*ঢাকা ১৩ আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদ উদ্যান বাড়ির মালিক কল্যাণ সমিতির উদ্যোগে নির্বাচনী মত-বিনিময়।*

*এম জেড মাসুদ:

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ভাইকে ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজ দুপুরে জুম্মার নামাজের পর

চাঁদ উদ্যান বাড়ির মালিক কল্যাণ সমিতির সভাপতি ও চাঁদ উদ্যান হাউজিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আলম হোসেন নেতৃত্বে চাঁদ উদ্যান বাড়ির মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে চাঁদ উদ্যান বাড়ির মালিক কল্যাণ সমিতির অফিসে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রহমান, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম পলাশ, চাঁদ উদ্যান বাড়ির মালিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মোল্লা (রানা), যুগ্ম-সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাংবাদিক ও প্রকৌশলী মোঃ মাসুম জাহিদ মাসুদ, ৩৩ নং

ওয়ার্ড আওতাধীন ইউনিট যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া সহ অত্র হাউজিংয়ের মালিক সমিতির নেতৃবৃন্দরা। উক্ত সভায় আগামী দ্বাদশ নির্বাচন পরবর্তীকালীন সংসদ সদস্যর ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যে বাড়িওয়ালাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আলোচনা হয়। উক্ত মত-বিনিময় সভায় অত্র এলাকার উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে দল-মত, সকল ধর্ম-জাতি নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়। আগামী ২রা জানুঃ

জাহাঙ্গীর কবির নানক সাহেবের চাঁদ উদ্যান বাসীদের সাথে মত বিনিময় সভায় আগমন উপলক্ষে উক্ত আলোচনা সভা শেষে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন সকল নেতৃবৃন্দ।

Leave a Reply