Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
Exoplanet Survey: খোঁজ মিলল ৫০০০টি এলিয়েন পৃথিবীর

NASA Alien Worlds: খোঁজ মিলল ৫০০০টি এলিয়েন পৃথিবীর! আছে আরও, মত বিজ্ঞানীর

মহাকাশ, মহাজাগতিক ব্য়াপার-স্যাপার নিয়ে কৌতূহলের অন্ত নেই, জানার চেষ্টারও শেষ নেই মানুষের। নানা সময়ে নানা কিছু তাই সামনে আসে আমাদের। ইদানীং যেমন, এক বিরল জিনিস জানা গেল! উত্তর মিলল ‘এই ব্রহ্মাণ্ডে এলিয়েনের কতগুলি ভিন্ন ভিন্ন পৃথিবী আছে?’ এই প্রশ্নের।

‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’ সেই যুবক এখন পুলিশের কাছে

না, সে কথা বলা কঠিন। শুধু কঠিনই নয়, সে কথা বলা অসম্ভবও। তবে সেই অসম্ভব প্রশ্নেরই জবাব পেয়ে গিয়েছে আমেরিকার স্পেস এজেন্সি নাসা। জানা গিয়েছে, আমাদের ব্রহ্মাণ্ডে কম করে অন্তত পাঁচ হাজার ‘এলিয়েনের পৃথিবী’ আছে। এই কাজে নাসাকে সাহায্য করেছে ‘ট্রানজিটিং এক্সোপ্লানেট সার্ভে স্যাটেলাইট’ (TESS)।

৩৬ হাজার শিক্ষক নিয়োগ পাচ্ছেন আজ

এলিয়েনের পৃথিবী বা গ্রহের যে খোঁজ মিলেছে, তা রয়েছে আমাদের সৌরমণ্ডল অথবা আকাশগঙ্গার বাইরে। ৫ হাজার এলিয়েনের পৃথিবীকে খুঁজে পাওয়ার গিয়েছে বলে বলা হচ্ছে, তবে আপাতত তাদের নাম দেওয়া হয়েছে টিওআই (TOI) বা ‘টেস্ট অবজেক্টস অফ ইনটারেস্ট’। এগুলি থেকে কোনও-না-কোনওভাবে সিগনাল পাওয়া যাচ্ছে।

Leave a Reply