সক্রেটিসের দর্শন ও তাঁর বিখ্যাত বাণী ও উক্তি সমূহ । Socrates Quotes সক্রেটিস এর ৩০টি বিখ্যাত বাণী ও দার্শনিক উক্তি

এমন কিছু মনীষী আছেন , যাদের দেখানো পথ ও উচ্চারিত বাণী মানুষের জীবনধারাকে সুদীর্ঘকাল ধরে প্রভাবিত করে আসছে । প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস ছিলেন তাদের মধ্যে অন্যতম । খ্রিস্টপূর্ব ৪৭০ সালে প্রাচীন গ্রিসে তাঁর জন্ম হয় এবং খ্রিস্টপূর্ব ৩৯৯ সালে তিনি পরলোক গমণ করেন । তাঁর প্রিয় শিষ্য প্লেটো , সৈনিক জেনোফন প্রমুখদের লিখিত বিভিন্ন উপাদান থেকে তাঁর সম্পর্কে জানা যায় । সক্রেটিস ছিলেন পাশ্চাত্য দর্শনের অন্যতম প্রধান প্রবক্তা। দীর্ঘকাল ধরে সক্রেটিসের তত্ব দর্শন, ভাবনা চিন্তা শিক্ষা আদর্শ মানব সভ্যতাকে পথ দেখাচ্ছে । শাসকের বিষ নজরে অন্যায় বিচারে তাকে হেমলক বিষ পান করিয়ে হত্যা করা হয়। বিশ্ব বিখ্যাত প্রাচীন দার্শনিক সক্রেটিসের বিভিন্ন উক্তি ও বাণী গ্রন্থিবদ্ধ করে একত্র তুলে ধরা হল ।এসো তাহলে সক্রেটিসের বিখ্যাত বাণী ও মূল্যবান উক্তিগুলি দেখে নিই।

সক্রেটিসের বিখ্যাত বাণী ও উক্তিসমূহ:

সক্রেটিসের জ্ঞানমূলক বিখ্যাত উক্তি:

১.“পৃথিবীতে শুধুমাত্র একটি-ই ভাল আছে, জ্ঞান। আর একটি-ই খারাপ আছে, অজ্ঞতা।”- সক্রেটিস

২.“সত্যিকারের জ্ঞান আমাদের সবার কাছেই আসে, যখন আমরা বুঝতে পারি যে আমরা আমাদের জীবন, আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশে যা কিছু আছে তার সম্পর্কে কত কম জানি।

৩.“নিজেকে জানো।

৪.”পোষাক হলো বাইরের আবরণ , মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান।

৫.”বিস্ময় হল জ্ঞানের শুরু।

৬.”জ্ঞানী শিক্ষকের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে জ্ঞানটা তার মধহ্যেই ছিল।

৭.”আমি কাউকে কিছু শিক্ষা দিতে পারব না, আমি শুধু তাদের চিন্তা করাতে পারব।

৮.”প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে, অন্য কিছু জানার মধ্যে নয়।

৯.”অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেক অন্যায়।

১০.” তুমি কিছুই জান না এটা জানা-ই জ্ঞানের আসল মানে।

বন্ধু ও বন্ধুত্ব নিয়ে সক্রেটিসের বাণী:-

১১.“বন্ধুত্ব কর ধীরে ধীরে, কিন্তু যখন বন্ধুত্ব হবে এটা দৃঢ় কর এবং স্থায়ী কর।

১২.“বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।”- সক্রেটিস

নারী সম্পর্কে সক্রেটিসের বিখ্যাত বাণী:-

১৩. “নারী জগতে বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। সে দাফালি বৃক্ষের ন্যায় যাহা বাহ্যত খুব সুন্দর দেখায়। কিন্তু চড়ুই পাখি ইহা ভক্ষণ করিলে ইহাদের মৃত্যু অনিবার্য।

১৪.”যাই হোক বিয়ে কর। তোমার স্ত্রী ভাল হলে তুমি হবে সুখী, আর খারাপ হলে হবে দার্শনিক।

শিক্ষা নিয়ে সক্রেটিসের বিখ্যাত উক্তি:-

১৫.“টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল।”-সক্রেটিস

১৬.”শিক্ষা হ’ল শিখার আগুন জ্বলানো, কোনও পাত্র ভর্তি নয়।

জীবন ও মৃত্যু নিয়ে সক্রেটিসের বিখ্যাত বাণী : –

১৭.“অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর।”- সক্রেটিস

১৮.“মৃত্যুই হল মানুষের জীবনে সর্বাপেক্ষা বড় আশীর্বাদ।

১৯.”মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। ”

সততা নিয়ে সক্রেটিসের উক্তি : –

 

২০.”একজন সৎ ব্যক্তি সবসময় একজন শিশুর মতন হয়।“- সক্রেটিস

২১.“সত্যপ্রীতি বিজ্ঞতার লক্ষন।”- সক্রেটিস

২২.“যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘুরে বেড়ায়, সে সত্যিই করুণার পাত্র।

সক্রেটিসের অনুপ্রেরণামূলক কিছু উক্তি :-

২৩.”সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে।”- সক্রেটিস

২৪.“নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এই জন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজেই বুঝতে পার।

২৫.“সুখ্যাতি অর্জনের উপায় হল তুমি কি হিসেবে আবির্ভূত হতে চাও তার উপক্রম হওয়া।”- সক্রেটিস

২৬.“শক্ত মন আলোচনা করে ধারনা নিয়ে, গড়পড়তা মন আলোচনা করে ঘটনা নিয়ে, দুর্বল মন আলোচনা করে মানুষ নিয়ে।

২৭.“কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও।

২৮.”নিজেকে খুঁজে পেতে, নিজের জন্য চিন্তা করুন।

২৯.“ব্যস্ত জীবনের অনুর্বরতা সম্পর্কে সতর্ক থাকুন।

৩০.“ যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মত, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়ষার জালের মত! ”

৩১.“আমাদের প্রার্থনা হওয়া উচিত সাধারণের ভালোর জন্য। শুধু ঈশ্বরই জানেন কিসে আমাদের ভাল।

৩২.”মিথ্যা কথাগুলি কেবল নিজের মধ্যেই মন্দ নয়, তারা আত্মাকে মন্দ দ্বারা সংক্রামিত করে।

৩৩.”জীবন নয়, বরং ভাল জীবনই মূলত মূল্যবান হয়।

৩৪.”গভীর আকাঙ্ক্ষা থেকে প্রায়শই মারাত্মক ঘৃণা আসে।

৩৫.”একটি ভাল খ্যাতি অর্জনের উপায় হ’ল আপনি যা দেখতে চান তা হওয়ার চেষ্টা করা।

৩৬.”শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয়সংকোচন ও দুরদর্শিতার প্রয়োজন।

৩৭.“ যৌবনকালে অর্ধেক খাও, আর অর্ধেক সঞ্চয় কর। যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন। ”

৩৮.সক্রেটিসের একটি বিশ্বাস ছিল এমন যে, কেউই সত্য জেনে ভুল করে না। মানুষের কাছে যা ভাল মনে হয়, তাই সে করে। সমাজ জানে চুরি করা মন্দ কাজ, কিন্তু একজন চোরের নিকট চুরি করাটা তার জীবন কিছুটা সহজ করার রাস্তা। তাই চোরের ধারণা চুরি করা ভাল কাজ এবং সে তা করে।

৩৯. সক্রেটিসের দর্শনের আরেকটি দিক ছিল এমন যে অন্যায় করার চেয়ে অন্যায় সহ্য করা শ্রেয়।

৪০. সক্রেটিস তার প্যারাডক্সিকাল বাচনভঙ্গির জন্য বিখ্যাত। উদাহরণস্বরূপ- এক লোক তাকে জিজ্ঞেস করলো, “আপনি কি সক্রেটিস?” সক্রেটিস তখন বললেন, “প্রমাণ করুন যে আমি সক্রেটিস নই!” প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দিতে তিনি পারদর্শী ছিলেন। অনেক বিজ্ঞ ব্যক্তিও তার কথার সামনে বোকা বনে যেত।

Read More: চাণক্য নীতি কি মেয়েদের ক্রীতদাসী হিসেবে দেখেছিল? Chanakya Biography, চাণক্য নীতি বাংলায় মহাপন্ডিত চাণক্যের জীবনী

সক্রেটিসের কিছু উক্তি

  • অপরীক্ষিত জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর।
  • জ্ঞানের শিক্ষকের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে জ্ঞানটা তার মধ্যেই ছিল।
  • পৃথিবীতে শুধুমাত্র একটি-ই ভালো আছে, জ্ঞান। আর একটি-ই খারাপ আছে, অজ্ঞতা।
  • আমি কাউকে কিছু শিক্ষা দিতে পারবনা, আমি শুধু তাদের চিন্তা করাতে পারব।
  • বিস্ময় হল জ্ঞানের শুরু।
  • টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।
  • বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন।
  • প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে, অন্য কিছু জানার মধ্যে নয়।
  • তুমি কিছুই জানোনা এটা জানা-ই জ্ঞানের আসল মানে।
  • যাই হোক বিয়ে করো। তোমার স্ত্রী ভালো হলে তুমি হবে সুখী, আর খারাপ হলে হবে দার্শনিক।
  • ব্যস্ত জীবনের অনুর্বরতা সম্পর্কে সতর্ক থাকুন।
  • আমাদের প্রার্থনা হওয়া উচিত সাধারণের ভালোর জন্য। শুধু ঈশ্বরই জানেন কীসে আমাদের ভালো।
  • সত্যিকারের জ্ঞান আমাদের সবার কাছেই আসে, যখন আমরা বুঝতে পারি যে, আমরা আমাদের জীবন, আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশে যা কিছু আছে তার সম্পর্কে কত কম জানি।
  • সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তার দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে।
  • নিজেকে উন্নয়নের জন্য অন্য মানুষের লেখালেখিতে কাজে লাগাও এই জন্য যে অন্য মানুষ কিসের জন্য কঠোর পরিশ্রম করে তা তুমি যাতে সহজেই বুঝতে পারো।
  • সুখ্যাতি অর্জনের উপায় হল তুমি কী হিসেবে আবির্ভূত হতে চাও তার উপক্রম হওয়া।
  • তুমি যা হতে চাও তা-ই হও।
  • কঠিন যুদ্ধেও সবার প্রতি দয়ালু হও।
  • শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে, গড়পড়তা মন আলোচনা করে ঘটনা নিয়ে, দুর্বল মন মানুষ নিয়ে আলোচনা করে।
  • বন্ধুত্ব করো ধীরে ধীরে, কিন্তু যখন বন্ধুত্ব হবে এটা দৃঢ় করো এবং স্থায়ী করো।
  • মৃত্যুই হল মানুষের সর্বাপেক্ষা বড়ো আশীর্বাদ।

 

আরও পড়ুন:

 

সক্রেটিসের বিখ্যাত বাণী ও উক্তি সমূহ লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো 

ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব  ফেসবুক পেইজটি ফলো করুন করুন।

তথ্যসূত্র: Wikipedia

ছবিঃ ইন্টারনেট

সক্রেটিসের শেষ উক্তি, প্লেটোর উক্তি, সক্রেটিসের উক্তি, সমূহ সক্রেটিসের মৃত্যু দর্শন নিয়ে উক্তি, এরিস্টটল এর উক্তি, সক্রেটিসের দর্শনের মূল কথা, কি ছিল সক্রেটিস এর বই

Leave a Reply