অনেক কিছুতেই অবদান রয়েছে মাস্ক পরিবারের। দীর্ঘ দিন ধরেই মাস্ক পরিবারের সদস্যেরা নানা কিছু করে আসছে। তাই নতুন করে আর ধনকুবের ছেলের জন্য গর্ববোধ হয় না। অস্ট্রেলিয়ার একটি রেডিয়োর অনুষ্ঠানে গিয়ে এ কথাই বললেন টেসলার কর্ণধার ইলন মাস্কের বাবা এরোল মাস্ক।
মিনিট কুড়ির সাক্ষাৎকারে গোটা মাস্ক পরিবার, ইলনের ভাই কিম্বলকে নিয়ে অনেক কথা বলেন সত্তরোর্ধ্ব এরোল। সঞ্চালক জ্যাকি ও তাঁকে প্রশ্ন করেন, ‘‘আপনার ছেলে এত টাকা কামায়, এত কিছু তৈরি করে। আপনার গর্ব হয় না?’’ জবাবে সটান ‘না’ বলে দেন এলোর। এর পর তিনি বলেন, ‘‘দেখুন, আমাদের পরিবার দীর্ঘ দিন ধরেই অনেক কিছু করছে। এটা কোনও নতুন ব্যাপার নয়। এমন নয় যে, হঠাৎ করে কিছু করা শুরু করেছে মাস্ক পরিবার।’’
সুপ্রিম কোর্টের রায়ে পাকিস্তানের রাজনীতিতে নয়া মোড়
এরোল জানান, ছোট বয়স থেকেই ইলন ও তাঁর ভাইয়েরা গোটা বিশ্ব ঘুরে বেরিয়েছেন। সেই অভিজ্ঞতা এখন তাঁদের অনেক কাজে আসে। তাঁর কথায়, ‘‘ওরা অনেক কিছু দেখেছে ছোট থেকে। একসঙ্গে অনেক কিছু করেছে। কিন্তু ইলন বাকিদের ছাপিয়ে গিয়েছে।’’