ঢাকা জজ কোর্টের আইনজীবী না হয়েও নিজেকে আইনজীবী পরিচয় দেয়া কয়েকজন ব্যক্তি।
সরকারি প্রত্যেকটা সেক্টরে এরকম ডাউট আছে
ডাক্তার বলেন আইনজীবী বলেন শিক্ষা পতিষ্টান বলেন কোথাও টাউট ছাড়া পাবেন না আসল থাকলে এক বাংলাদেশের খেটে খাওয়া এক কৃষক ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি বাংলার জন্য অটজিনাল
যারা এল এল বি পাশ করেন তাদেরকে ল ইয়ার বলে। যারা লাইসেন্স পায় তাদেরকে অ্যাডভোকেট বলে।
একজন মানুষ ডাবল গ্র্যাজুয়েশন করলে তবেই কোর্টে জুনিয়র হিসেবে কোন সিনিয়রের অধীনে কাজ করতে পারেন।
(আর লাইসেন্স পাওয়াটা অনেক জটিল ব্যাপার)
এখানে যারা আছে তারা সবাই ল ইয়ার।
লাইসেন্সের জটিলতা সহজ করা উচিত।