“আজব খাতা” কলমে~~ রমেশ বালা।

“আজব খাতা”

কলমে~~ রমেশ বালা।

●●●●●●●●●●●●●●

জীবনের শুরুতে পেয়েছিলাম এক

দুঃখ নামের খাতা,

উল্টাতে উল্টাতেও শেষ হইলোনা

আজও তাহার পাতা।

দুঃখ আমার চির সাথী

থাকে সাথে সাথে,

কোন দিনই ছাড়লো না সে

থাকে দিনে রাতে।

sad poor দুঃখ আর কষ্ট atim

কর্ম দোষে আমি দুঃখী

কেউ নিবেনা ভাগ,

তাইতো আমি কারো প্রতি

করিনা কোনো রাগ।

যতই আমি চালিয়ে বেড়াই

দুঃখ নামের রথ,

কোন দিনই শেষ হবে না

এমন আজব পথ।

দুঃখের আগুনে পুড়ে পুড়ে

জীবন হইলো ছাই,

আমার দুঃখ বোঝার মত

পৃথিবীতে কেউ নাই।

সুখের আশায় বৃথা চেষ্টায়

দিন করি পার,

শেষ বেলায় হিসেবের খাতায়

শুধুই দেখি হার।

কোন কারিগর বানাইছে এমন

আজব বড় খাতা?

ভুবন জুড়ে তাহার আসন

আজও আছে পাতা।

Leave a Reply