ধাঁধা হল মস্তিষ্কের ব্যায়ামের সেরা মাধ্যম। ধাঁধার মাধ্যমে একজন ব্যক্তির যুক্তির ক্ষমতা এবং বুদ্ধি প্রকাশ পায়। অভিভাবক এবং শিক্ষকরা শিশুদের সবচেয়ে কঠিন সমস্যা এবং বিষয়গুলিকে সহজ উপায়ে খেলার মাধ্যমে শেখানোর জন্যও ধাঁধার সাহায্য নিয়ে থাকেন। বাচ্চাদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও বাংলা ধাঁধা সমাধান করতে উপভোগ করে। এই বিষয়টি মাথায় রেখে আমরা এই পোস্টে 550 টি মজার ধাঁধা উত্তর সহ দিয়েছি।
বাংলা ধাঁধা একেবারে নতুন এবং আকর্ষণীয় যা আপনার মস্তিষ্কের শক্তিকে একটি মজার উপায়ে পরীক্ষা করবে। আমরা এই তালিকায় সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত, যুক্তির মতো বিষয়গুলির পাশাপাশি বুদ্ধির ধাঁধা যুক্ত করেছি।
ধাঁধা উত্তর সহ
ধাঁধা |বাংলা ধাঁধা | মজার ধাঁধা গণিতের ধাঁধা | হাসির বাংলা ধাঁধা
ধাঁধা |বাংলা ধাঁধা | মজার ধাঁধা100০ টি উত্তর সহ)
৫০ টি কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর যেগুলো দিয়ে যে কাউকে সহজেই বোকা বানাতে পারবেন এবং ধাঁধা খেলায় হারিয়ে দিতে পারবেন। নিজের বুদ্ধিমত্তাকে সকলের সামনে প্রকাশ করতে চাইলে ধাঁধা বলার কোন বিকল্প নেই আর আজকে আপনাদের জন্য কিছু কঠিন ধাঁধা প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়েছি।
আগ কেটে বাগ কেটে রূপিলাম চারা,
ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা।
উত্তর: পান
আরও পড়ুন: বাংলা ধাঁধা উত্তর সহ 300 | গোপাল ভাড়ের জীবনের পরিচয় | Gopal Bhar মজার ধাঁধা
আসবে তারা যাদের স্বভাব,
ভাত ছড়ালে হবে না অভাব।
উত্তর: কাক
আসলে নকল দেখি,
মাথা কেটে সিক্ত নাকি।
শেষ জোড়া দু নম্বরটা,
তাই নিয়ে যায় শিকারী।
উত্তর: ভেজাল
আঘাত নয়,
দেশের নাম,
বলতে পারলে সম্মান।
উত্তর: ঘানা
আরও পড়ুন:
‘কলের মধ্যে দিলে পা, ভাগ্যের লিখন হবে তা।’
উত্তর: কপাল
‘কদমের ভাই সজন রায়,
একশ’ আটটা জামা গায়।
তবু তার সাধ মেটে না,
আরও সে জামা চায়।’
উত্তর: কলাগাছ
‘কোন গাছে হয় না ফুল, তবু আছে গন্ধ।’
উত্তর: চন্দন গাছ
‘ইনসিঙ্গি বিনসিঙ্গি,
মাথায় তিনটি শিং।
পশু নয় পাখি নয়,
পানিতে পাড়ে ডিম।’
উত্তর: পানিফল
‘আগা গোড়া উল্টে পাল্টে,
যাবেন তিনি রোজ।
সবটা কারো রাজা নহে,
মন্ত্র করে খোঁজ।’
উত্তর: নিয়তি
‘আগা কেটে ডাল কেটে
বসাইলাম চারা,
ফুল নাই ফলও নাই
পাতাতেই ভরা।’
উত্তর: পান
কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যা বলা যায়না?
উত্তর: আপনি কি ঘুমাচ্ছেন? এই প্রশ্নে।
আমেরিকায় বসবাসকারী কোনো মানুষকে কেন কানাডায় কবর দেওয়া যায় না?
জীবিত মানুষকে তো আর কবর দেওয়া যাবে না!
একটি কুকুর একটি জঙ্গলে কতদূর পর্যন্ত দৌড়াতে পারবে?
পুরো জঙ্গল পর্যন্ত। তারপর জঙ্গল পেরিয়ে দৌঁড়ুবে।
কেবান সে ফল ভাই, লেজে থাকে দাড়ি?
গা কেটে ধরে ফল, খায় নর-নারী।
উত্তরঃ ভুট্টা
কট কাচারিতে বিচার শুনি, জন্ম আমার বনে।
সবাই আমার পেটে বসে, কষ্ট পাই না মনে।
উত্তরঃ চেয়ার।
কনছেন দেখি, সাদার ভেতর সাদা।
উত্তরঃ ডিম।
কদমের ভাই সজন রায়; একশো আটটা জামা গায়।
তবু তার সাদ মিটে না, আরো জামা চায়।
উত্তরঃ কলাগাছ।
কলের মধ্যে পা দিয়েছি, তাইতো আমায় পেলে।
বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়ে ফেলে।
উত্তরঃ কপাল।
কনছেন দেখি কোন খানা খাওয়া যায় না?
উত্তরঃ গোসলখানা।
কনছেন দেখি কোণ বাসা ভাড়া দেওয়া যায় না?
উত্তরঃ ভালবাসা।
কাঁচাতে তুলতুল, পাকাতে টক।
লেংটা হয়ে বাজারে যায়, জিভে আসে পানি।
উত্তরঃ তেঁতুল।
কোমর ধরে শুইয়ে দাও,
কাজ যা করার করে নাও।
উঃ—শিল নোড়া।
কোন শহর খুলতে মানা,
তা কি তোমার আছে জানা।
উত্তর–খুলনা।
কোন সে সরস ফল বলো দেখি ভাই
ফেলি তার আর্ধ ভাগ, অর্ধাংশ খাই।
টক মিষ্টি স্বাদ তার চোখ আগণন
বাংলাদেশের সস্তা ফল নাম কত এখন?
উত্তর-আনারস।
কোন সে বিদেশী ভাষা নাম চার অক্ষরে,
দ্বিতীয় কেটে দেখো পানিতে বাস করে?
উত্তর—ইংলিশ।
কোন টেবিলে পায়া থাকে না,
ঝুলে থাকে, ছাড়ায় না?
উত্তরঃ টাইম টেবিল।
কোন পাখির ডিম নাই, বলো তো দেখি।
বলতে না পারলে বুঝবো বুদ্ধি নাই ঘটে।
উত্তরঃ বাদুর।
কোন ফলের উপরটা খাই, ভিতরে তার ফুল,
ভাবতে গেলে তার কথা পণ্ডিতের হয় ভুল?
উত্তরঃ চালতা।
কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা।
বলতে না পারলে, হবে তুমি গাধা।
উত্তরঃ নারিকেল।
কোন গাছেতে হয় না ফুল, আছে শুধু গন্ধ।
গাছ তলাতে গেলে পরে, সবাই পাবে গন্ধ।
উত্তরঃ চন্দন।
এখান থেকে ফেললাম ছুরি,
বাঁশ কাটলাম আড়াই কুড়ি।
বাঁশের মধ্যে গোটা গোটা,
আমার বাড়ী চল্লিশ কোটা।
কোঠার উপর কোট জমি,
তার মধ্যে আছে এক রাণী।
উঃ—মৌমাছি।
ওপারেতে বুড়ি মারল, এপারেতে গন্ধ এলো।
উঃ—কাঠাল।
ওল্টে যদি দাও মোরে হয়ে যাবো লতা।
কে আমি ভেবে চিনতে বলে ফেলো তা।
উঃ—তাল।
কোন ফলের বীজ হয় না, বলো দেখি দাদা,
না পারলে লোকে তোমায় বলবে আস্ত গাধা।
উঃ—সবরি কলা।
কোন সে রসিক চাঁন, নাকে বসে ধরে কান??
উঃ—চশমা।
কোন ফলের উপরটা খাই, ভিতরে তার ফুল,
ভাবতে গেলে তার কথা, পণ্ডিতের হয় ভুল?
উঃ—চালতা।
কোন ফলের বীজ নেই, বল দেখি দাদা।
বলতে না পারলে,
হবে তুমি গাধা।
উঃ—নারিকেল।
কোন গাছেতে হয় না ফুল, আছে শুধু গন্ধ।
গাছ তলাতে গেলে পরে,
সবাই পাবে গন্ধ।
উঃ—চন্দন।
এক ঘরে জম্ম হয়, দুই সহোদর ভাই।
মানুষের শরীর মাঝে, এর দেখা পাই।
উঃ—চোখ।
এক হাত গাছটা, ফল ধরে পাঁচটা।
উঃ—হাতের পাঁচ আঙ্গুল।
লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম।
উঃ—মন।
একই দামের শাড়ি, পরে দুইটি মেয়ে যায়।
শাড়ি দুইটির দাম কতো?
সম্পর্কটা জানা চাই।
উঃ—দুই সতীন।
একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে।
আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে।
উঃ—ছায়া।
একটুখানি পুস্কনি, পানি টলমল করে।
রাজার ছেলের সাধ্য নেই, জাল ফেলতে পারে।
উঃ—চোখ।
একটি গাছের বাঁট নাই,
তবু দুগ্ধ হয় প্রচুর।
দোহনকালে থাকে নাকো,
তার নিকটে বাছুর।
উঃ—তালগাছ।
একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই।
দুটি পেলে, হবে চাষী ভাই।
উঃ—বলদ।
একটি অক্ষর শিক্ষকে আছে, পন্ডিতে নেই।
কাননে আছে, বাগানে নেই।
উঃ—ক।
এতো ভালো বিছানা, কেউ যেন বসে না।
উঃ—পানি।
এমন একটি কাপের নাম বলো দেখি ভাই,
যে কাপেতে চা চিনি, দুধ পানি একটুও নেই।
উঃ—হিরো কাপ।
এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়।
তিনটি তাল পড়লে তারা, সমান ভাগে পায়।
উঃ—বাপ, ছেলে, নাতি।
এক বৃক্ষে ফুটেছে, এক জোড়া ফুল।
হীরা মানিক কভু নয়, তার সমতুল।
উঃ—চোখ।
এক বাড়ির দুই দরোজা দিয়া জল গড়িয়ে পড়ে,
হাওয়া ছাড়া আর হাওয়া নেয়ার পরে।
উঃ—সর্দি।
এক বুড়ির আছে বারোটি ছেলে।
তার বারো ঘরে থাকে এখন টি ছেলে।
উঃ—বৎসর।
এক গাছে তিন তরকারী,
আজব কথা বলি হাড়ি।
উঃ—কলাগাছ।
এক গাছে বহু ফল, গায়ে কাটা কাঁটা।
পাকলে ছাড়াও যদি, হাতে লাগে আঠা।
উঃ—কাঠাঁল।
এক সাথে সাতটা রঙ,
কোথায় থাকে বলো।
না পারলে বুঝবো,
তুমি বিজ্ঞানে নও ভাল।
উঃ—রংধনু।
এক শালিকের তিন মাথা, দেহ মুখে আঠা।
বাক্সের ভিতর ফেলি তবু, যায় দেশ বিদেশ।
উঃ—চিঠি।
এক ঘরে এক থাম। বল কি তার নাম।
উঃ—ছাতা।
এ কোন ব্যাটা শয়তান,
থাকে বসে ধরে কান।
উঃ—চশমা।
এপার ঝাটি,
ওপার ঝাটি।
ঝাটিতে করে,
পিটা পিটি।
উঃ—চোখের পাতা।
৫০ টি বাংলা ধাঁধা – Top 50 Puzzle Questions With Answers
1. চটপট বলে ফেল, ঝাল কোন দেশ?
উত্তরঃ শ্রীলঙ্কা।
2. কোন বিলে জল নেই?
উত্তরঃ টেবিল।
3. কোন দেশে মাটি নেই?
উত্তরঃ সন্দেশ।
4. কোন টিয়া ডাকে না?
উত্তরঃ খাটিয়া।
5. কোন চিল উরে না?
উত্তরঃ পাঁচিল। ।
6. কোন মাছি উড়ে না?
উত্তরঃ ঘামাচি।।
7. কোন বাসে মৌমাছি আসে?
উত্তরঃ সুবাসে।
8. কোন পথে যেতে নেই?
উত্তরঃ বিপথে।
9. কোন রাণী পুরুষও হয়?
উত্তরঃ কেরানী।
10. কোন উল বোনে না?
উত্তরঃ বাউল।
11. কোন গান গাওয়া যায় না?
উত্তরঃ বাগান।
12. কোন টেবিলে পা নেই?
উত্তরঃ টাইমটেবিল।
13. কোন তাসা বাজে না?
উত্তরঃ বাতাসা
14. কোন জিনিস টানলে কমে?
উত্তরঃ সিগারেট।
15. কোন জিনিস দিলে বাড়ে?
উত্তরঃ বিদ্যা।
16. কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তরঃ পুকুর।
17. কোন গ্রামে মানুষ নেই?
উত্তরঃ টেলিগ্রাম।
18. কোন রাজধানী পাট ছাড়া?
উত্তরঃ পাটনা।
19. কোন হাঁস ডিম পারে না?
উত্তরঃ ইতিহাস।
20. কোন চোর চুরি করে না?
উত্তরঃ এঁচোড়।
21. কোন চুড়ি খেতে ভাল?
উত্তরঃ খিচুড়ী।
22. এই ঘরে যাই, ওই ঘরে যাই দুম দুমিয়ে আছাড় খাই।
উত্তরঃ ঝাঁটা
23. সর্প বটে তার চারটি পা ডিম দেয় না, বাচ্চা দেয়?
উত্তরঃ গুই-সাপ।
24. জনম গেল দুখে বুকে আবার আগুন দিয়ে থাকো অনেক সুখে।
উত্তরঃ হুঁকো।
25. কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি, আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি।
উত্তরঃ মাটির হাড়ি।
26. আমার মা যখন যায় তোমার মার পাশে , দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।
উত্তরঃ মামা।
27. দুধ দিয়া ফুল সাজে , খাইতে অনেক মিঠা লাগে।
উত্তরঃ সন্দেশ।
28. কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ , মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।
উত্তরঃ লবণ।
29. চার পায়ে বসে, আট পায়ে চলে রাক্ষস নয়, খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।
উত্তরঃ পালকি।
30. যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।
উত্তরঃ বাদুর।
31. ঢাক গুড় গুড়, ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।
উত্তরঃ সূর্য।
32. হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
উত্তরঃ লজ্জাবতী লতা।
33. সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।
উত্তরঃ মেঘ।
34. এই দেখি এই নাই তার আগে আগুন নাই।
উত্তরঃ বিদ্যুৎ।
35. চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
উত্তরঃ পেঁয়াজ।
36. তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।
উত্তরঃ তামাক।
37. তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।
উত্তরঃ কাঁঠাল।
38. তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
উত্তরঃ কমলা।
39. কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।
উত্তরঃ কলা।
40. উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।
উত্তরঃ পেস্তাগাছ।
41. জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।
উত্তরঃ লবণ।
42. বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।
উত্তরঃ আনারস।
43. ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।
উত্তরঃ মশারি
44. আল বেয়ে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ।
উত্তরঃ সুঁই-সুতো।
45. রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা, ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত।
উত্তরঃ দাবা খেলা।
46. বলো সে কী ফল খেতে বড় বেশ- কলজের মধ্যে থোকা থোকা কমলা বুড়ির কেশ।
উত্তরঃ। কমলা লেবু
47. মানুষ নয় প্রাণীও নয় পিছে পিছে ঘোরে লাথি দিলে সেও যে লাথি দেয় জোড়ে।
48. হাতি নয় ঘোড়া নয়, মোটা মোটা পা তরু নয়, লতা নয়, ফুলে ভরা গা।
উত্তরঃ পালঙ্ক।
49. তিন অক্ষরের নাম তার বাংলাদেশে নাই প্রথম অক্ষর বাদ দিলে অনেক লোকে খায়।
উত্তরঃ জাপান।
50. অলি অলি পাখিগুলি গলি গলি যায়, সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুবলে খায়।
উত্তরঃ ধোঁয়া।
Himu Ebong Harvard Ph.D. Boltu Bhai By Humayun Ahmed [2011] PDF Downloads
বিখ্যাত লেখক ও মণীষীদের নির্বাচিত ৩০০০ টি [বাংলাঃ ১২০০ English 1800 ] বানী বা উক্তি সমূহের বাংলা বই বা ই-বুক বা PDF [ কম্পিউটার + মোবাইল ভার্সন ]
বাণী চিরন্তণী all Quotes 1000 TOP POPULAR DOWNLOADS.pdf
পড়ুন
আরও পড়ুন: Stephen Hawking Biography
বন্ধুরা, এই পোস্টে আমরা আপনাকে পোস্টটি সম্পর্কে বলেছি। আশা করি আপনি এই পোস্টটি পছন্দ করবেন।
আপনার এই পোস্টটি কেমন লেগেছে, মন্তব্য করে আমাদের জানান এবং এই পোস্টে কোনও ত্রুটি থাকলেও আমরা অবশ্যই এটি সংশোধন করে আপডেট করব।
Biography, Famous Quotes ও উক্তি সমূহ লেখাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই ধরনের লেখার নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজটি ফলো ।
ডেইলি নিউজ টাইমস বিডি ডটকম (Dailynewstimesbd.com)এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন করুন।
Subscribe to the Daily News Times bd.com YouTube channel and follow the Facebook page.
উক্ত আর্টিকেলের উক্তি ও বাণীসমূগ বিভিন্ন ব্লগ, উইকিপিডিয়া এবং .. রচিত গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।
আরও পড়তে পারেন:ভুলে গেছেন ফোনের পাসওয়ার্ড, পিন বা প্যাটার্ন? কীভাবে সেকেন্ডে করবেন আনলক, জানুন
আরও পড়ুন: কালিদাস পণ্ডিতের ধাঁধাঁ – ১। পর্ব -২ moral stories Kalidas Pondit In Bangla কালিদাস
তথ্যসূত্র: Wikipedia, Online
Sourc of : Wikipedia, Online Internet
ছবিঃ ইন্টারনেট
দৃষ্টি আকর্ষণ এই সাইটে সাধারণত আমরা নিজস্ব কোনো খবর তৈরী করি না.. আমরা বিভিন্ন নিউজ সাইট থেকে খবরগুলো সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি.. তাই কোনো খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কতৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। ধন্যবাদ সবাইকে।