তাসকিনের জোড়া আঘাতে বিপদে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩১৫ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

টাইগারদের দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে প্রোটিয়ারা। আর তাদের বিপদে ফেলেছেন পেসার তাসকিন আহমেদ।

তিনি  দলীয় অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে উইকেট তুলে নেন।

পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে প্রথম আনন্দ বাংলাদেশের

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাসকিনের জোড়া উইকেটের সুবাদে ৯ ওভার শেষে মাত্র ৪৩ রানেই তিনটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তিনি ওপেনার জানেমান মালানকে মাত্র ৪ রানে আউট করে দেন। ওই সময়ে দক্ষিণ আফ্রিকার দলীয় রান ছিল ১৮।

বিজয় বাংলা টাইপিং টিউটোরিয়াল ফ্রি অনলাইন কোর্স-পাঠ ৯ | Bijoy Bangla Typing Tutorial Free Online Course – Lesson 9

প্রোটিয়া শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন তাসকিন দলীয়  ৩৬ রানের মাথায় । এ সময় তিনি ওপেনার কাইল ভেরেন্নেকে এলবিডব্লিউ আউট করেন। এরপর এই ৩৬ রানের সময়ই এইডেন মাক্রামকে ক্যাচ আউট করেন।

মাক্রামের ক্যাচটি দুর্দান্তভাবে তালুবন্দি করেন মেহেদি হাসান মিরাজ।

Leave a Reply