর সু-নির্দিষ্ট কারণ ব্যতীত কেঊ অনুপস্থিত থাকিলে কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তার মোবাইল নম্বরে কোন অ্যাপয়েন্টমেন্ট প্রদান না করার সিদ্ধান্ত নিতে পারে।

যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের কল করুন 01406-426443

Leave a Reply