সুকুমার রায় জীবনী – Sukumar Roy Biography in Bengali : সুকুমার রায়ের জন্ম ১৮৮৭ সালের ৩০শে অক্টোবর, কলকাতার এক ব্রাহ্ম পরিবারে। সুকুমার ছিলেন বাংলা শিশুসাহিত্যের উজ্বল রত্ন উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছেলে। সুকুমারের মা বিধুমুখী দেবী ছিলেন ব্রাহ্মসমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে। সুবিনয় রায় ও সুবিমল রায় তাঁর দুই ভাই। এ ছাড়াও তাঁর ছিল তিন বোন।
বিখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের একটি সংক্ষিপ্ত জীবনী। সুকুমার রায় জীবনী বা জীবন কথা নিয়ে বা জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো । A short biography of Sukumar Roy. Sukumar Roy’s Birth, Place, Poet, Poems, Biography in Bengali.
সুকুমার রায় কে ছিলেন ? Who is Sukumar Roy ?
সুকুমার রায় (Sukumar Roy) ছিলেন একজন বিখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে “ননসেন্স ছড়া”র প্রবর্তক। সুকুমার রায় একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক।
শিশু সাহিত্যিক ও রসস্রষ্ঠা সুকুমার রায়ের জীবনী – Sukumar Roy Biography in Bengali
নাম (Name) | সুকুমার রায় (Sukumar Roy) |
জন্ম (Birthday) | ৩০ অক্টোবর ১৮৮৭ (30th October 1887) |
জন্মস্থান (Birthplace) | কলকাতা, ভারত |
অভিভাবক (Parents) / পিতা মাতা | উপে্দ্রকিশোর রায় চৌধুরী (বাবা) বিধুমুখী দেবী (মা) |
দাম্পত্য সঙ্গী (Spouse) | সুপ্রভা দেবী |
পেশা (Occupation) | সাহিত্যিক |
ছদ্মনাম | উহ্যনাম পণ্ডিত |
শিক্ষা | বিএসসি (রসায়ন) |
শিক্ষা প্রতিষ্ঠান | প্রেসিডেন্সি কলেজ |
সন্তান | সত্যজিৎ রায় |
ধরন | শিশু সাহিত্যিক |
আত্মীয় | লীলা মজুমদার, সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায় চৌধুরী, সুবিমল রায় চৌধুরী, শান্তিলতা রায় |
সময়কাল | বাংলার নবজারণ |
মৃত্যু (Death) | ১০ সেপ্টেম্বর ১৯২৩ (10th September 1923) |
সুকুমার রায়ের জন্ম – Sukumar Roy’s Birthday :
বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক সুকুমার রায়ের জন্ম হয় ১৮৮৭ খ্রিঃ ৩০ শে অক্টোবর ভারতবর্ষের কলকাতায় ।
সুকুমার রায়ের পিতামাতা – Sukumar Roy’s Perents :
তার পিতা উপেন্দ্রকিশাের রায়চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক , সঙ্গীতজ্ঞ , চিত্রশিল্পী ও যন্ত্ৰকুশলী ।
পিতার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে সাহিত্যের অসামান্য উদভাবনী ক্ষমতা লাভ করেছিলেন সুকুমার । অল্প বয়স থেকেই মুখে মুখে ছড়া তৈরি করতে পারতেন।
ছবি আঁকারও হাতেখড়ি হয়েছিল বাবা উপেন্দ্রকিশােরের হাত ধরে । আঁকার সঙ্গে ফটোগ্রাফির চর্চাও শুরু করেছিলেন ছেলেবেলা । থেকেই ।
সুকুমার রায়ের শিক্ষাজীবন – Sukumar Roy’s Education Life :
পড়াশুনা শুরু করেন সিটি স্কুলে । রসায়নে অনার্স সহ বি . এস . সি পাশ করেন প্রেসিডেন্সি কলেজ থেকে ।
এরপর ফটোগ্রাফি আর মুদ্রণ শিল্পে উচ্চতর শিক্ষালাভের জন্য । গুরুপ্রসন্ন ঘােষ স্কলারশিপ নিয়ে ১৯১১ খ্রিঃ বিলেত যান ।
স্কুলে পাঠরত অবস্থাতেই ছােটদের হাসির নাটক লেখা ও অভিনয়ের শুরু । বন্ধুদের নিয়ে গড়ে তােলেন ননসেন্স ক্লাব । ক্লাবের মুখপত্রের নাম ছিল সাড়ে – বত্রিশ ভাজা ।
সুকুমার রায়ের নাটক – Sukumar Roy’s Drama :
বিলেত যাবার আগে শান্তিনিকেতনে গিয়েছিলেন । সেখানে । রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের সঙ্গে গােড়ায় গলদ নাটকে অভিনয় করেন ।
সুকুমার রায়ের L.C.C. School of of Photo Engraving and Lithography তে বিশেষ ছাত্ররূপে ভর্তি :
লন্ডনের পেনরােজ পত্রিকার সঙ্গে উপেন্দ্রকিশােরের যােগাযােগ । ছিল । বিলেত বাসের সময় এই পত্রিকার সম্পাদক মিঃ গম্বেল – এর । সহযােগিতা পেয়েছিলেন । তারই চিঠি নিয়ে সুকুমার লন্ডনের L.C.C.School of Photo Engraving and Lithography তে বিশেষ ছাত্ররুপে ভর্টি হন ।
সুকুমার রায়ের কর্মজীবন – Sukumar Roy’s Work Life :
এই সময় ফটোগ্রাফিক সােসাইটি লাইব্রেরিতে নিয়মিত পড়াশােনাও করতেন । ১৯১২ খ্রিঃ ম্যাঞ্চেস্টারের স্কুল অব টেকনােলজিতে বিশেষ ছাত্ররূপে স্টুডিও ও লেবরেটরির কাজ শিখেছিলেন ।
পড়াশােনার কাজের ফাকে সুকুমার প্রবাসী ভারতীয়দের সঙ্গে যােগাযােগ রাখতেন । এই সুযােগে লন্ডন প্রবাসী অনেক বিখ্যাত বাঙ্গালীর সঙ্গে তার পরিচয় হয় । রবীন্দ্রনাথ গীতাঞ্জলির পান্ডুলিপি নিয়ে লন্ডনে গেলে সুকুমার রায় তাকে নানাভাবে সহযােগিতা করেছিলেন ।
সুকুমার রায়ের প্রবন্ধ – Sukumar Roy’s Essays :
এই সময় East West Society – এর আহ্বানে সুকুমার রায় । নিজের লেখা প্রবন্ধ The Spirit of Rabindranath পাঠ করেন । এই প্রবন্ধের সঙ্গে কবির অনেকগুলি কবিতার অনুবাদ ছিল । পরে প্রবন্ধটি Quest পত্রিকায় ছাপা হয় ।
লন্ডনে দুবছর ছিলেন সুকুমার । সেখান থেকে নিয়মিত ভাবে গল্প , কবিতা ও আঁকা ছবি পাঠাতেন পিতা উপেন্দ্রকিশােরের সম্পাদিত সন্দেশ পত্রিকার জন্য । এইভাবেই তিনি সন্দেশের পাঠক পাঠিকাদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন ।
ফটোগ্রাফিক সোসাইটির সদস্য – Member of Photographs Society :
লন্ডনে থাকাকালে সুকুমার রয়েল ফটোগ্রাফিক সােসাইটির সদস্য নির্বাচিত হন । তার আগে একমাত্র স্যার যতীন্দ্রমােহন ঠাকুর এই সম্মান পেয়েছিলেন ।
সুকুমার রায় দেশে ফিরে এসে পিতার প্রতিষ্ঠিত ইউ রায় অ্যান্ড সন্স – এর দায়িত্বভার নিলেন ।
ইতিমধ্যে সুকুমারের বিয়ে হল । রবীন্দ্রনাথ বন্ধুপুত্রের বিয়েতে শিলাইদহ থেকে এসেছিলেন কলকাতায় । ১৯১৫ খ্রিঃ ২০ শে ডিসেম্বর উপেন্দ্রকিশােরের মৃত্যু হয় । সুকুমার ভাই সুবিনয়ের সঙ্গে ব্যবসায় পরিচালনার সঙ্গে যুক্ত হলেন । এই সময় তার উদ্যোগে গড়ে ওঠেমানডে ক্লাব । এই ক্লাবের সভ্যদের মধ্যে ছিলেন কালিদাস নাগ , অতুলপ্রসাদ সেন , সুনীতিকুমার চট্টোপাধ্যায় । সুকুমারের ভাই সুবিনয় , সত্যেন্দ্রনাথ দত্ত , প্রশান্তচন্দ্র মহালনবীশ , প্রভাত গঙ্গোপাধ্যায় প্রমুখ বিদ্বজনেরা । তিনি ছিলেন ঐ ক্লাবের মধ্যমণি । ঐ ক্লাবের আললাচনা চক্রে প্লেটো থেকে শুরু করে বঙ্কিম চন্দ্র , বৈষ্ণব কবিতা , রবীন্দ্রকাব্য পর্যন্ত আলােচনা হত ।
সন্দেশের প্রতিটি সংখ্যাতেই সুকুমার নানা বিষয়ে লিখতেন , ছবি আঁকতেন । শিশু – কিশােরদের উপযােগী বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনায়ও তিনি পারদর্শী ছিলেন ।
সুকুমার রায়ের গল্প ও কবিতায় থাকতাে উচ্ছল কৌতুক রসের সঙ্গে সূক্ষ্ম সমাজ চেতনার সংমিশ্রণ । তিনি তার লেখা ও ছবির মাধ্যমে বাংলা দেশের শিশুচিত্ত জয় করে নিতে সক্ষম হয়েছিলেন ।
সুকুমার রায়ের ছদ্মনাম – Pseudonym Name of Sukumar Roy :
সন্দেশে লেখার গােড়ার দিকে সুকুমার ছদ্মনাম গ্রহণ করেছিলেন । উহ্যনাম পন্ডিত ছিল তার ছদ্মনাম । পরে স্বনামেই লেখেন গল্প , কবিতা , নাটক ও প্রবন্ধ । জীবনের শেষ পর্বে অবশ্য কিছু লেখা লিখেছিলেন উহ্যনাম পন্ডিত নামে ।
সুকুমার রায়ের কাব্যগ্রন্থ – Sukumar Roy’s Poetry :
সুকুমারের রচনা কাব্যগ্রন্থ আবােল তাবােল , খাইখাই । প্রবন্ধ – অতীতের ছবি , বর্ণমালাতত্ত্ব।নাটক — অবাক জলপান , ঝালাপালা , লক্ষ্মণের শক্তিশেল , হিংসুটে , ভাবুকসভা , চলচ্চিত্তচঞ্চরি ও শব্দকল্পদ্রুম । গল্পগ্রন্থ হ – য – ব – র – ল , পাগলা দাশু , বহুরূপী প্রভৃতি ।
তাছাড়া ইংরাজি ও বাংলায় তিনি কিছু গুরুগম্ভীর প্রবন্ধও রচনা । করেছিলেন । সুকুমার ছিলেন রসিকমনের মানুষ । ফলে তার স্বভাবসুলভরসের । সঙ্গে প্রখর কল্পনা ও অপরূপ ভাষা মিলে তার রচনাগুলিকে করে তুলেছিল পরম উপভােগ্য । লেখাকে অধিকতর সুস্বাদু করে তুলেছিল । তার আঁকা ছবি ।
সুকুমার রায়ের মৃত্যু – Sukumar Roy’s Death :
১৯২৩ খ্রিঃ ১০ ই সেপ্টেম্বর রসস্রষ্টা সুকুমার রায় অমৃতলােকে যাত্রা করেন ।
সুকুমারের কোন রচনাইতার জীবদ্দশায় পূর্ণাঙ্গ বইয়ের আকারে প্রকাশিত হয়নি । ১৯২৩ ক্রিস্টাব্দের ১৯ শে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল ‘ আবােল তাবােল ” ।ছাপা বই দেখেনা গেলেও তার তিনরঙা মলাট , অঙ্গসজ্জা , পাদপুরক দু – চার লাইনের কিছু ছড়া ইত্যাদি সবই তিনি করে গিয়েছিলেন রােগশয্যায় শায়িত অবস্থায় । ।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমন রসসৃষ্টি আর কোথাও দেখা যায় না ।
বিপ্লবী নীরা আর্য | নেতাজিকে বাঁচাতে নিজের স্বামীকে হত্যা করতেও পিছপা হননি বীরাঙ্গনা নীরা আর্য
সুকুমার রায়ের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Sukumar Roy biography Bengali (FAQ) :
- সুকুমার রায়ের জন্ম কবে হয়?
Ans: ১৮৮৭ খ্রিঃ ৩০ অক্টোবর ।
- সুকুমার রায়ের পিতামাতার নাম কী?
Ans: উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ।
- সুকুমার রায়ের শিক্ষাজীবন কোথায় হয় ?
Ans: প্রেসিডেন্সি কলেজ কলকাতা ।
- সুকুমার রায়ের কর্মজীবন কোথায় হয় ?
Ans: ১৯১২ খ্রিঃ ম্যাঞ্চেস্টারের স্কুল অব টেকনােলজিতে বিশেষ ছাত্ররূপে স্টুডিও ও লেবরেটরির কাজ শিখেছিলেন ।
- কোথায় থাকাকালীন ফটোগ্রাফিক সোসাইটির সদস্য হন ?
Ans: লন্ডনে থাকাকালে সুকুমার রয়েল ফটোগ্রাফিক সােসাইটির সদস্য নির্বাচিত হন । তার আগে একমাত্র স্যার যতীন্দ্রমােহন ঠাকুর এই সম্মান পেয়েছিলেন ।
- সুকুমার রায়ের ছদ্মনাম কী?
Ans: উহ্যনাম পন্ডিত।
- সুকুমার রায়ের কাব্যগ্রন্থের নাম কী ?
Ans: আবোল তাবোল, খাই খাই ।
- সুকুমার রায়ের সন্তানের নাম ?
Ans: সত্যজিৎ রায়।
- সুকুমার রায়ের দাম্পত্য সঙ্গী কে ছিলেন?
Ans: সুপ্রভা দেবী।
- সুকুমার রায় কবে মারা যান ?
Ans: ১০ সেপ্টেম্বর ১৯২৩।