Is point Who are You (ইস পয়েন্ট হু আর ইউ নামে খ্যাত রাসেল এখন ঢাকা কাপাচ্ছে খুলনা বিভাগ দামুড়হুদা চুয়াডাঙ্গা ছেলে ) দুইবার বিদেশফেরত সহায়-সম্বল হারিয়ে পথের ভিখারী |

রাসেল এখন তার লক্ষ্য উদ্দেশ্য একটাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, ভিডিওটি ভাইরাল করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন | যারা তার সাথে প্রতারিত করেছে তাদের মুখোশ খুলে দিন | #khulnachuyadanga #damurhudarasel #ispoint #whoareyou #rassel

আজ সে পাগল প্রতারিত হয়েছে তার চাচাতো আপন ভাই এবং সে সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রতারিত হয়েছে । তাই ভিডিওটি ভাইরাল করণ সে তার মনের কষ্ট দুঃখ শেখ হাসিনাকে বলতে চাই।

আপনারা সবাই ভিডিওটি ভাইরাল করুন এবং সেখানে শেখ হাসিনার সাথে দেখা করার সুযোগ করে দিন।
রাসেল কেন পাগল হল রাসেল কেন এমন মাথা নষ্ট হলো তার প্রকৃত দায়ী কারা এবং তাদের খুঁজে বের করা এই সমাজের প্রতিটি সুনাগরিকের দায়িত্ব আমাদের সমাজে এরকম অনেক নিপীড়িত নিষ্পেষিত অবহেলিত হওয়ার পরে তারা পাগল হয়ে যায় |

সে শুধু তার পারিপার্শ্বিক দ্বারা নির্যাতিত হয়নি সেই নির্যাতিত হয়েছে আপন পিতার কাছে তার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে|
সরকারি কর্মকর্তাদের কারণে আমার এই অবস্থা, আমি এখনো সুইসাইড করি নাই , আমি এখনও রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে মরি নাই আমি এখনো বেঁচে আছি তাই আমি শেখ হাসিনার সাথে দেখা করে তার উপযুক্ত বিচার চাই।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।