Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
শোক সংবাদ- বাবু শচীন্দ্রনাথ মধু গতকাল রাত ৯.৩০ মিনিটে ইহকাল

শোক সংবাদ- বাবু শচীন্দ্রনাথ মধু গতকাল রাত ৯.৩০ মিনিটে ইহকাল

বাবু শচীন্দ্রনাথ মধু গতকাল রাত ৯.৩০ মিনিটে ইহকাল থেকে না ফেরার দেশে চলে যান।

বাবু শচীন্দ্রনাথ মধু

আজ বিকাল তিন ঘটিকার সময় পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

 বাবু শচীন্দ্রনাথ মধু

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি (১৫ বছর সভাপতির দায়িত্বে ছিলেন), রামশীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, একজন অত্যন্ত উচ্চ মানের হোমিওপ্যাথি চিকিৎসক ও আদর্শ মানুষ, মধু বংশের অহংকার ঁঁ শচীন্দ্র নাথ মধু মহাশয়ের মৃত্যুতে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক, বিনম্র শ্রদ্ধাঞ্জলী এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

প্রতিপক্ষের হামলায় আহত ষাটোর্ধ নকুল বালা প্রচন্ড আঘাতে মারা গেলেন

বাবু শচীন্দ্র নাথ

Bayran Halder Bayran

প্রণাম হে গুণী
💅🙏💅🙏💅
গতকাল সন্ধ্যা রাত ৯ টা ৩০ মিঃ এর সময়ে দীর্ঘ দিন বার্ধ্যক্ষ জনিত কারনে অসুস্থ থাকার পরে আমাদের এলাকার প্রাণ পুরুষ, শিক্ষানুরাগী বিলবাসীর রূপকার স্বর্গীয় শশিভূষণ মহাসয়ের নাতী, একজন বিজ্ঞ ডাক্তার,সমাজ সেবক ও সাবেক রামশীল ইউনিয়নের চেয়ারম্যান বাবু শচীন্দ্র নাথ মধু মহাসয় পৃথিবীর সকল মায়া ত্যাগ করে পরলোকগত হয়েছেন।।
অত্যান্ত মেধাসম্পন্ন ও পরপোকারী সাদা মনের মানুষ ছিলেন তিনি। সদাহাস্য উজ্জল মানুষটির জীবনে কোন রাগ ও অভিযোগ দেখিনি কখনো।।
বাবু শচীন্দ্র নাথ
তাঁর এই চির বিদায়ের ক্ষনে তাঁর আত্মার চির শান্তি ও শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।।

Anutosh Madhu

তোমাকে খুব মিস করবো জেঠু, ওপারে ভালো থাকো তুমি।

Anjana Madhu

আমাকে হনুর মা বলে ডাকার কেউ রইলো না,ভালোবাসার মানুষগুলো সব পারি দিচ্ছে ওপারে, ভালো থাকবেন।
 Facebook collect

Leave a Reply