Joker Malware এর আবার হানা, আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে এক্ষুনি ডিলিট করুন এই জনপ্রিয় 15 অ্যাপ

জোকার ম্যালওয়্যারের প্রথম দেখা পাওয়া গেছে 2017 সালে

ইউজারদের অজান্তেই অনলাইন সার্ভিসের সাবস্ক্রিপশন করিয়ে টাকা চুরি করে নেয় এই ম্যালওয়্যার

ইউজারদের মোবাইলে পেমেন্টের জন্য আসা ওটিপি গুলিকে লুকিয়ে অ্যাক্সেস করতে পারে বিপজ্জনক জোকার ভাইরাসগুগল প্লে স্টোরে (Play Store) ফের হানা দিয়েছে ক্ষতিকর ম্যালওয়্যার জোকার (Joker) । সম্প্রতি Kaspersky সংস্থার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট Tatyana Shishkova টুইটারে অ্যান্ড্রয়েড ইউজারদের সতর্ক করেছেন। তিনি একটি লিস্ট পোস্ট করেছেন যেখান থেকে জানা গিয়েছে যে গুগল প্লে স্টোরের 15 অ্যাপে দেখা মিলেছে বিপজ্জনক জোকার ম্যালওয়্যারের। এর আগেও প্লে স্টোরে এই ধরণের ভাইরাসের সন্ধান মিলেছে। ইউজারদের সিকিওরিটি রক্ষার্থে গুগল বারবার ভয়ানক ম্যালওয়্যার রয়েছে এমন সমস্ত অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে। বেশ কয়েকটি অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে ইউজারদের নির্দেশ দিয়েছেন জনপ্রিয় সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। যে সমস্ত অ্যাপে জোকার ভাইরাসের সন্ধান মিলেছে সেগুলির মধ্যে কয়েকটিকে প্রায় 50,000 ইউজার ইনস্টল করেছে। সিকিউরিটি অ্যানালিস্ট Shishkova –র লিস্টে প্লে-স্টোরের বেশ কয়েকটি অনামী অ্যাপেরও দেখা মিলেছে।

জোকার ম্যালওয়্যার গুগল প্লে স্টোরের জনপ্রিয় অ্যাপগুলির আড়ালে লুকিয়ে থাকে। অ্যাপগুলিকে ডাউনলোড করলেই ইউজারদের মোবাইলে এই বিপজ্জনক ভাইরাস প্রবেশ করে। জোকার ম্যালওয়্যার নিজেদের কোডে কিছুটা বদল ঘটিয়ে গুগল প্লে স্টোরের সিকিউরিটি লেয়ারকে পেরিয়ে যায়। জোকার এমন একধরনের ক্ষতিকর ম্যালওয়্যার যাকে প্লে-স্টোর থেকে ডিলিট করলেও বারবার নতুন রূপ নিয়ে হাজির হয়। এই জোকার ম্যালওয়্যারের প্রথম দেখা পাওয়া গেছে 2017 সালে। গুগল ইউজার সিকিউরিটি রক্ষার উদ্দেশ্যে এই ম্যালওয়্যারের সাথে ক্রমাগত লড়াই করে চলেছে।

এই জোকার ম্যালওয়্যার ইউজারদের অজান্তেই বিভিন্ন অনলাইন সার্ভিসের সাবস্ক্রিপশন করিয়ে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নেয়। এই ম্যালওয়্যারগুলি ইউজারদের মোবাইলে পেমেন্টের জন্য আসা ওটিপি গুলিকে লুকিয়ে অ্যাক্সেস করতে পারে। ইউজার যদি ব্যাঙ্ক স্টেট্মেন্ট চেক না করেন তাহলে তিনি বুঝতেও পারবেন না যে তিনি কোনো অনলাইন সার্ভিসের সাবস্ক্রিপশনের আওতায় রয়েছেন এবং তার জন্য পেমেন্টও করেছেন । আসুন দেখে নেওয়া যাক সম্প্রতি প্লে-স্টোরের কোন কোন অ্যাপে জোকার ম্যালওয়্যারের খোঁজ মিলেছে- • Easy PDF Scanner

• Now QRCode Scan

• Super-Click VPN

• Volume Booster Louder Sound Equalizer

• Battery Charging Animation Bubble Effects

• Smart TV Remote

• Volume Boosting Hearing Aid

• Flashlight Flash Alert on Call

• Halloween Coloring

• Classic Emoji Keyboard

• Super Hero-Effect

• Dazzling Keyboard

• EmojiOne Keyboard

• Battery Charging Animation Wallpaper

• Blender Photo Editor –Easy Photo Background Editor

 

Leave a Reply