শেক্সপিয়ারের উক্তি | উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বিখ্যাত বাণী সমূহ | William Shakespeare

উইলিয়াম শেক্সপিয়ার (William Shakespeare) । তিনি ১৫৬৪ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। তাঁকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাঁকে ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে। তাঁর যে রচনাগুলির মধ্যে রয়েছে ১৫৪টি সনেট, ৩৮টি নাটক, দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেক্সপিয়ার অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। তাঁর নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিক সময় মঞ্চস্থ হয়েছে। এই আর্টিকেলে উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বাণীগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজানো হয়েছে।

শেক্সপিয়ারের ১৫ টি বিশ্ববিখ্যাত উক্তি বা বাণী। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন

উইলিয়াম শেক্সপিয়ারের উক্তিসমূহকে ৩টি ভাগে ভাগ করে এখানে উপস্থাপন করা হয়েছে।

জীবন নিয়ে উক্তি

প্রত্যেকটি মানুষের জীবনবোধ ভিন্ন। তারপরেও কিছু মানুষের জীবনবোধ আমাদেরকে জীবনকে চিনতে শেখায়। অন্যভাবে বাঁচার অণুপ্রেরণা দেয়। জীবন নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি ও বাণীসমূহ আমাদের জীবনের পাথেয়।

“ সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো।”

“ মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে।”

“ জীবন মানে অনিশ্চিৎ ভ্রমণ।”

“পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই একেকজন অভিনেতা/ অভিনেত্রী। শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন।”

আমি অনুভব করছি তা চলে গেছে কিন্তু কখন তা আমি জানি না।”

“পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ।”

“ওহে, কেউকি আমাকে শেখাবে কী করে আমি চিন্তা করা ভুলতে পারি!”

Read More: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী 

 

আরও পড়ুন: তসলিমা নাসরিনের আত্মজীবনী | Taslima Nasrin Biography

দুঃখ নিয়ে উক্তি

দুঃখবোধ মানুষকে পরিণত করে। দুঃখবোধ থেকে সৃষ্টি নির্মম কিছু অনুভূতি। জ্ঞানী গুণী মানুষজন সহজেই সে অনুভূতিকে ধারণ করে প্রকাশ করতে পারেন। উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি এবং বাণী থেকে আমরা তেমনই কিছু অনুভূতির দেখা পাই।

প্রত্যাশাই সকল মর্মবেদনার কেন্দ্র বিন্দু।”

“আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ”

“আমার জিহ্বা আমার হৃদয়ের রাগগুলো প্রকাশের জন্যই।”

“সেসব গোপন করতে গেলে হৃদয়টি ভেঙ্গে চুরমার হয়ে যাবে।”

“যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো।”

ভালোবাসা নিয়ে বাণী

ভালোবাসা নিয়ে প্রতিটি মানুষের অভিব্যক্তি ভিন্ন। প্রেম-ভালোবাসাকে এক একজন নিয়েছেন এক একভাবে। তাঁদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও ভালোবাসা যেন একই সূত্রে গাঁথা। প্রেম ও ভালোবাসা নিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের বাণী ও বিখ্যাত উক্তি সমূহ নিচে দেয়া হলো।

“ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা।”

“সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না।”

“অনেক প্রেমদেবতা (কিউপিড) আছেন যারা তীর দিয়ে খুন করেন, আর কিছু আছেন যারা ফাঁদে ফেলে মারেন।”

“মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে।”

“আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব?

তুমি একটু বেশিই প্রেমময় ও নাতিশীতোষ্ণ।”

এই অল্প কিছু উক্তি বা বাণী দিয়ে উইলিয়াম শেক্সপিয়ারকে জানা বা বুঝা সম্ভব নয়। তাঁর গভীরতা বিশাল। তাঁর বিশালতায় ডুবতে হলে তাঁর গভীরে যেতে হবে। তাঁকে পড়তে হবে।

শেক্সপিয়ারের ১৫ টি বিশ্ববিখ্যাত উক্তি বা বাণী। জীবনে একবার হলেও পড়া প্রয়োজন

১। মহত্ত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা।
~ শেক্সপিয়ার।

২। সাফল্যের ৩টি শর্তঃ – অন্যের থেকে বেশী জানুন! – অন্যের থেকে বেশী কাজ করুন! – অন্যের থেকে কম আশা করুন।
~ শেক্সপিয়ার।

৩। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।
~ শেক্সপিয়ার।

৪। আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতোটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততোটা সুখী হতে পারি না।
~ শেক্সপিয়ার।

৫। তোমার বন্ধু যখন বিপদে থাকবে , তখন সে না ডাকলেও তাকে সাহায্য কর। কিন্তু, যখন সে খুশিতে থাকবে , তখন সে না ডাকলে যেওনা।
~ শেক্সপিয়ার।

৬। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।
~ শেক্সপিয়ার।

৭। জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ।
~ শেক্সপিয়ার।

৮। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে।
~ শেক্সপিয়ার।

৯। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে।
~ শেক্সপিয়ার।

১০। মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে।
~ শেক্সপিয়ার।

১১। সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো।
~ শেক্সপিয়ার।

১২। সচেতনতা আমাদের সবাইকে কাপুরুষ বানিয়ে দিয়েছে।
~ শেক্সপিয়ার।

১৩। সততার নিকট দুর্নীতি কোনোদিনই জয়ী হতে পারে না।
~ শেক্সপিয়ার।

১৪। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
~ শেক্সপিয়ার।

১৫। প্রত্যাশাই সকল মর্মবেদনার কেন্দ্র বিন্দু।
~ শেক্সপিয়ার।

উক্ত আর্টিকেলের উক্তি ও বাণীসমূগ বিভিন্ন ব্লগ, উইকিপিডিয়া এবং শেক্সপিয়র রচিত গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।

Read More: হ্যাল এলরড 10টি বানী হ্যাল এলরড 10টি বানী

আরও পড়ুন: Stephen Hawking Biography

 

william shakespeare Biography, Famous Quotes উক্তি সমূহ লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো 

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব  ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

তথ্যসূত্র: Wikipedia, Online

ছবিঃ ইন্টারনেট

Leave a Reply