গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যাপিঠ এস. এম. মডেল সরকারী বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে নানা আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব

ঋতুর পরিক্রমায় এসেছে ঋতুরাজ বসন্ত। আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা শহরের অন্যতম প্রধান প্রাথমিক বিদ্যাপিঠ এস. এম. মডেল সরকারী বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে বসন্ত বরণে মিলিত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।

গোপালগঞ্জে নানা আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব

বাসন্তী রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি আর রঙ-বেরংয়ের ফুলের সাজসজ্জা উৎসব প্রাঙ্গণকে বর্ণিল করে তোলে।

প্রিয়জনের হাত ধরে আসা মানুষ গুলো বসন্ত উৎসবের গানে মেতে ওঠেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বসন্তকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরন করে নেয়া হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের উদ্যোগেও বসন্ত বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জে নানা আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব

ছোট ছোট শিশুদের নৃত্য-গান পরিবেশনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করে।আর আয়োজন করা হয় চিতই, ভাপা, পাটি সাপটাসহ নানা ধরনের পিঠার সমাহার।বিদ্যালয়ের শিক্ষার্থীরা এধরনের অনুষ্ঠানে থাকতে পেরে বেশ খুশি।

গোপালগঞ্জে নানা আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব

গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুন্সি মো: আতিয়ার রহমান অনুষ্ঠানের উদ্ধোধন করেন। স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

গোপালগঞ্জে নানা আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব

পরে অতিথিরা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পিঠার স্টল ঘুড়ে দেখেন এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

গোপালগঞ্জে নানা আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব

দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্ত বরণ করেছে বিভিন্ন সংগঠন। দিন ব্যাপী চলে কবিতা আবৃত্তি, দলীয় ও একক সংগীত, নৃত্য অনুষ্ঠান। এছাড়াও ফুলের দোকান, রাস্তাঘাট, পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিল বসন্তপ্রেমীদের উপচে পড়া ভীড়।

Leave a Reply