ইউরোলজিস্টেরা অবশ্য বলছেন এই জাতীয় ‘কোভিড ডিক’ অন্তত পুরুষদের ক্ষেত্রে বেশ চিন্তার।
যে কোনও জটিল রোগে ভুগলে শরীরের উপরে নানা বিরূপ প্রভাব পড়ে। করোনায় ভোগার পরেও এই ধরনের কী কী কুপ্রভাব শরীরে পড়তে পারে, তার একটা সমীক্ষা চিকিৎকেরা করেছেন। তাতে নানা জিনিস বেরিয়ে এসেছে। কিন্তু করোনার পরে পেনাইল শ্রিংকি? মানে, পুরুষের যৌনাঙ্গ ছোট হয়ে যাওয়া? করোনা পুরুষাঙ্গকেও আক্রমণ করে নাকি? অন্তত এমনই দাবি এক যুবকের। যে দাবি জেনে রীতিমতো বিস্মিত বিশেষজ্ঞেরা!
Health Benefits of Papaya: কমলালেবু নয়, শীতের সেরা ফল হল পেঁপে! উপকারিতার শেষ নেই, জানুন বিশদে
বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে, করোনা থেকে সেরে ওঠার পরে সংশ্লিষ্ট ব্যক্তির ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে লিভার, কিডনিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু করোনা সংক্রমণের কোনও প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষে যৌনাঙ্গের উপরে পড়ে, এমনটা সহজ স্বাভাবিক পর্যবেক্ষণের মধ্যে ধরা পড়েনি। তবে সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে। যা নতুন করে ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। আরও পড়ুন: Top 5 free software download websites | (৫টি সেরা ফ্রি কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট).
আমেরিকার বাসিন্দা এক যুবকের দাবি, করোনা সংক্রমিত হওয়ার পরে তাঁর যৌনাঙ্গ আকারে ছোট হয়ে গিয়েছে। ২০ বছরের ওই যুবকের কিছুদিন আগে কোভিড হয়েছিল। হাসপাতালে ভর্তিও ছিলেন। কিছুদিন বাদে সুস্থ হন যুবক। কিন্তু বাড়ি ফিরে আবিষ্কার করেন, তাঁর যৌনাঙ্গ সারাক্ষণ শক্ত হয়ে থাকছে, ডাক্তারি পরিভাষায় যাকে বলে ‘পেনাইল রিল্যাক্সেশন’। দেরি না করে চিকিৎসা শুরু করেন যুবক। আর তখনই দেখা যায়, যুবকের যৌনাঙ্গ আগের চেয়ে ৪ সেন্টিমিটার ছোট হয়ে গিয়েছে। চিকিৎসকেরা বলেছেন, এর কোনও চিকিৎসা নেই, অর্থাৎ তাঁর যৌনাঙ্গ আর আগের আকার-আকৃতিতে ফিরে আসবে না।
Source: zeebangla