Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/amadersa/public_html/wp-includes/functions.php on line 6131
প্রতিহিংসা নয়, ভালোবাসা নিয়ে

প্রতিহিংসা নয়, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই : জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু

প্রতিহিংসা নয়” প্রতিবন্ধকতা গড়ে তুলুন, জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে🥀🥀🥀 ‘কাক কাকের গোশত খায় না’ বলে একটা প্রবাদ আছে। কিন্তু এখন মানুষ মানুষের গোশত খাচ্ছে। যার মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে প্রতিহিংসা। প্রতিহিংসা নিতে পারলেই যেন কিছু মানুষের মনে প্রানে তৃপ্তি আসে । একজন আরেক জনের ভাল, একজন আরেকজনের প্রশংসা এবং অন্য জনের উন্নতি দেখতে পারেনা, যেন এক পরম অসহ্য কারো উন্নতি বা ভাল কিছু দেখলে । একজনকে কিভাবে দমিয়ে রাখা যায় দাবিয়ে রাখা যায় অবনমন করা যায় তারই প্রচেষ্টা যেন সদাসর্বদা কিছু মানুষের ভিতরে প্রতিয়মান হয়ে উঠছে। এর ব্যতিক্রম নেই তা বলছিনা তবে কিছু মানুষ প্রতি হিংসার রাস্তাতেই হেটে চলেছে এবং চলতে পছন্দ করে সেই কথায় বলছি । যারা ভাবেন আমি খারাপ তারা সম্মানের সাথে দূরত্ব বজায় রাখুন। দেখলে বন্ধু-বন্ধু পেছনে শালা চান্দু বলার সময় নেই। কারো সাথে প্রতিযোগিতায় যাওয়ার বিশেষ কোন যোগ্যতা আমার নেই।

থাকলেও প্রতিযোগিতায় যেতাম না। কারন আমি চাই সহযোগিতার পৃথিবী। তবে যে কোন লেভেলের প্রকাশ্য শত্রুর মোকাবিলা করতে শরীর ও মন সব সময় প্রস্তুত রাখি। নানান রকম দৈন্য দশার কারনে কম্প্রোমাইজ করতে হয়, করছি তাই বলে কারো গোলাম নই।

প্রতিহিংসা নয়, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই : জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু
দেবদুলাল বসু পল্টু

আমার সমবয়সি কিংবা ছোট কারো কাছে কোটি- কোটি টাকা আছে তাতে আমার সমস্যা কি? শুভ কামনা তার জন্য। আবার সে আমার চেয়ে গরীব তাতেই বা কি? তার জন্যও শুভ কামনা। অর্থ, বয়স কিংবা শিক্ষাগত যোগ্যতা দেখে আমাদের বন্ধুত্ব হয় না, মানুষ আর মানবিকতা থেকে আমার বন্ধু হয়। কারো ভাব দেখার সময় নেই। ভালোবাসলে ভালোবাসি ঘৃণা করলে ঘৃণা।

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ঢাকায় নেওয়ার দাবিতে স্মারকলিপি

আমার বিপদের বন্ধুরা মাথার তাজ, আর যারা আমাকে ভালোবাসে তাদের বিপদে স্বশরীরে পাশে আছি বলে আশ্বস্ত করাই আমার কাজ। শত্রু ছাড়া জীবন পানসে, তাই শত্রু চাইতাম প্রখোর মেধা সম্পন্ন। সে আমাকে আছাড় দিবে যে কৌশলে তা রপ্ত করে প্রয়োগ করবো আমার শত্রুদের উপরে। কিন্তু হায় সময়ের পরিক্রমায় প্রতিহিংসা পরায়ণ কিছু জানোয়ার বন্ধুর তালিকায় চলে আসে। সামনে এসে কোন বিষয়ে প্রশ্ন করার যোগ্যতা না থাকায় আমার পেছন থেকে শত্রুতার জাল বুনতে থাকে। পেশাগত, রাজনৈতিক, সামাজিক কারনে দেশব্যাপী সম্পর্কের জাল ছড়িয়ে পরতে থাকে ভালোর আলোয়। সরল নিয়মে শত্রুও বাড়তে থাকে। সম্প্রতি আমাকে নিয়ে নানান কুরুচিপূর্ণ কথা ফেসবুকে প্রচার হচ্ছে আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সময় বিক্রি করে চাকর হলে সকালে-বিকালে হওয়া যায় কিন্তু সকালে বিকালে গুজব তৈরি করে মহৎ প্রমান করা যায়না।

গোপালগঞ্জ, কোটালীপাড়ায় ছাত্রীদের ইভটিজিং, ১০শ্রেণির ছাত্রের দেড় বছরের জেল।

কিছু শত্রু বন্ধুর রুপ ধরে কাছে ছিল। শিক্ষিত কিন্তু নোংরা। টাকা আছে কিন্তু গরীব, বিশাল দেহ আছে কিন্তু নপুংসক। পরিশেষে বলতে চাই , বাংলাদেশের মানুষ মোটেও একটি প্রতিহিংসা পরায়ণ নয়, বাংলাদেশের মানুষ অপরের সাফল্য দেখলে, তার জন্য অন্তর থেকে দোয়া/আশীর্বাদ করে, সে যেন আরও এগিয়ে যেতে পারে। দেশকে বিশ্বের বুকে তুলে ধরতে পারে। একজন বাংলাদেশী হয়ে আমি সব সময় গর্ববোধ করি। তাই অপপ্রচার – সমালোচনা থেকে দূরে থাকুন মনে রাখবেন আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র কর্মী।

ধুমপান করতে নিষেধ করায় মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে হত্যা

আরো বলতে চাই, ভুল মানুষ মাত্রই আর ক্ষমা মহতের গুণ তাই সকল বিষয়ে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি জাতির পিতার আত্মার চিরশান্তি কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসার্থে সকলের কাছে আশীর্বাদ/দোয়া চাচ্ছি। সাথে সাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করে ডিজিটাল দেশ বিনির্মাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। ✌ জয় বাংলা ✌🇧🇩 ✌ জয় বঙ্গবন্ধু ✌ 🇧🇩 লেখক- দেবদুলাল বসু পল্টু জেলা পরিষদ সদস্য গোপালগঞ্জ। উপজেলা আওয়ামীলীগ সদস্য কোটালীপাড়া।

Leave a Reply