Past Tense কাকে বলে কত প্রকার ও কি কি?

Past Tense : অতীতে কোন কাজ শেষ হয়েছিল বা চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past Tense হয় ।

যেমন :
1. আমি ভাত খেয়েছিলাম – I ate rice.
2.মহিমা স্কুলে গিয়েছল – Mohima went to School.
3. স্বপন বাজারে গিয়েছিল – Swapan went to the Market.
4. করিম একটি মাছ ধরেছিল – Karim caught a fish.
5. তারা গতকাল মাঠে খেলেছিল – They played in the field yesterday.
6. পিংকু গতকাল সকালে বই পড়িতেছিল – Pinku was reading a book yesterday morning.
7. মা গতকাল বিকালে ভাত রান্না করিতেছিল – Mother was cooking rice yesterday afternoon.
8. গতকাল সকালে তারা মাছ ধরিতেছিল – They were catching fish yesterday morning.
9. গতকাল রাত্রে শিশুটি কাঁদিতেছিল – The baby was crying yesterday night.
10. রহিম ও করিম গতকাল সাঁতার কাটিতেছিল – Rahim and Karim were swimming yesterday.

Past Tense এর প্রকারভেদ : Past Tense চার প্রকার ।
যথা :
1. Past Indefinite Tense.

2. Past Continuous Tense.

3. Past Perfect Tense.

4. Past Perfect Continuous Tense.

 Past Indefinite Tense :  অতীতে কোন কাজ শেষ হয়েছিল এরূপ বুঝালে Verb এর Past Indefinite Tense হয় ।
যেমন :
1. তানিয়া গতকাল স্কুলে গিয়েছিল – Tania went to school yesterday.
2. রাসেল গতকাল সকালে বই পড়েছিল – Rasel read a book yesterday morning.
3. তাসিম গতকল বিকেলে তার বন্ধুদের সাথে মাঠে খেলেছিল – Tasim played with his friends in the field yesterday afternoon.
4. মা গতকাল রাত্রে রান্না করেছিল – Mother cooked yesterday night.
5. বাবা গতকাল দুইটি মুরগী কিনেছিল – Father bought two hens yesterday.
6. আমার বোন গতকাল একটি চিঠি লিখেছিল – My sister wrote a letter yesterday.
7. সুমি গতকাল সন্ধায় একটি ছবি এঁকেছিল – Sumi drew a picture yesterday evening.
8. লোকটি গতকাল মারা গিয়েছিল – The man died yesterday.
9. রতন গতকাল তার বাবার সাথে বাজারে গিয়েছিল – Ratan went to market with his father yesterday.
10.  রনি গতকাল ঢাকা গিয়েছিল – Rony went to Dhaka yesterday.

Sentence : গঠন করার নিয়ম ।

গঠন: Subject + verb এর Past রূপ + object + Extension.

Past Continuous Tense : অতীতে কোন কাজ হইতেছিল বা চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past continuous Tense হয় ।
যেমন :
1. আমি গতকাল সকালে পড়িতেছিলাম – I was reading yesterday morning.
2. শাহিনূর গতকাল সন্ধায় একটি ছবি আঁকিতেছিল – Shahinoor was drawing a picture yesterday evening.
3. কোহিনূর গতকাল দুপুরে একটি মাছ কুটিতে (কাটিতে) ছিল – Kohinoor was cutting a fish yesterday noon.
4. তানিয়া গতকাল বিকালে গান গাইতে ছিল – Tania was singing a song yesterday afternoon.
5. তাহারা গতকাল সন্ধায় গল্প করিতেছিল – They were gossiping yesterday evening.
6. কাউছার গতকাল সন্ধায় ঘুমাইতেছিল – Kawsar was sleeping yesterday evening.
7. রহিম ও করিম গতকাল সকালে কলেজে যাইতেছিল – Rahim and Karim were going to College yesterday morning.
8. ছেলেমেয়েরা গতকাল সন্ধায় গান শুনিতেছিল – The children were listing to music yesterday evening.
9. বাবা গতকাল রাত্রে টেলিভিশন দেখিতেছিল – Father was watching television yesterday night.
10. রাহাত আজ সকাল দশটায় ছবি আঁকিতেছিল – Rahat was drawing a picture at 10 am today.

Sentence গঠন করার নিয়ম ।

গঠন: Subject + was / were + মূল Verb + ing + Object + Extension.

গঠন প্রনালী: এক্ষেত্রে মূল Verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে Subject অনুযায়ী was / were এর যে কোন একটি বসে ।

Past Perfect Tense : অতীতে দুইটি কাজের মধ্যে একটি আগে ও একটি অথিকতর পরে সংঘটিত হয়েছিল এরূপ বুঝালে যেটি অথিকতর আগে সংঘটিত হয়েছিল সেটির Past Perfect Tense হয় । এবং যেটি অথিকতর পরেসংঘটিত হয়েছিল সেটির Past Indefinite Tense হয় ।
যেমন :
1. ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল – The patient had died before the doctor came.
2. আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল – The train had left before we reached the station.
3. আমরা স্কুলে পৌঁছার পূর্বে ঘন্টা বাজিল – The bell had rung before we reached the school.
4. আমরা ক্লাশে ঢোকার পূর্বে শিক্ষক ক্লাশে ঢোকিল – The teacher had entered the class before we entered the class.
5. ডাক্তার আসিবার পর রোগী মারা গেল – The patient died after the doctor had come.
6. আমরা স্কুলে পৌঁছার পর ঘন্টা বাজিল – The bell rang after we had reached the school.
7. আমরা ক্লাশে ঢোকার পর শিক্ষক ক্লাশে ঢোকিল – The teacher entered the class after we had entered the class.
8. আমি আসিবার পূর্বে সে চলে গেল – He had gone before I came.
9. আমি আসিবার পর সে চলে গেল – He went after I had come.
10. বাবা আসিবার পূর্বে মা ভাত রাঁধিল – Mother had cooked rice before father came.

sentence গঠন করার নিয়ম ।

গঠন: Subject + had + Verb এর Past Participle রূপ + Object + Extension.

Past Perfect Continuous Tense: অতীতে একটি নিদিষ্ট সময় পর্যন্ত কোন কাজ চলিতেছিল অথবা অন্য একটি কাজ সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত কাজটি চলিতেছিল এরূপ বুঝালে Verb এর Past perfect Continuous Tense হয় ।
যেমন:
1. গতকাল আমি দুই ঘন্টা যাবত পড়িতেছিলাম – I had been reading for two hours yesterday.
2. আজ সকালে দুই ঘন্টা যাবত বৃয্টি হইতেছিল – It had been raining for two hours this morning.
3. গতকাল বিকালে তরুন তিন ঘন্টা যাবত কাজ করিতেছিল – Tarun had been working for three hours yesterday afternoon.
4. জেলেরা গতকাল দুই ঘন্টা যাবত মাছ ধরিতেছিল – The fishermen had been catching fish for two hours yesterday.
5. গতকাল রাত্রে তানিয়া এক ঘন্টা যাবত টেলিভিশন দেখিতেছিল – Yesterday night, Tania had been watching television for an hour.
6. যখন রহিম আসিল তখন আমি আমি পড়িতেছিলাম – I had been reading when Rahim came.
7. বাবা যখন আসিল মা তখন রান্না করিতেছিল – Mother had been cooking when Father came.
8. শিক্ষক যখন আসিল ছাত্ররা তখন খেলিতেছিল – The students had been playing when the teacher came.
9. দুলাভাই যখন আসিল আপা তখন গান গাইতেছিল – My sister had been singing when my brother in law came.
10. চাচা যখন আসিল তানিয়া তখন গান শুনিতেছিল – Tania had been listening music when Uncle came.

 sentence গঠন করার নিয়ম ।

গঠন: Subject + had been + verb + ing + object + Extension.

গঠন প্রনালী: এক্ষেত্রে verb এর সাথে ing যোগ হয় এবং তার পূর্বে had been বসে ।

Past tense কাকে বলে, Past indefinite tense কাকে বলে ,Simple past tense কাকে বলে ,Past tense কত প্রকার ও কি কি, Future tense কাকে বলে ,Past indefinite tense examples in bengali, Present tense কাকে বলে ,Past Indefinite Tense Examples

Leave a Reply