ঋতুর পরিক্রমায় এসেছে ঋতুরাজ বসন্ত। আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা শহরের অন্যতম প্রধান প্রাথমিক বিদ্যাপিঠ এস. এম. মডেল সরকারী বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে বসন্ত বরণে মিলিত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
বাসন্তী রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি আর রঙ-বেরংয়ের ফুলের সাজসজ্জা উৎসব প্রাঙ্গণকে বর্ণিল করে তোলে।
প্রিয়জনের হাত ধরে আসা মানুষ গুলো বসন্ত উৎসবের গানে মেতে ওঠেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বসন্তকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরন করে নেয়া হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের উদ্যোগেও বসন্ত বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছোট ছোট শিশুদের নৃত্য-গান পরিবেশনায় অনুষ্ঠানে আগত অতিথিদের মুগ্ধ করে।আর আয়োজন করা হয় চিতই, ভাপা, পাটি সাপটাসহ নানা ধরনের পিঠার সমাহার।বিদ্যালয়ের শিক্ষার্থীরা এধরনের অনুষ্ঠানে থাকতে পেরে বেশ খুশি।
গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুন্সি মো: আতিয়ার রহমান অনুষ্ঠানের উদ্ধোধন করেন। স্কুলের প্রধান শিক্ষক সুরাইয়া খানম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরে অতিথিরা স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পিঠার স্টল ঘুড়ে দেখেন এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বসন্ত বরণ করেছে বিভিন্ন সংগঠন। দিন ব্যাপী চলে কবিতা আবৃত্তি, দলীয় ও একক সংগীত, নৃত্য অনুষ্ঠান। এছাড়াও ফুলের দোকান, রাস্তাঘাট, পার্কসহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিল বসন্তপ্রেমীদের উপচে পড়া ভীড়।