টাইম অফ বিডি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি বারকাতুহু । প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই ? আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম দাদাগিরি ধাঁধা, দাদাগিরির প্রশ্ন ও উত্তর, এ বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি ২০২১ । আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
দাদাগিরি হচ্ছে একটি আন্তর্জাতিক অনুষ্ঠান। যেটি জি বাংলা চ্যানেলে প্রত্যেক রবিবারে অনুষ্ঠিত হয়। দাদাগিরি অনুষ্ঠানটি সকলেই খুবই পছন্দ করে। দাদাগিরি অনুষ্ঠানটি সকলে খুবই উৎসাহ এর সাথে দেখে। দাদাগিরিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় । বিভিন্ন ধরনের ধাঁধা ধরা হয় আর সেগুলো সবারই খুবই ভালো লাগে। দাদাগিরি ধাঁধা 2021 সম্পর্কে আজ আমরা কথা বলবো। আজ আমরা আমাদের এই পোস্টে এ বছরের সেরা দাদাগিরির প্রশ্ন ও উত্তর জানাবো। দাদাগিরির সকল ধাঁধা-প্রশ্ন-ও-উত্তর আপনাদের মাঝে দিয়ে দেব আপনারা যারা দাদাগিরি পছন্দ করেন তাদের জন্য এই পোস্টটি আজকে খুবই আনন্দের একটি পোস্ট কারণ এইখানে দাদাগিরির অনেক অনেক প্রশ্ন ধাঁধা এবং সেগুলোর আমরা দিয়ে দেবো আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে। নিচেই দাদাগিরির প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
দাদাগিরি প্রশ্ন ও উত্তর
♦♦ দাদাগিরি পর্ব-১
(১) এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছায় খাই।
উত্তরঃ ঝাঁটা।
(২) সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?
উত্তরঃ গুই-সাপ।
(৩) জনম গেল দুখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।
উত্তরঃ হুঁকো।
(৪) কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।
উত্তরঃ মাটির হাড়ি।
(৫) আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।
উত্তরঃ মামা।
(৬) দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে।
উত্তরঃ সন্দেশ।
(৭) কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।
উত্তরঃ লবণ।
(৮) চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।
উত্তরঃ পালকি।
(৯) যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।
উত্তরঃ বাদুর।
(১০) ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।
উত্তরঃ সূর্য।
(১১) হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তরঃ লজ্জাবতী লতা।
(১২) সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।
উত্তরঃ মেঘ।
(১৩) এই দেখি এই নাই তার আগে আগুন নাই।
উত্তরঃ বিদ্যুৎ।
(১৪) চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
উত্তরঃ পেঁয়াজ।
(১৫) তি অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।
উত্তরঃ তামাক।
(১৬) তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।
উত্তরঃ কাঁঠাল।
(১৭) তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
উত্তরঃ কমলা।
(১৮) কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।
উত্তরঃ কলা।
(১৯) উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।
উত্তরঃ পেস্তাগাছ।
(২০) জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।
উত্তরঃ লবণ।
(২১) বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।
উত্তরঃ আনারস।
(২২) ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।
উত্তরঃ মশারি।
গুগলি প্রশ্নঃ
১। ৮+৮=১, কখন হয়?
২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?
৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?
৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন … কেন?
৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?
৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?
৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?
৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?
৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?
১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?
১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে “এক জন”-কে ১২জন করবেন?
১২। কোন পাখি উড়তে পারেনা?
১৩। মাথার উপরে “ছাদ” থাকে; ছাদের মাথায় কি থাকে?
১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, “The number you dialed doesn’t exist”। কীভাবে সম্ভব?
১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে
১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?
১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?
১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?
১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?
২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?
এইবার যেগুলো দেবো সেগুলো আরেকটি প্রোগ্রাম থেকে নেওয়া। নিছক আনন্দের জন্যেই তৈরী করা হয়েছিল… 🙂
২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?
২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?
২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?
২৪। কি এমন যা লাল এবং টং টং করে? – টমেটো (…”টং টং” কনফিউজ করার জন্যে…)
কি এমন যা লাল এবং টং টং করে? – ঘন্টা (…”লাল” কনফিউজ করার জন্যে…)
কি এমন যা লাল এবং টং টং করে? – বই (…”লাল এবং টং টং” দুটোই কনফিউজ করা জন্যে…)
এবার প্রশ্নটা করছি:::
কি এমন যা লাল এবং টং টং করে?
উত্তর মিলিয়ে নিনঃ
১। ৮+৮=১, কখন হয়?
উ: ১৬আনায় এক টাকা হলে।
২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?
উ: তার বাবা বাবা হয়েছেন সুরঞ্জিতের জন্মের পর। তাই বাবা’র বয়সও তেরো বছর।
৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?
উ: আপনাকে কাটা চামচ দেওয়া হয়েছিল।
৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন … কেন?
উ: সেটা ছিল ডায়াবেটিস বিস্কিট এবং উপরে লেখা ছিল “Suger FREE”
৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?
উ: লিফটে গিয়ে 0 প্রেস করবেন। লিফটের 0 বাটন দ্বারা গ্রাউন্ড ফ্লোরকে বোঝাবে …
৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?
উ: কারণ, জিরাফের মাথা এবং ঘাড়ের দূরত্ব বেশি।
৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?
উ: সে জল জ্বাল দিচ্ছিল …
৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?
উ: সিটবেল্ট পড়েনি। পেন্টের বেল্ট পড়েছিল …
৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?
উ: সামনে-পিছনে
১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?
উ: মোবাইল ক্রেডিট
১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে “এক জন”-কে ১২জন করবেন?
উ: এক “ড”জন
১২। কোন পাখি উড়তে পারেনা?
উ: বাচ্চা পাখি
১৩। মাথার উপরে “ছাদ” থাকে; ছাদের মাথায় কি থাকে?
উ: মাত্রা থাকে
১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, “The number you dialed doesn’t exist”। কীভাবে সম্ভব?
উ: মোবাইলের মডেল নাম্বার
১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে
উ: চোখের পাতা
১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?
উ: নোটের উপরের ছবি
১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?
উ: কাপড়ের তৈরী দোকান
১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?
উ: ১৫মিনিটে।
১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?
উ: যখন আম্পায়ার আউট দেয়
২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?
উ: মাঝখান থেকে কেটে X করে কাটবো।
২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?
উ: পাউরুটি দেওয়া হয়েছে। মাখনতো দেওয়া হয়নি
২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?
উ: কেউই ঘাড়ে উঠলে আর নামতে চায়না
২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?
উ: প্রথমে একটাকে তুলবো, পরে আরেকটাকে
২৪। কি এমন যা লাল এবং টং টং করে? – টমেটো (…”টং টং” কনফিউজ করার জন্যে…)
কি এমন যা লাল এবং টং টং করে? – ঘন্টা (…”লাল” কনফিউজ করার জন্যে…)
কি এমন যা লাল এবং টং টং করে? – বই (…”লাল এবং টং টং” দুটোই কনফিউজ করা জন্যে…)
এবার প্রশ্নটা করছি:::
কি এমন যা লাল এবং টং টং করে?
উ: ফায়ার ব্রিগেডের গাড়ির লাল বাত্তি। (এইবার কোন কনফিউজ করিনি।
Tag: dadagiri question and answer, dadagiri Dhadha, এ বছরের সেরা দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি প্রশ্ন ও উত্তর, দাদাগিরি ধাঁধা, দাদাগিরির প্রশ্ন, দাদাগিরি ২০২১,
ধাঁধা প্রশ্ন ও উত্তর সহ গুগলি, ধাঁধা প্রশ্ন ও উত্তর ধাঁধা প্রশ্ন ও উত্তর, photo দাদাগিরি ধাঁধা প্রশ্ন ও উত্তর, অংকের ধাঁধা প্রশ্ন ও উত্তর, মজার কুইজ প্রশ্ন, প্রেমের ধাঁধা ও উত্তর হাসির গুগলি, In order to show you the most relevant results, we have omitted some entries v,Gugli dhadha, বছরে আসে মাসে যায় দিনে শুকায় রাতে খায় গুগলি, রাউন্ড সাজালে সাজে বাজালে বাজে কিছু, মজার প্রশ্ন ধাঁধার প্রশ্ন উত্তর জিনিসটা, তোমার কিন্তু তুমি ব্যবহার করো না, অন্যরা ব্যবহার করে উত্তর দাদাগিরি ২০১৯, সিজন ৮ গুগলি ,In order to show you the most relevant results, we have omitted some entries very simila