Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ হয়ে যে নতুন যে

পদ্মা সেতু হয়ে কোন রুটে বাসভাড়া কত ,যে সকল অপারেটর সার্ভিস প্রোভাইড করবে তাদের একটি তালিকা তুলে ধরা হলো।

আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আগামী ২৫ জুন দক্ষিণবঙ্গের কোটি মানুষের আবেগ পদ্মা সেতুর উদ্বোধন হতে চলেছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যেই নতুন এবং পুরাতন বেশকিছু অপারেটর তাদের রুট ঘোষণা করেছে। পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ হয়ে যে নতুন যে সকল অপারেটর সার্ভিস প্রোভাইড করবে তাদের একটি তালিকা তুলে ধরা হলো।

দুয়ার খুলছে স্বপ্নের পদ্মা সেতুর। শনিবার (২৫ জুন) উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর রোববার (২৬ জুন) ভোর থেকে এই সেতু দিয়ে চলাচল করবে যানবাহন। টোল নির্ধারিত হয়েছে আগেই। পরে যাত্রীবাহী বাসসহ যানবাহনগুলোর ভাড়া নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ঢাকার সায়েদাবাদ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের ১২ রুটের বাসভাড়ার পাশাপাশি চট্টগ্রাম-খুলনা, কক্সবাজার-বরিশাল ও চট্টগ্রাম-বরগুনা রুটের নতুন ভাড়াও ঠিক করে দিয়েছে বিআরটিএ।

দুয়ার-খুলছে-স্বপ্নের-পদ্মা

জানা যায়, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল কার্যকরের প্রজ্ঞাপন এখনো হয়নি। সেজন্য বিআরটিএ ওই টোল বাদ দিয়ে ভাড়া নির্ধারণ করেছে। বাসে ৪০ আসন ধরে ভাড়ার তালিকা করা হয়েছে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জন্য এই ভাড়ার তালিকা কার্যকর হবে না।

ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। বিআরটিএর তালিকা অনুসারে, সায়েদাবাদ থেকে বরিশালে যেতে ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া হবে ৪২১ টাকা। সায়েদাবাদ থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জের দূরত্ব ১৪৫ কিলোমিটার। এ রুটে ভাড়া ধরা হয়েছে ৩৯২ টাকা।

সায়েদাবাদ থেকে মাওয়া হয়ে খুলনার দূরত্ব ২০৭ কিলোমিটার। এ রুটে ভাড়া ধরা হয়েছে ৫৩৭ টাকা। সায়েদাবাদ থেকে ৭৩ কিলোমিটার দূরত্বের জন্য শরীয়তপুর রুটে ভাড়া দিতে হবে ২২৬ টাকা।

এছাড়া ঢাকা-পিরোজপুর ৫৩২ টাকা, ঢাকা-পটুয়াখালী ৫১৯ টাকা, ঢাকা-মাদারীপুর ৩১৩ টাকা, ঢাকা-সাতক্ষীরা ৬৫৪ টাকা, ঢাকা-ফরিদপুর ২৯২, ঢাকা থেকে বাবুবাজার সেতু হয়ে শরীয়তপুর ২২৬ এবং ঢাকা-কুয়াকাটা রুটে ৭০১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

পদ্মা সেতু চালু হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম থেকেও এখন ঢাকা হয়ে বাস যাবে দক্ষিণাঞ্চলে। কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ৫৫৪ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে এক হাজার ৩৪৯ টাকা। চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে খুলনার দূরত্ব ৪৬৯ কিলোমিটার, ভাড়া এক হাজার ১৪৯ টাকা। চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে বরগুনার দূরত্ব ৪৯৫ কিলোমিটার, ভাড়া ধরা হয়েছে এক হাজার ২২৩ টাকা।

আগে ঢাকাসহ দেশের মধ্য-পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পদ্মা সেতু হয়ে যাতায়াতের মাধ্যম ছিল মাওয়া ঘাটের ফেরি। ঈদসহ বিভিন্ন সময়ে এই ফেরিঘাটে সেজন্য থাকতো যানবাহনের লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা ভুগতে হতো নারী, শিশু, রোগীসহ যাত্রীদের। কিন্তু পদ্মা সেতুর কল্যাণে এখন সেই ভোগান্তি আর থাকবে না বলে আশা করছেন এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের মানুষ।

 

মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, আপাতত ২৩ রুটে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে চাহিদার পরিপ্রেক্ষিতে এর সংখ্যা বাড়ানো যেতে পারে।

এখন ঢাকা–খুলনা রুটে ১৬টি এবং ঢাকা–যশোর রুটে ২টি, বিআরটিসির মোট ১৮টি বাস চলাচল করে। এসব পুরোনো রুটের সঙ্গে এখন নতুন রুট যুক্ত হচ্ছে।

২৬ জুন থেকে যেসব রুটে বাস বাস চলবে, সেগুলো এসি বাস হবে। পরে অবশ্য নন–এসি বাস চালুর ভাবনা আছে বিআরটিসির।

বিআরটিসির জেনারেল ম্যানেজার মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকার বিভিন্ন ডিপো থেকে ২৩টি রুটে বাসগুলো পরিচালনা করা হবে। এসব রুটে ২০১৯ সালে ভারত থেকে আনা আশোক লেল্যান্ড বাসগুলো চলাচল করবে।

দুয়ার-খুলছে-স্বপ্নের-পদ্মা

যেসব রুটে বিআরটিসির বাস চলবে, সেগুলো হলো:

  • ঢাকা (গুলিস্তান) থেকে গোপালগঞ্জ, ফকিরহাট হয়ে খুলনা
  • ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, গোলাপগঞ্জ, খুলনা, যশোর হয়ে বেনাপোল
  • ঢাকা (গুলিস্তান) ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা
  • ঢাকা (গুলিস্তান) থেকে টেকেরহাট, মোস্তফাপুর, গৌরনদী হয়ে বরিশাল
  • ঢাকা (গুলিস্তান) থেকে জাজিরা ভাঙ্গা হয়ে শরীয়তপুর
  • ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, নড়াইল হয়ে যশোর
  • ঢাকা (মিরপুর-১২) থেকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে গৌরনদী
  • ঢাকা (আবদুল্লাহপুর) থেকে শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে মাদারীপুর
  • ঢাকা (আবদুল্লাহপুর) থেকে ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, আগৈলঝরা হয়ে পয়সারহাট
  • নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, শিবচর, মাদারীপুর হয়ে চরমুগুরিয়া
  • নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, মুকসুদপুর হয়ে কাশিয়ানি

  • ঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর
  • ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা
  • ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, কাটাখালি, ফকিরহাট হয়ে খুলনা
  • ঢাকা থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনাঘাট, লোহাগড়া, নড়াইল হয়ে যশোর
  • ঢাকা ভাঙ্গা, মুকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর হয়ে পিরোজপুর
  • ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, ডামুড্যা বাইপাস হয়ে গোসাইরহাট
  • ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, প্রেমতলী হয়ে মোল্লারহাট
  • ঢাকা (গুলিস্তান) থেকে যাত্রাবাড়ী, ভাঙ্গা হয়ে বরিশাল
  • কুয়াকাটা থেকে পটুয়াখালী, বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
  • বাউফল থেকে বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
  • ভান্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী
  • ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা

পদ্মা সেতু উদ্বোধনের দিন ৩ সেতুর টোল না নেওয়ার প্রস্তাব

⬛ ঈগল পরিবহন
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – চুকনগর – সাতক্ষীরা – শ্যামনগর
🔹 ঢাকা – ভাটিয়াপাড়া – নড়াইল – কালিয়া
🔸 ঢাকা – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর
🔹 ঢাকা – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর – বেনাপোল – কলকাতা
🔸 চট্টগ্রাম – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর
🔹 চট্টগ্রাম – গোপালগঞ্জ – খুলনা
🔸 চট্টগ্রাম – গোপালগঞ্জ – খুলনা – চুকনগর – সাতক্ষীরা – শ্যামনগর
🔹 খাগড়াছড়ি – গোপালগঞ্জ – খুলনা – সাতক্ষীরা
⬛ সেবা গ্রীণ লাইন
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔹 ঢাকা – গোপালগঞ্জ – টুংগীপাড়া – পিরোজপুর
⬛ গ্রীণ লাইন
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – সাতক্ষীরা
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – যশোর – বেনাপোল – কলকাতা
⬛ সোহাগ পরিবহন
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – বেনাপোল
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – চুকনগর – সাতক্ষীরা
⬛ হানিফ এন্টারপ্রাইজ
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – যশোর
🔸 ঢাকা – ভাটিয়াপাড়া – নড়াইল
🔹 চট্টগ্রাম – গোপালগঞ্জ – খুলনা
⬛ এনা ট্রান্সপোর্ট
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
⬛ লন্ডন এক্সপ্রেস
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
⬛ হামদার্ন এক্সপ্রেস
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – চুকনগর – সাতক্ষীরা – শ্যামনগর
🔸 ঢাকা (আব্দুল্লাহপুর) – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর – বেনাপোল – কলকাতা
🔹 নারায়ণগঞ্জ – যাত্রাবাড়ি – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর – বেনাপোল – কলকাতা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – ফকিরহাট – মোংলা
⬛ ওয়েলকাম এক্সপ্রেস
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – পাটগাতী – পিরোজপুর
⬛ কোটালীপাড়া স্টার লাইন
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – কোটালীপাড়া
🔹 ঢাকা – গোপালগঞ্জ – টুংগীপাড়া – পিরোজপুর
🔸 ঢাকা – গোপালগঞ্জ – ফকিরহাট – মোংলা
⬛ কমফোর্ট লাইন
🔹 ঢাকা – গোপালগঞ্জ – মোংলা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – বাগেরহাট – মোড়লগঞ্জ – রায়েন্দা
🔹 ঢাকা – গোপালগঞ্জ – টুংগীপাড়া – পিরোজপুর
🔸 ঢাকা – গোপালগঞ্জ – কোটালীপাড়া
🔹 ঢাকা – পোপালগঞ্জ – চাপাইল – নড়াগাতি – কালিয়া
🔸 ঢাকা – গোপালগঞ্জ – পাটগাতী – চিতলমারী – দেপাড়া
⬛ গোল্ডেন লাইন
🔸 ঢাকা (কেরানিগঞ্জ) – গোপালগঞ্জ – টুংগীপাড়া – নাজিরপুর
🔹 ঢাকা (কেরানিগঞ্জ) – গোপালগঞ্জ – ফকিরহাট – বাগেরহাট – রায়েন্দা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – বেনাপোল – কলকাতা ( সম্ভাব্য)
⬛ দেশ ট্রাভেলস
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – যশোর – বেনাপোল
⬛ দিগন্ত পরিবহন
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔹 ঢাকা – গোপালগঞ্জ – মোংলা
🔸 ঢাকা – গোপালগঞ্জ – টুংগীপাড়া – পিরোজপুর
🔹 ঢাকা – গোপালগঞ্জ – কোটালীপাড়া
🔸 ঢাকা – ভাটিয়াপাড়া – নড়াইল – কালিয়া
⬛ সাকুরা পরিবহন
🔹 ঢাকা – গোপালগঞ্জ – বাগেরহাট – পিরোজপুর
⬛ সেন্টমার্টিন হুন্দাই
🔸 ঢাকা (আরামবাগ) – গোপালগঞ্জ – খুলনা
⬛ একে ট্রাভেলস
🔹 ঢাকা – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – চুকনগর – সাতক্ষীরা
⬛ সাতক্ষীরা লাইন
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – চুকনগর – সাতক্ষীরা
⬛ বিআরটিসি
🔹 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – যশোর -বেনাপোল
🔸 ঢাকা – গোপালগঞ্জ – খুলনা – চুকনগর – সাতক্ষীরা
🔹 ঢাকা – গোপালগঞ্জ – টুংগীপাড়া – পিরোজপুর
🔸 ঢাকা – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর
🔹 নরসিংদী – গুলিস্তান – মুকসুদপুর – কাশিয়ানী
⬛ বেপারী পরিবহন
🔹 সায়দাবাদ – ভাটিয়াপাড়া – নড়াইল – যশোর – বেনাপোল
⬛ ইলিশ
🔸 যাত্রাবাড়ি – গোপালগঞ্জ – খুলনা
⬛ প্রচেষ্টা
🔹 আব্দুল্লাহপুর – গুলিস্তান – গোপালগঞ্জ – খুলনা
⬛ বসুমতি পরিবহন
🔸 গাবতলী – গুলিস্তান – গোপালগঞ্জ
💠 এছাড়াও আরো অনেক নবীন অপারেটর এর আগমন ঘটতে পারে আর বিদ্যমান ঢাকা-মাওয়া রুটে চলাচল কৃত অপারেটরদের বাদ দেয়া হয়েছে।
SOURCE: ONLINE NEWS

Leave a Reply