O Mon Re Lyrics (ও মন রে) । Tanveer Evan । Bengali Song Lyrics part- 04

O Mon Re is a new bengali song featured by Yash and Madhumita. This song is sung by Tanveer Evan. O Mon Re Song Lyrics is written by Tanveer Evan. This song is released by SVF on their official YouTube channel and various music streaming platform.

Credits:
Song : O Mon Re
Singer, Lyrics, Tune : Tanveer Evan
Music : Piran Khan
Featuring : Yash and Madhumita

O Mon Re Lyrics In English:

Obujh E Mon
Bojhe Na Baron
Kore Uchaton Sarakhon
Binimoye Toke Chaoya
Phire Pawar Abedon

Mon Bojhe Na Mon Sone Na
Kare Boli E Moner Kotha
Mon Bojhe Na Mon Sohe Na
Kare Boli E Byakulota

O Mon Re…..   Mon Re
O Mon Re…..   Mon Re

আরও পড়ুন: আমার হাতে কালি মুখে কালি, কাজী নজরুল ইসলাম, Amar Hate kali Mukhe kali | Nazrul Song

Kotha Deoa Chhilo Tomake Dekhabo
Notun Ek Prithibi
Ki Kore Ta Bhuli
Tui To Janis Tui Amari Sobi

Jene Rakhis Moroneo
Amar Hoye Tui Thakbi Ontore
Hoye Thakis Tui Sudhu Amar
Deho Jure O Mon Re Hay…..

Mon Bojhe Na Mon Sohe Na
Kare Boli E Byakulota

O Mon Re…..   Mon Re
O Mon Re…..   Mon Re

Binimoye Toke Chaoya
Phire Pabar Abedon

O Mon Re Lyrics In Bengali:

অবুঝ এ মন বোঝে না বারণ
করে উচাতন সারাক্ষণ
বিনিময়ে তোকে চাওয়া
ফিরে পাওয়ার আবেদন

মন বোঝে না মন শোনে না
কারে বলি এ মনের কথা
মন বোঝে না মন সহে না
কারে বলি এ ব্যাকুলতা

ও মন রে…..  মন রে
ও মন রে…..  মন রে

কথা দেওয়া ছিল
তোমাকে দেখাবো
নতুন এক পৃথিবী
কী করে তা ভুলি
তুই তো জানিস
তুই আমার‌ই সব‌ই

জেনে রাখিস মরণেও আমার হয়ে তুই থাকবি অন্তরে
হয়ে থাকিস তুই শুধু আমার দেহ জুড়ে
ও মন রে হায়

মন বোঝে না মন সহে না
কারে বলি এ ব্যাকুলতা

ও মন রে…..  মন রে
ও মন রে…..  মন রে

শেষ চিঠি – এস আই টুটুল

আরও পড়ুন:  চ্যানেল আইয়ের সেরা কন্ঠ জনপ্রিয় সংগীতশিল্পী সুমনার (সিজন-৬) কিছু জনপ্রিয় গান
এস আই টুটুল
এলআরবি
শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়
হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়
হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়

রাতের তারার মত আমার প্রেম – আইয়ুব বাচ্চু

ব্যাণ্ড: এল আর বি
কণ্ঠ: আইয়ুব বাচ্চু
অ্যালবাম: স্বপ্ন
রাতের তারার মত আমার প্রেম
কোনোদিন তুমি বুঝতে পারোনি
এসেছিলে শুধু দিনের আলোতে
কখনো আমায় তাই ভালোবাসনি
তুমি ভুল করেছো আমায় ভুল বুঝে
আমি ভুল করেছি তোমায় ভালোবেসে
সবকিছু এলোমেলো করে
চলে গেলে না বুঝে
কেন যে আমি তোমাকে
ভালোবেসেছিলাম এভাবে
বল না এখন কার ঘুমে
একা আমি থাকবো বেঁচে
তুমি ভুল করেছো আমায় ভুল বুঝে
আমি ভুল করেছি তোমায় ভালোবেসে
ভালোবাসাটুকু তোমায় দিয়ে
হারালাম সব ভুল করে
ভালোবাসাগুলো স্বপ্ন হয়ে
কাঁদায় শুধু আমাকে
বল না এখন কার ঘুমে
একা আমি থাকবো বেঁচে
তুমি ভুল করেছো আমায় ভুল বুঝে
আমি ভুল করেছি তোমায় ভালোবেসে

সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় (আসলে কেউ সুখী নয়)- আইয়ুব বাচ্চু

সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
তোমার দরজার ওপাশে একজন
ভাবছ সে সুখী মিথ্যে আয়োজন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়
আশা দুরাশায় দুলছে কেনো মন
সুখের চাদরে জড়ানো প্রিয়জন
নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়

সে তারা ভরা রাতে – আইয়ুব বাচ্চু

শিল্পীঃ আইয়ুব বাচ্চু
ব্যান্ডঃ এলআরবি
সে তারা ভরা রাতে
আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু
তোমার সুখের কথা
আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা
আমি অনেক ব্যাথা সয়ে
ছল ছল চোখের জ্বলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতেরও আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজও হলোনা বলা
আমার না বলা কথা

হকার – আইয়ুব বাচ্চু

ব্যান্ড – এলআরবি
এ্যলবাম – হকার
পেপার পেপার
পেপার পেপার
একটি হকার কেউ নেই তার
সকাল হলেই ছুটোছুটি
আর চিৎকার করে বলে
পেপার পেপার
দিনের শেষে রাত্রি এলে
ক্লান্তিতে হকার ঘুমিয়ে পরে
একটুও ভাবে না
ভাবতেও চায় না
সারাদিন সে বিলি করে কত
নতুন নতুন ঘটনা
সে শুধু জানে বাঁচতে হবে
বাঁচার তাগিদে তার সব ভাবনা
সকাল হলেই বলে
পেপার পেপার
পেপার পেপার
কোন একদিন পেপার খুলে
চেয়ে দেখি হকারের ছবি পেপারে
সেই হকার যাকে আমি জানি
কতোনা খবর সে বিলি করেছিলো
মানুষের জন্য মানুষ হয়ে
সে শুধু জানতো বাঁচতে হবে
সৎ ভাবে আর সৎ উপায়ে
হঠাৎ একটি দানব ট্রাক
কেড়ে নিলো প্রান
সেই হকারের
সব চুপচাপ
সব চুপচাপ

আমি কষ্ট পেতে ভালোবাসি – আইয়ুব বাচ্চু

আরও পড়ুন: ব্রজ গোপী খেলে হোরী _ Brojo Gopi Khele Hori _ নজরুল সঙ্গী ব্রজ–গোপী খেলে হোরী ব্রজ–গোপী খেলে হোরী
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা
আলোকিত হাসি নয়
আশা নয়
না বলা ভাষা নয়
আমি কষ্ট পেতে ভালোবাসি
তাই তোমার কাছে ছুটে আছি
বুকের এক পাশে রেখেছি
জলহীন মরুভূমি
ইচ্ছে হলে যখন তখন
অশ্রুফোঁটা দাও তুমি
তুমি চাইলে আমি দেবো
অথৈ সাগর পাড়ি
যখন আমার কষ্টগুলো
প্রজাপতির মত উড়ে
বিষাদের সবকটা ফুল
চুপচাপ ঝরে পড়ে
আমার আকাশ জুড়ে কালো
মেঘে ভরে গেছে ভুলে

চলো বদলে যাই – আইয়ুব বাচ্চু

সেই তুমি কেন এতো অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এতো অচেনা হলে তুমি
কিভাবে এতো বদলে গেছি এই আমি
ও বুকেরও সব কষ্ট দুহাতে সরিয়ে
চলো বদলে যাই
তুমি কেন বোঝ না
তোমাকে ছাড়া আজ আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় জুড়ে
আমার অপরাধ ছিল যতো তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়

কতরাত আমি কেঁদেছি
বুকেরই গভীরে কষ্ট নিয়ে
শূণ্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও

কতবার ভেবেছি ভুলে যাবো
তারও বেশী মনে পড়ে যায়
ফেলে আসা সেই সব দিনগুলি
ভুলে যেতে আমি পারিনা

মাধবী – এল আর বি

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারীরাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারীতাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী

ঘুমন্ত শহরে – আইয়ুব বাচ্চু

 ঘুমন্ত শহরে রূপালী রাতে
স্বপ্নের নীল চাদর বিছিয়ে
কষ্টের শীতল আবরণ জড়িয়ে
আমি আছি আছি তোমার স্মৃতিতে
ভালোবাসার সরল বাঁধন ছিঁড়ে
চলে গেছ এই হৃদয়টাকে ভেঙে
তুমি আমি একই শহরে
তবুও একাকী ভিন্ন গ্রহেমনে পড়ে সেই নিয়ন জ্বলা রাতে
অনন্ত প্রেম দিয়েছি উজার করে
নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে
পথে হেঁটেছি বাঁধা দুটি হাতে
দূর আঁধারের ভালোবাসায় হারাতে
ছুটেছিলাম সেই রূপালী রাতেএই রাতে সব প্রেম হারিয়েছি অকারণে
নিশি ব্যস্ত মানুষ হয়েছি কেমনে
সমুদ্র কোলাহলের মনে অবিরাম ক্ষণে
নগরের যত বিষাদ আমাকে ভর করে
দরজার চৌকাঠকে পিঁড়ি বানিয়ে
বিনিদ্র জেগে আছি এই রূপালী রাতে

ফেরারী এই মনটা আমার – এল আর বি

ফেরারী এই মনটা আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবারকখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কি জানি কি ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে
তাই আমি ফিরে আছি বারেবারযে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেও না
তাই আমি ফিরে আছি বারেবার

এখন অনেক রাত ( akhon onek rat )

এল আর বি

এখন অনেক রাত
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।
আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।
চলে যাওয়া সেই পথে
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে।।

 

Leave a Reply