বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালা ২০২১ এর “ধারা ১১.১০ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/কর্মচারীগন তাঁদের এম.পি.ও ভুক্তির তারিখ হতে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন। পরবর্তী ৬ বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন। ” বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সহকারী প্রধান শিক্ষক / সহ- সুপার এবং প্রধান শিক্ষক / সুপার যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হয়ে সমস্ত প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করে পুনরায় এম.পি.ও হয়ে থাকেন। এক্ষেত্রে পূর্ববর্তী/ নিজ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে হয়।
অর্থাৎ সম্পূর্ণ নতুন একটি চাকরিতে যোগদান করতে হয়। ভাগ্য খারাপ হলে বিভিন্ন জটিলতায় এম. পি. ও ভুক্তি থেকে বঞ্চিত হয়।একজন সহকারি শিক্ষক প্রমোশন নিয়ে সহকারি প্রধান শিক্ষক / সহ- সুপার ও প্রধান শিক্ষক/ সুপার হওয়ার সুযোগ নেই। একজন সহকারি শিক্ষক ১০ ম গ্রেডে চাকরিতে প্রবেশ করলে ১০ বছর ও পরবর্তী ৬ বছরে দুটো উচ্চতর গ্রেড পেলে ; তাঁর বেতন স্কেল দাঁড়াবে ৮ ম গ্রেডে। সহকারি প্রধান শিক্ষকের বর্তমান বেতন গ্রেড ৮ ।
তাহলে একজন সহকারি শিক্ষক কোন দুঃখে ঝুঁকি নিয়ে পুনরায় নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হয়ে একই গ্রেডে সহকারি প্রধান শিক্ষক/ সহ- সুপার হতে যাবেন? পক্ষান্তরে প্রধান শিক্ষক/ সুপার হতে হলে কমপক্ষে ৩ বছরের সহকারি প্রধান শিক্ষক/ সহ-সুপারের অভিজ্ঞতা বাধ্যতামুলক। যার ফলে প্রধান শিক্ষক পদের জন্য যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রধান শিক্ষক পাওয়া যাবে না । পরিপ্রেক্ষিতে শিক্ষা ক্ষেত্রে একটি শূন্যতার সৃষ্টি হবে। এই শূন্যতা পূরনের জন্য আমাদের ন্যায্য দাবি সহকারি প্রধান শিক্ষক / সহ- সুপার ও প্রধান শিক্ষক / সুপারদের উচ্চতর গ্রেড চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি ।
বড়ই পরিতাপের বিষয় হলো ; শিক্ষা প্রশাসনে সরকারি কলেজের শিক্ষক প্রেষনে নিযুক্ত হন। যার কারণে ওনারা অনেক বিষয় ভালোভাবে উপলব্ধি করতে পারেন না। আমাদের আরও একটি দাবি হলো ; শিক্ষা প্রশাসনে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে প্রেষনে শিক্ষক নিয়োগ দিলে অনেক সমস্যার সহজ সমাধান হবে ।

মিজানুর রহমান
সভাপতি বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ
চট্টগ্রাম জেলা কমিটি।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।