Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
ও বন্ধু তুমি কই,কইরে প্রাণ বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই,কইরে প্রাণ বুঝি যায় রে,সংগীতশিল্পী সুমনার

এক নজর না দেখিলে বন্ধু

দুনিয়া আন্ধার হয়
এক নজর না দেখিলে বন্ধু
দুনিয়া আন্ধার হয়
পাশে তোমায় না পাইলে বন্ধু
দম যেন মোর যায়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি বিনা বাঁচি না
ও তুমি বিনা বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে

দুনিয়াটা প্রেমেরি কারখানা

হাজার হাজার জ্বলে প্রেমও জ্বালা
যুগে যুগে বেঁচে থাকে ভালবাসা
সবাই বলে প্রেম সর্বনাশা
ভালোবাসা জানি না বন্ধু
প্রেম কারে কয়
তুমি আমার জীবন রে বন্ধু
তুমি আমার জয়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজে হাসপাতাল প্রফেসর এম এ সামাদ স্যারের নেতৃত্বে বিশ্ব কিডনি দিবস পালিত হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুঃখ সুখের এই ভবের মেলায়

নিঃস্ব হয়ে যায় রাজার রাজা
মানুষ বাঁচে না বন্ধু প্রেম ছাড়া
আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া
অপবাদ আমি জানি না বন্ধু
কলঙ্ক কারে কয়
তুমি আমার মরণ রে বন্ধু
তুমি আমার ক্ষয়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
এক নজর না দেখিলে বন্ধু
দুনিয়া আন্ধার হয়
এক নজর না দেখিলে বন্ধু
দুনিয়া আন্ধার হয়
পাশে তোমায় না পাইলে বন্ধু
দম যেন মোর যায়
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি ছাড়া বাঁচি না
ও তুমি বিনা নাই নাই রে
এ প্রাণও বুঝি যায় রে
ও বন্ধু তুমি কই কই রে

এ প্রাণও বুঝি যায় রে

ও বন্ধু তুমি কই,কইরে প্রাণ বুঝি যায় রে।,দেবপ্রিয়া কর রুমা।,o bondhu tumi koi,bangla song |,clayoumo,বাংলার হিট গান,song of bangladesh legend singer,bangla old hit song,bangla song,bangla songs,bangla new songs,bangla live song,bangla music video,new bangla song,song bangla,bangladesh song,বাংলা গান,cover song,bangla old song

Leave a Reply