একাধিক দেশে এখন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে যৌন শিক্ষার মতো বিষয়। তারই পাঠ দিতে অভিনব এক পদ্ধতি নিলেন মেক্সিকোর এক শিক্ষক।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ যৌনজীবন পেতে সবার আগে দরকার সচেতনতা। অথচ এখনও সমাজে যৌনজীবন নিয়ে ঢাকঢাক-গুড়গুড়ের অন্ত নেই। এ বার সেই বেড়া ভাঙতে এগিয়ে এলেন এক শিক্ষক নিজেই। গোটা ক্লাসের সামনেই শিখিয়ে দিলেন কী ভাবে পরতে হয় কন্ডোম।
সেই ছবি সেই ছবি ছবি: সংগৃহীত ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। জীবনশৈলীর ক্লাসে ছাত্রছাত্রীদের কন্ডোমের উপকারিতা বোঝাতে এক শিক্ষক বেছে নিলেন অভিনব এক পদ্ধতি। এক ছাত্রকে মঞ্চে ডেকে নিয়ে ওই শিক্ষক তার মাথায় পরিয়ে দিলেন বিরাট আয়তনের কন্ডোমের মতো একটি ঢাকা।
প্রাথমিক ভাবে ক্লাস জুড়ে হাসির রোল উঠলেও, ধীরে ধীরে গোটা বিষয়টিই বুঝে নেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকতার এই অদ্ভুত পদ্ধতির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। আরও পড়ুন দশ মিনিটে বাড়িতে পৌঁছে যাবে মদ, দেশের মধ্যে প্রথম কলকাতাতেই, দাবি সংস্থার আরও পড়ুন ৫০০ তরুণ কৌমার্য খুইয়েছেন তাঁর কাছে, স্বীকারোক্তি মহিলার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে ক্রমেই বাড়ছে যৌন শিক্ষার গুরুত্ব।
যে গাছের ছায়ায় দিন কাটত নিরঞ্জনের, সেই গাছ উপড়ে পড়েই মৃত্যু
তাই একাধিক দেশে এখন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে জীবনশৈলী ও যৌন শিক্ষার মতো বিষয়। বিশেষজ্ঞদের দাবি, কৈশোরেই ছাত্র-ছাত্রীদের মধ্যে যৌন জীবন নিয়ে সচেতনতা বৃদ্ধি করলে স্বাস্থ্যকর হতে পারে যৌনজীবন, কমতে পারে বিকৃতকামের সমস্যাও।
Very good