মোবাইল দিয়েই তৈরী করুন ট্রিকবিডি.কম এর মত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। (২য় ও শেষ পর্ব)

মোবাইল দিয়ে ওয়ার্ডপ্রেসে ট্রিকবিডি এর মত সাইট তৈরী করার দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম।

 

১ম পর্ব

 

আগের পর্বে কিভাবে সিপেনেল নেওয়া যায় ফ্রিতে, কিভাবে ওয়ার্ডপ্রেস এ একাউন্ট খুলতে হয় এবং কিভাবে থিম আপলোড করতে হয় ও সেটাপ করতে হয় সেগুলো নিয়ে কাজ করেছিলাম এ পর্বে ট্রিকবিডির যে অন্যান্য কাজগুলো রয়ে গিয়েছিল গত পর্বে যেমন নোটিফিকেশান রিপোর্ট সিস্টেম এবং কিছু প্লাগিন তারপর লোগো চেঞ্জ করা ইত্যাদি এই পর্বে করবো।

প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব আমাদের সর্বপ্রথম নোটিফিকেশন এবং রিপোর্ট সিস্টেম টা ঠিক করতে হবে।

তো প্রথমে একটা প্লাগিন ইন্সটল দেবো প্লাগিন এর ডাউনলোড লিংক আমি এখানে দিয়ে দিয়েছি

আপনারা এখান থেকে ডাউনলোড করবেন।

ডাউনলোড করার পর তা আপলোড করতে হবে তার জন্য ড্যাশবোর্ডের মেনুবার ওপেনকরবেন

 

মেনুবার থেকে প্লাগইনে ক্লিক করে আপলোড প্লাগিন এ ক্লিক করবেন

Leave a Reply