ম্যাডি ব্রুকস নামের আমেরিকার এক টিকটক তারকা জানিয়েছেন, তিনি নিজের মা ও বোনের সঙ্গে ভাগ করে নেন স্বামীকে। যখন তাঁর স্বামীর কাছে যেতে ইচ্ছে করে না, তখন অন্যরা সেই চাহিদা মিটিয়ে দেন, দাবি তাঁর।
ছোটবেলায় জামা-কাপড় কিংবা ইস্কুলের টিফিন ভাগ করে নিতে সন্তানকে শিক্ষা দেন অনেক অভিভাবকই। কিন্তু তাই বলে স্বামীকে ভাগ করে নেওয়া? তা-ও আবার নিজের মা ও বোনের সঙ্গে! এমনই কাণ্ড ঘটিয়েছেন আমেরিকার এক টিকটক তারকা। ম্যাডি ব্রুকস নামের ওই তারকা নিজের একটি টিকটক ভিডিয়োতে এ কথা জানিয়েছেন।
ভাগ করে নেন শয্যাও,মা ও মেয়ের একজনই স্বামী! তাও আবার বাংলাদেশে
সম্প্রতি একটি ভিডিয়োতে ম্যাডিকে বলতে শোনা যায়, “আমি কী ভাবে আমার স্বামীকে সুখী রাখি জানেন? আমার মায়ের সঙ্গে যখন স্বামী ঘনিষ্ঠ হন, তখন আমি কোনও রকম বাধা দিই না।” টিকটক তারকার এ হেন স্বীকারোক্তিতে চমকে ওঠেন অনেক নেটাগরিকই। কিন্তু এখানেই শেষ নয়। অপর একটি ভিডিয়োতে তিনি আরও জানান, শুধু তাঁর মা-ই নন। মাঝেমধ্যেই স্বামীর শয্যাসঙ্গী হন তাঁর ছোট বোনও।